ETV Bharat / bharat

Srinagar Encounter : শ্রীনগরের নওগামে এনকাউন্টার, মৃত 3 জঙ্গি - Security Fore in Jammu and Kashmir

এনকাউন্টার চলছে ৷ বুধবারও শ্রীনগরের প্রান্তিক অঞ্চল নওগামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গি লড়াইয়ে মৃত 3 জঙ্গি (Srinagar Encounter) ৷

Security Fore in Jammu and Kashmir
শ্রীনগরের রাস্তায় কড়া পুলিশি প্রহরা
author img

By

Published : Mar 16, 2022, 10:48 AM IST

শ্রীনগর, 16 মার্চ : এনকাউন্টারে মৃত তিন জঙ্গি ৷ তবে তাদের পরিচয় জানা যায়নি ৷ বুধবার এই খবর জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছিল শ্রীনগরের নওগামে জঙ্গি রয়েছে ৷ বুধবার পুলিশ, জওয়ানের যৌথ নিরাপত্তা বাহিনী একটি তল্লাশি অভিযান চালায়, জানিয়েছেন এক পুলিশ আধিকারিক (Unidentified militants was killed in an encounter in Nowgam Srinagar) ৷

জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে তল্লাশি অভিযান থেকে তা এনকাউন্টারে পরিণত হয় ৷ নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালাতে আরম্ভ করে ৷ এতে প্রথমে একজন অজ্ঞাতপরিচয় জঙ্গি মারা যাওয়ার কথা জানিয়েছিলেন পুলিশ আধিকারিক ৷ পরে তা বেড়ে দাঁড়ায় তিন জনে ৷

জম্মু ও কাশ্মীরে শুধু গুলির শব্দ, চলছে এনকাউন্টার

আরও পড়ুন : Pulwama Encounter : পুলওয়ামায় নিকেশ 3 জইশ-ই-মহম্মদ জঙ্গি

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, 9 মার্চ খোনমোহ অঞ্চলের সরপঞ্চ খুন হন (Khonmoh sarpanch killing) ৷ এই ঘটনায় জড়িত কয়েকজন জঙ্গি আটক করা হয়েছে ৷ কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) তরফে একটি টুইট করে জঙ্গিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ মৃত জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র-সহ আরও অন্য অস্ত্র পাওয়া গিয়েছে ৷

শ্রীনগর, 16 মার্চ : এনকাউন্টারে মৃত তিন জঙ্গি ৷ তবে তাদের পরিচয় জানা যায়নি ৷ বুধবার এই খবর জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছিল শ্রীনগরের নওগামে জঙ্গি রয়েছে ৷ বুধবার পুলিশ, জওয়ানের যৌথ নিরাপত্তা বাহিনী একটি তল্লাশি অভিযান চালায়, জানিয়েছেন এক পুলিশ আধিকারিক (Unidentified militants was killed in an encounter in Nowgam Srinagar) ৷

জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে তল্লাশি অভিযান থেকে তা এনকাউন্টারে পরিণত হয় ৷ নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালাতে আরম্ভ করে ৷ এতে প্রথমে একজন অজ্ঞাতপরিচয় জঙ্গি মারা যাওয়ার কথা জানিয়েছিলেন পুলিশ আধিকারিক ৷ পরে তা বেড়ে দাঁড়ায় তিন জনে ৷

জম্মু ও কাশ্মীরে শুধু গুলির শব্দ, চলছে এনকাউন্টার

আরও পড়ুন : Pulwama Encounter : পুলওয়ামায় নিকেশ 3 জইশ-ই-মহম্মদ জঙ্গি

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, 9 মার্চ খোনমোহ অঞ্চলের সরপঞ্চ খুন হন (Khonmoh sarpanch killing) ৷ এই ঘটনায় জড়িত কয়েকজন জঙ্গি আটক করা হয়েছে ৷ কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) তরফে একটি টুইট করে জঙ্গিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ মৃত জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র-সহ আরও অন্য অস্ত্র পাওয়া গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.