ETV Bharat / bharat

বারামুল্লায় লস্কর জঙ্গির সহযোগী সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি , উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ - প্রতিরক্ষা মন্ত্রী

Militant Associate of LeT Outfit Arrested: কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর পরিদর্শনের পরই জম্মু ও কাশ্মীর থেকে এলইটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হল। তার কাছে থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বারামুল্লার পুলিশ ও সেনা জওয়ানরা ৷

Militant Associate of LeT Outfit Arrested
এলইটি জঙ্গি সহযোগী সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 11:49 AM IST

বারামুল্লা (জম্মু ও কাশ্মীর), 28 ডিসেম্বর: নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি) এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বুধবার নিরাপত্তা বাহিনী ও বারামুল্লার পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি ৷ ধৃতের নাম ইমরান আহমেদ গণি ৷ পুলিশ ধৃতের কাছ থেকে অপরাধমূলক উপকরণ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, বারামুল্লা পুলিশ আধিকারিক এবং সেনা জওয়ানরা বাস স্ট্যান্ডের কাছে শ্রাকওয়ারা ক্রিরিতে যৌথভাবে নাকা তল্লাশি চালাচ্ছিল । সেই নাকা তল্লাশির সময় একজনের গতিবিধি থেকে সন্দেহ হয়। পরে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাঁকে ধাওয়া করে এবং পাকড়াও করে । তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমরান আহমেদ গণি নওপোরা ওয়াগুরা ক্রিরির বাসিন্দা আব্দুল কাইয়ুম গণির ছেলে বলে জানা গিয়েছে ।

ধৃতের কাছ থেকে একটি চিনা পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, নয়টি পিস্তলের রাউন্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় পিএস ক্রিরিতে প্রাসঙ্গিক ধারা ইউএ (পি) এবং অস্ত্র আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে । উপত্যকায় একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে ৷ জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে পুলিশ আধিকারিকদেরও ৷

এছাড়াও পুঞ্চে সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালানো হয় ৷ ওই ঘটনায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে জম্মু ও কাশ্মীর পরিদর্শনে আসেন । এখানে এসে সেনা জওয়ানদের মৃত্যুতে তিনি শোকপ্রকাশ করেন ৷

আরও পড়ুন:

  1. 'দেশ রক্ষা-জঙ্গি দমনের সঙ্গে দেশবাসীর মন জয় করতে হবে', পুঞ্চে সেনাদের পরামর্শ রাজনাথের
  2. আবারও রক্তাক্ত উপত্যকা! কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের
  3. জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর

বারামুল্লা (জম্মু ও কাশ্মীর), 28 ডিসেম্বর: নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি) এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বুধবার নিরাপত্তা বাহিনী ও বারামুল্লার পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি ৷ ধৃতের নাম ইমরান আহমেদ গণি ৷ পুলিশ ধৃতের কাছ থেকে অপরাধমূলক উপকরণ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, বারামুল্লা পুলিশ আধিকারিক এবং সেনা জওয়ানরা বাস স্ট্যান্ডের কাছে শ্রাকওয়ারা ক্রিরিতে যৌথভাবে নাকা তল্লাশি চালাচ্ছিল । সেই নাকা তল্লাশির সময় একজনের গতিবিধি থেকে সন্দেহ হয়। পরে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাঁকে ধাওয়া করে এবং পাকড়াও করে । তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমরান আহমেদ গণি নওপোরা ওয়াগুরা ক্রিরির বাসিন্দা আব্দুল কাইয়ুম গণির ছেলে বলে জানা গিয়েছে ।

ধৃতের কাছ থেকে একটি চিনা পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, নয়টি পিস্তলের রাউন্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় পিএস ক্রিরিতে প্রাসঙ্গিক ধারা ইউএ (পি) এবং অস্ত্র আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে । উপত্যকায় একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে ৷ জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে পুলিশ আধিকারিকদেরও ৷

এছাড়াও পুঞ্চে সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালানো হয় ৷ ওই ঘটনায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে জম্মু ও কাশ্মীর পরিদর্শনে আসেন । এখানে এসে সেনা জওয়ানদের মৃত্যুতে তিনি শোকপ্রকাশ করেন ৷

আরও পড়ুন:

  1. 'দেশ রক্ষা-জঙ্গি দমনের সঙ্গে দেশবাসীর মন জয় করতে হবে', পুঞ্চে সেনাদের পরামর্শ রাজনাথের
  2. আবারও রক্তাক্ত উপত্যকা! কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের
  3. জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.