ETV Bharat / bharat

মুম্বই বন্দরে আসছে বাণিজ্য জাহাজ এমভি কেম প্লুটো, নিরাপদে 20 জন ভারতীয়-সহ 21 নাবিক

MV CHEM PLUTO with 20 Indians on way to Mumbai: মুম্বই বন্দরে নিয়ে আসা হচ্ছে বাণিজ্য জাহাজ এমভি কেম প্লুটোকে ৷ আজ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে সেই খবর দেওয়া হয়েছে ৷

Image Courtesy: Indian Coast Guard X
Image Courtesy: Indian Coast Guard X
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 3:15 PM IST

পোরবন্দর, 24 ডিসেম্বর: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরদারিতে মুম্বই বন্দরে নিয়ে আসা হচ্ছে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোকে ৷ এ দিন উপকূলরক্ষী বাহিনীর তরফে একটি পোস্ট করা হয় সোশাল মিডিয়ায় ৷ কোস্টগার্ডের তরফে এক আধিকারিক জানিয়েছেন, আইসিজিএস বিক্রম ক্ষতিগ্রস্ত জাহাজটিকে পথ দেখিয়ে মুম্বইয়ে ফেরাচ্ছে ৷ সেই সঙ্গে আকাশপথে কোস্ট গার্ডের ড্রোনিয়ার বিমান নজরদারি চালিয়ে যাচ্ছে ৷

সন্দেহভাজন ড্রোন হামলার পর বাণিজ্যিক ওই জাহাজের পাটাতনে আগুন ধরে গিয়েছিল ৷ সেই সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিমান সেই ক্ষতিগ্রস্ত জাহাজের সঙ্গে যোগাযোগ করে গতকাল ৷ তার পরেই উদ্ধার কাজে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ আজ সকালে যে ভিডিয়ো ও ছবি উপকূলরক্ষী বাহিনী শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে আইসিজিএস বিক্রম এমভি কেম প্লুটোকে পথ দেখিয়ে মম্বই বন্দরে নিয়ে আসছে ৷ সেই সঙ্গে আকাশপথে উপকূলরক্ষী বাহিনীর ড্রোনিয়ার বিমান নজরদারি চালাচ্ছে ৷ যাতে ফের কোনও ড্রোন বা অন্যভাবে হামলার শিকার না হয় এমভি কেম প্লুটো ৷

  • #WATCH | Indian Coast Guard ship ICGS Vikram escorting merchant vessel MV Chem Pluto in the Arabian Sea towards Mumbai in the morning today. The merchant ship hit by a drone yesterday had requested to be escorted by the ICGS Vikram. ICG Dorniers are also airborne to keep an eye… pic.twitter.com/6FIqcayHj4

    — ANI (@ANI) December 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা এএনআই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে উল্লেখ করে জানিয়েছে, ‘‘ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 'আইসিজিএস বিক্রম' আজ সকালে মুম্বই অভিমুখে আরব সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোকে পথ দেখাচ্ছে ৷ গতকাল একটি ড্রোন দ্বারা হামলার পর, বাণিজ্যিক জাহাজের সদস্যরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে সাহায্য চেয়েছিল ৷’’ সেই মতো 'আইসিজিএস বিক্রম', এমভি প্লুটোকে পথ দেখিয়ে নিয়ে আসছে ৷ সেই সঙ্গে আকাশপথে 'আইসিজিএস ড্রোনিয়ার' ওই এলাকায় নজরদারি চালাচ্ছে ৷

  • DRONE ATTACK ON MV CHEM PLUTO-Indian Coast Guard Maritime Rescue Coordination Centre,Mumbai received information regarding fire onboard MV Chem Pluto. The Merchant ship with 20 Indian &01 Vietnamese Crew was reportedly attacked by a suspected drone strike on aerial platform.(1/6) pic.twitter.com/CpioW9MfT9

    — Indian Coast Guard (@IndiaCoastGuard) December 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, পেন্টাগনের তরফে দাবি করা হয়েছে, ইরান লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোর উপরে হামলা চালিয়েছে ৷ বিনা কোনও প্ররোচনায় ইরান ওই ড্রোন হামলা চালিয়েছে ৷ শনিবার সকাল 10টা নাগাদ ভারতীয় উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে এই হামলা চালানো হয়েছে ৷ পেন্টাগন এও দাবি করেছে, 2021 সাল থেকে এ নিয়ে সাতবার কোনও বাণিজ্যিক জাহাজের উপর ইরান ড্রোন হামলা চালিয়েছে ৷

