নাসিক ও ইটানগর, 23 নভেম্বর: মহারাষ্ট্রের নাসিক ও অরুণাচল প্রদেশের বাসরে মৃদু ভূমিকম্প অনুভূত হল (Mild Earthquakes in Maharashtra and Arunachal) ৷ তবে, এই জোড়া ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি বলেই দুই রাজ্যের প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ আজ ভোরে নাসিক জেলা থেকে 89 কিলোমিটার পশ্চিমে রিখটার স্কেলে 3.6 মাত্রার কম্পন অনুভূত হয় ৷ আর বাসর জেলা থেকে 58 কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমে সকাল 7টা নাগাদ রিখটার স্কেলে 3.8 মাত্রার কম্পন অনুভব হয় ৷
মহারাষ্ট্রের নাসিকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে ৷ ভোর 4টে 4 মিনিট নাগাদ প্রথম এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ভূ-বিভাগ ৷ অন্যদিকে, অরুণাচল প্রদেশের বাসর জেলার অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল মাটিতে 10 কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ভূ-বিভাগ ৷
-
An earthquake of magnitude 3.6 occurred 89km West of Nashik, Maharashtra at around 04:04am today. The depth of the earthquake was 5 km below the ground: National Center for Seismology pic.twitter.com/ULIdOrtiRN
— ANI (@ANI) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An earthquake of magnitude 3.6 occurred 89km West of Nashik, Maharashtra at around 04:04am today. The depth of the earthquake was 5 km below the ground: National Center for Seismology pic.twitter.com/ULIdOrtiRN
— ANI (@ANI) November 22, 2022An earthquake of magnitude 3.6 occurred 89km West of Nashik, Maharashtra at around 04:04am today. The depth of the earthquake was 5 km below the ground: National Center for Seismology pic.twitter.com/ULIdOrtiRN
— ANI (@ANI) November 22, 2022
আরও পড়ুন: তীব্র ভূকম্পনে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ, জারি সুনামি-সতর্কতা
মঙ্গলবারেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তর ভারতে ৷ লাদাখ থেকে 191 কিলোমিটার উত্তরে সেই কম্পনের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার সকাল 10টা 5 মিনিটে সেই ভূমিকম্প হয় ৷ তবে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা 4.3 ছিল ৷ তবে, ভারতে এর কোনও প্রভাব পড়েনি ৷ অন্যদিকে, গত দু’দিনে ভারতীয় উপমহাদেশে ঘনঘন এই ভূমিকম্পে চিন্তিত ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির আধিকারিকরা ৷ এই ছোট ছোট ভূমিকম্পগুলি আগামী দিনে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত কিনা তা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের ।