ETV Bharat / bharat

Militant killed in Kashmir encounter: কাশ্মীরে 2টি পৃথক এনকাউন্টার, মৃত জঙ্গি - কাশ্মীরে এনকাউন্টার

কাশ্মীরে 2টি পৃথক এনকাউন্টারে মৃত্যু হল এক জঙ্গির (Militant killed in Kashmir encounter)৷ পুলওয়ামা ও বারামুলায় হয় এই দুই এনকাউন্টার ৷ গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে বাহিনী (Militant killed in encounters)৷

Militant killed in encounters in J&K's Pulwama and Baramulla
কাশ্মীরে 2টি পৃথক এনকাউন্টার, মৃত জঙ্গি
author img

By

Published : Jun 21, 2022, 9:36 AM IST

শ্রীনগর, 21 জুন: ভূস্বর্গে এনকাউন্টার লেগেই রয়েছে ৷ সোমবার রাত থেকে পুলওয়ামা ও বারামুলায় দুটি এনকাউন্টার হয় (Militant killed in Kashmir encounter)৷ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির (Militant killed in encounters)৷

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় টুজ্জান এলাকায় ও বারামুলার সোপোরের টিলুবাল এলাকায় সোমবার রাতে দুটি এনকাউন্টারের ঘটনা ঘটে ৷ সোপোরে এক জঙ্গিকে খতম করা হয়েছে ৷ কাশ্মীর জোন পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয়েছে, "একজন জঙ্গি মারা গিয়েছে ৷ অভিযান এখনও চলছে ৷"

গোপন সূত্রে খবর আসে যে, ওই দুই এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা (Pulwama and Baramulla encounter)৷ তখনও পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী বারামুলা ও পুলওয়ামায় অভিযান চালায় ৷ শুরু হয় চিরুনি তল্লাশি ৷ বাহিনীকে দেখে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করলে পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা ৷ শুরু হয় তীব্র গুলির লড়াই ৷ দু পক্ষের গুলি বিনিময়ে মৃত্যু হয় এক জঙ্গির ৷ ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে ৷

আরও পড়ুন: Militants killed in Kashmir encounter: ভূস্বর্গে 3 এনকাউন্টারে মৃত 7 জঙ্গি

সোমবারও জম্মু ও কাশ্মীরে (Encounter at Pulwama) বড়সড় সাফল্য পায় বাহিনী ৷ 3টি এনকাউন্টারে মৃত্যু হয় 7 জন জঙ্গির ৷ 24 ঘণ্টায় কুপওয়ারা, পুলওয়ামা ও কুলগামে 7 জন জঙ্গিকে খতম করা হয় (Militant killed in Pulwama encounter)৷

শ্রীনগর, 21 জুন: ভূস্বর্গে এনকাউন্টার লেগেই রয়েছে ৷ সোমবার রাত থেকে পুলওয়ামা ও বারামুলায় দুটি এনকাউন্টার হয় (Militant killed in Kashmir encounter)৷ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির (Militant killed in encounters)৷

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় টুজ্জান এলাকায় ও বারামুলার সোপোরের টিলুবাল এলাকায় সোমবার রাতে দুটি এনকাউন্টারের ঘটনা ঘটে ৷ সোপোরে এক জঙ্গিকে খতম করা হয়েছে ৷ কাশ্মীর জোন পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয়েছে, "একজন জঙ্গি মারা গিয়েছে ৷ অভিযান এখনও চলছে ৷"

গোপন সূত্রে খবর আসে যে, ওই দুই এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা (Pulwama and Baramulla encounter)৷ তখনও পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী বারামুলা ও পুলওয়ামায় অভিযান চালায় ৷ শুরু হয় চিরুনি তল্লাশি ৷ বাহিনীকে দেখে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করলে পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা ৷ শুরু হয় তীব্র গুলির লড়াই ৷ দু পক্ষের গুলি বিনিময়ে মৃত্যু হয় এক জঙ্গির ৷ ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে ৷

আরও পড়ুন: Militants killed in Kashmir encounter: ভূস্বর্গে 3 এনকাউন্টারে মৃত 7 জঙ্গি

সোমবারও জম্মু ও কাশ্মীরে (Encounter at Pulwama) বড়সড় সাফল্য পায় বাহিনী ৷ 3টি এনকাউন্টারে মৃত্যু হয় 7 জন জঙ্গির ৷ 24 ঘণ্টায় কুপওয়ারা, পুলওয়ামা ও কুলগামে 7 জন জঙ্গিকে খতম করা হয় (Militant killed in Pulwama encounter)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.