চণ্ডীগড়, 18 জুন : কিংবদন্তী ভারতীয় দৌড়বীর মিলখা সিং (Milkha Singh) অসুস্থ ৷ সূত্রের খবর, জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি ৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও অনেকটাই কমে গিয়েছে ৷ কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই ভাল নেই মিলখা ৷ তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি হওয়ায় তাঁকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে আইসিইউতে তাঁর চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা ৷
হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার দিনভর লড়াই করতে হয়েছে মিলখাকে ৷ দিনটা তাঁর জন্য ভাল যায়নি মোটেই ৷ তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে চিকিৎসকদের ৷ বিশেষ করে মিলখা সিংয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াটা ভাবাচ্ছে তাঁদের ৷
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই মিলখা সিংয়ের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই তাঁর করোনার চিকিৎসা শুরু করা হয় ৷ পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় ৷ গত বুধবার তাঁকে জেনারেল ওয়ার্ডে সরিয়ে নিয়ে যান চিকিৎসকরা ৷ তবে তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ এর মধ্যেই শুক্রবার ফের অবস্থার অবনতি হয় মিলখার ৷
হাসপাতালের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আসলে বৃহস্পতিবার রাত থেকেই শরীর ফের খারাপ হতে শুরু করে মিলখা সিংয়ের ৷ রাতেই জ্বর আসে তাঁর ৷ একধাক্কায় অনেকটাই নেমে যায় অক্সিজেনের মাত্রা ৷ চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছে ৷
আরও পড়ুন : সবরমতী নদী এবং কাকারিয়া ও চান্ডোলা লেকের জলে করোনা ভাইরাসের হদিশ
ইতিমধ্যে মিলখা সিংয়ের পরিবারের তরফে তাঁর স্বাস্থ্য সম্পর্কে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, তিনি আগে স্থিতিশীল ছিলেন ৷ কিন্তু শুক্রবার পরিস্থিতি কিছুটা খারাপ হয় ৷ কিন্তু মিলখা সিং তাঁর লড়াই চালিয়ে যাচ্ছেন ৷ প্রসঙ্গত, মিলখা ছাড়াও তাঁর স্ত্রী 85 বছরের স্ত্রী নির্মল কউরও করোনায় আক্রান্ত হন ৷