ETV Bharat / bharat

গুজরাত উপকূল থেকে দূরত্ব 370 কিমি, আরব সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা - বাণিজ্যিক

Merchant vessel with 21 Indians hit by drone in Arabian Sea: ইউকেএমটিও এর ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, ভারতের ভেরাভালের দক্ষিণ-পশ্চিমে 200 নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে আনক্রুড এরিয়াল সিস্টেম (ইউএএস) দ্বারা আক্রমণের জেরে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায় ৷ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় পাঠানো একটি সামুদ্রিক টহল বিমান ওই বাণিজ্যিক জাহাজের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় জাহাজটির সঙ্গে যোগাযোগও স্থাপন করে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 10:02 PM IST

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে 21 জন ভারতীয় ক্রু নিয়ে বাণিজ্যিক জাহাজে সন্দেহভাজন ড্রোন হামলায় বিস্ফোরণ হয় ৷ শনিবারের এই ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ সামরিক সূত্র এবং সামুদ্রিক সংস্থার তরফে ড্রোন হামলার এমনই খবর মিলেছে। ভারতীয় সামরিক সূত্রে খবর, ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই ঘটনার রিপোর্ট করার পর ভারতীয় নৌবাহিনী দ্বারা মোতায়েন করা একটি পি-8আই সামুদ্রিক টহল বিমান, জাহাজ এবং এর ক্রুদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে।

ইউকেএমটিও এর ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, ভারতের ভেরাভালের দক্ষিণ-পশ্চিমে 200 নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে আনক্রুড এরিয়াল সিস্টেম (ইউএএস) দ্বারা আক্রমণের জেরে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায় ৷ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় পাঠানো একটি সামুদ্রিক টহল বিমান ওই বাণিজ্যিক জাহাজের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় জাহাজটির সঙ্গে যোগাযোগও স্থাপন করে। নৌবাহিনীর এক আধিকারিক বলেন, "বিমানটি জাহাজ এবং এর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করেছে।"

পণ্যবাহী জাহাজের নিরাপত্তার জন্য নৌবাহিনী ইতিমধ্যে একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ পাঠিয়েছে। জানা গিয়েছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তার জাহাজ আইসিজিএস বিক্রমকে ওই বাণিজ্যিক জাহাজটি যে অঞ্চলে অবস্থিত সেখানে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। সামরিক সূত্রের খবর, জাহাজটি এখন নিকটতম বন্দরের দিকে যাচ্ছে। জাহাজটি সৌদি আরবের একটি বন্দর থেকে ম্যাঙ্গালোর বন্দরে অপরিশোধিত তেল নিয়ে আসছিল বলে জানা গিয়েছে। তারা জানান, জাহাজটিতে থাকা 22 জন ক্রু সদস্যের মধ্যে 21 জনই ভারতীয়।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে, ইউকেএমটিও জানিয়েছে, একটি জাহাজে আনক্রুড এরিয়াল সিস্টেম (ইউএএস) দ্বারা একটি বিস্ফোরণ ও আগুনের কারণে একটি হামলার রিপোর্ট তারা পেয়েছে। ঘটনা 200 এনএম দক্ষিণ-পশ্চিম ভেরাভালে হয়েছে বলেও জানা গিয়েছে ৷ একই সঙ্গে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ এতে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। জাহাজগুলিকে সতর্কতার সঙ্গে ট্রানজিট করার এবং ইউকেএমওটি-তে কোনও সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷

(পিটিআই)

আরও পড়ুন

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে 21 জন ভারতীয় ক্রু নিয়ে বাণিজ্যিক জাহাজে সন্দেহভাজন ড্রোন হামলায় বিস্ফোরণ হয় ৷ শনিবারের এই ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ সামরিক সূত্র এবং সামুদ্রিক সংস্থার তরফে ড্রোন হামলার এমনই খবর মিলেছে। ভারতীয় সামরিক সূত্রে খবর, ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই ঘটনার রিপোর্ট করার পর ভারতীয় নৌবাহিনী দ্বারা মোতায়েন করা একটি পি-8আই সামুদ্রিক টহল বিমান, জাহাজ এবং এর ক্রুদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে।

ইউকেএমটিও এর ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, ভারতের ভেরাভালের দক্ষিণ-পশ্চিমে 200 নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে আনক্রুড এরিয়াল সিস্টেম (ইউএএস) দ্বারা আক্রমণের জেরে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায় ৷ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় পাঠানো একটি সামুদ্রিক টহল বিমান ওই বাণিজ্যিক জাহাজের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় জাহাজটির সঙ্গে যোগাযোগও স্থাপন করে। নৌবাহিনীর এক আধিকারিক বলেন, "বিমানটি জাহাজ এবং এর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করেছে।"

পণ্যবাহী জাহাজের নিরাপত্তার জন্য নৌবাহিনী ইতিমধ্যে একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ পাঠিয়েছে। জানা গিয়েছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তার জাহাজ আইসিজিএস বিক্রমকে ওই বাণিজ্যিক জাহাজটি যে অঞ্চলে অবস্থিত সেখানে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। সামরিক সূত্রের খবর, জাহাজটি এখন নিকটতম বন্দরের দিকে যাচ্ছে। জাহাজটি সৌদি আরবের একটি বন্দর থেকে ম্যাঙ্গালোর বন্দরে অপরিশোধিত তেল নিয়ে আসছিল বলে জানা গিয়েছে। তারা জানান, জাহাজটিতে থাকা 22 জন ক্রু সদস্যের মধ্যে 21 জনই ভারতীয়।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে, ইউকেএমটিও জানিয়েছে, একটি জাহাজে আনক্রুড এরিয়াল সিস্টেম (ইউএএস) দ্বারা একটি বিস্ফোরণ ও আগুনের কারণে একটি হামলার রিপোর্ট তারা পেয়েছে। ঘটনা 200 এনএম দক্ষিণ-পশ্চিম ভেরাভালে হয়েছে বলেও জানা গিয়েছে ৷ একই সঙ্গে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ এতে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। জাহাজগুলিকে সতর্কতার সঙ্গে ট্রানজিট করার এবং ইউকেএমওটি-তে কোনও সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷

(পিটিআই)

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.