আরও পড়ুন:

  1. গুজরাত উপকূল থেকে দূরত্ব 370 কিমি, আরব সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা
  2. ভারত মহাসাগরে রাসায়নিক ট্যাংকারে হামলা ইরানি ড্রোনের, চাঞ্চল্যকর দাবি পেন্টাগনের

পোরবন্দর, 24 ডিসেম্বর: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরদারিতে মুম্বই বন্দরে নিয়ে আসা হচ্ছে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোকে ৷ এ দিন উপকূলরক্ষী বাহিনীর তরফে একটি পোস্ট করা হয় সোশাল মিডিয়ায় ৷ কোস্টগার্ডের তরফে এক আধিকারিক জানিয়েছেন, আইসিজিএস বিক্রম ক্ষতিগ্রস্ত জাহাজটিকে পথ দেখিয়ে মুম্বইয়ে ফেরাচ্ছে ৷ সেই সঙ্গে আকাশপথে কোস্ট গার্ডের ড্রোনিয়ার বিমান নজরদারি চালিয়ে যাচ্ছে ৷

সন্দেহভাজন ড্রোন হামলার পর বাণিজ্যিক ওই জাহাজের পাটাতনে আগুন ধরে গিয়েছিল ৷ সেই সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিমান সেই ক্ষতিগ্রস্ত জাহাজের সঙ্গে যোগাযোগ করে গতকাল ৷ তার পরেই উদ্ধার কাজে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ আজ সকালে যে ভিডিয়ো ও ছবি উপকূলরক্ষী বাহিনী শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে আইসিজিএস বিক্রম এমভি কেম প্লুটোকে পথ দেখিয়ে মম্বই বন্দরে নিয়ে আসছে ৷ সেই সঙ্গে আকাশপথে উপকূলরক্ষী বাহিনীর ড্রোনিয়ার বিমান নজরদারি চালাচ্ছে ৷ যাতে ফের কোনও ড্রোন বা অন্যভাবে হামলার শিকার না হয় এমভি কেম প্লুটো ৷

  • #WATCH | Indian Coast Guard ship ICGS Vikram escorting merchant vessel MV Chem Pluto in the Arabian Sea towards Mumbai in the morning today. The merchant ship hit by a drone yesterday had requested to be escorted by the ICGS Vikram. ICG Dorniers are also airborne to keep an eye… pic.twitter.com/6FIqcayHj4

    — ANI (@ANI) December 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা এএনআই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে উল্লেখ করে জানিয়েছে, ‘‘ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 'আইসিজিএস বিক্রম' আজ সকালে মুম্বই অভিমুখে আরব সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোকে পথ দেখাচ্ছে ৷ গতকাল একটি ড্রোন দ্বারা হামলার পর, বাণিজ্যিক জাহাজের সদস্যরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে সাহায্য চেয়েছিল ৷’’ সেই মতো 'আইসিজিএস বিক্রম', এমভি প্লুটোকে পথ দেখিয়ে নিয়ে আসছে ৷ সেই সঙ্গে আকাশপথে 'আইসিজিএস ড্রোনিয়ার' ওই এলাকায় নজরদারি চালাচ্ছে ৷

  • DRONE ATTACK ON MV CHEM PLUTO-Indian Coast Guard Maritime Rescue Coordination Centre,Mumbai received information regarding fire onboard MV Chem Pluto. The Merchant ship with 20 Indian &01 Vietnamese Crew was reportedly attacked by a suspected drone strike on aerial platform.(1/6) pic.twitter.com/CpioW9MfT9

    — Indian Coast Guard (@IndiaCoastGuard) December 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, পেন্টাগনের তরফে দাবি করা হয়েছে, ইরান লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোর উপরে হামলা চালিয়েছে ৷ বিনা কোনও প্ররোচনায় ইরান ওই ড্রোন হামলা চালিয়েছে ৷ শনিবার সকাল 10টা নাগাদ ভারতীয় উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে এই হামলা চালানো হয়েছে ৷ পেন্টাগন এও দাবি করেছে, 2021 সাল থেকে এ নিয়ে সাতবার কোনও বাণিজ্যিক জাহাজের উপর ইরান ড্রোন হামলা চালিয়েছে ৷

আরও পড়ুন:

  1. গুজরাত উপকূল থেকে দূরত্ব 370 কিমি, আরব সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা
  2. ভারত মহাসাগরে রাসায়নিক ট্যাংকারে হামলা ইরানি ড্রোনের, চাঞ্চল্যকর দাবি পেন্টাগনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.