ETV Bharat / bharat

PM Modi Mann Ki Baat: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে ‘মেরা যুবা ভারত’ প্ল্যাটফর্ম আনছে কেন্দ্র - Sardar Patels Birth Anniversary

Mera Yuva Bharat will Launched on Sardar Patel's Birth Anniversary: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে ভারতের যুবসমাজকে দেশ গঠনের কাজে জুড়তে উদ্যোগী কেন্দ্র ৷ 31 অক্টোবর ‘মেরা যুবা ভারত’ প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের সূচনা করছে কেন্দ্র ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 3:19 PM IST

নয়াদিল্লি, 29 অক্টোবর: আগামী 31 অক্টোবর ভারত সরকার ‘মেরা যুবা ভারত’ প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের সূচনা করতে চলেছে ৷ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম চালু করছে কেন্দ্রীয় সরকার ৷ ‘মেরা যুবা ভারত’, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন ও প্রগতিশীল কাজের সঙ্গে যুবসমাজকে যুক্ত করাই এর লক্ষ্য বলে জানানো হয়েছে ৷ রবিবার ‘মন কি বাত’-এর ভাষণ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করেছেন ৷

অক্টোবর মাসের শেষ রবিবারে ‘মন কি বাত’-এর রেডিয়ো সম্প্রচারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী অর্থাৎ, 31 অক্টোবর ‘মেরা যুবা ভারত’ ওয়েসসাইটের সূচনা করা হবে ৷ যেখানে দেশের সকল যুবক-যুবতী নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ৷ MYBharat.Gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে ৷ মোদি বলেন, ‘‘MYBharat ওয়েবসাইট যুবসমাজকে দেশ গঠনের বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দেবে ৷ এটা একটা অভিনব প্রচেষ্টা ৷ যেখানে ভারতের যুবসমাজকে দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে সামিল করা হবে ৷’’

দেশীয় হস্ত ও মাঝারি শিল্পকে উৎসাহ দেওয়ার কথাও বলেন নরেন্দ্র মোদি ৷ উৎসবের মরশুমে ক্ষুদ্র শিল্পগুলিকে এগিয়ে নিয়ে আসার পরামর্শ দিলেন ৷ তিনি বলেন, ‘‘প্রতিবারের মতো, এইবারেও উৎসবের মরশুমে আমাদের প্রাধান্য ‘ভোকাল ফর লোকাল’ ৷’’ অর্থাৎ, দেশীয় প্রযুক্তি এবং আঞ্চলিক শিল্পকর্মকে উৎসাহ দিয়ে, দেশ গঠনের কাজে সেগুলিকে ব্যবহার করা ৷ যা একাধারে ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের অংশ ৷

আরও পড়ুন: 'দুর্বলের রক্ষাই হিন্দুর ধর্ম,' দুই পাতায় হিন্দুত্ব নিয়ে 'মন কি বাত' রাহুলের

তিনি সকল ভারতবাসীর কাছে অনুরোধ করেছেন, ‘‘আমি সকলের কাছে একটা অনুরোধ রাখতে চাই, যে আপনারা যেখানেই পর্যটন বা তীর্থস্থানে যান না কেন ৷ স্থানীয় কারিগরদের তৈরি পণ্য কিনুন ৷’’ উল্লেখ্য, গত 2 অক্টোবর গান্ধি জয়ন্তীতে দেশে খাদি কাপড়ের তৈরি সামগ্রীর বিক্রি রেকর্ড মাত্রা ছুঁয়েছে ৷

নয়াদিল্লি, 29 অক্টোবর: আগামী 31 অক্টোবর ভারত সরকার ‘মেরা যুবা ভারত’ প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের সূচনা করতে চলেছে ৷ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম চালু করছে কেন্দ্রীয় সরকার ৷ ‘মেরা যুবা ভারত’, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন ও প্রগতিশীল কাজের সঙ্গে যুবসমাজকে যুক্ত করাই এর লক্ষ্য বলে জানানো হয়েছে ৷ রবিবার ‘মন কি বাত’-এর ভাষণ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করেছেন ৷

অক্টোবর মাসের শেষ রবিবারে ‘মন কি বাত’-এর রেডিয়ো সম্প্রচারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী অর্থাৎ, 31 অক্টোবর ‘মেরা যুবা ভারত’ ওয়েসসাইটের সূচনা করা হবে ৷ যেখানে দেশের সকল যুবক-যুবতী নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ৷ MYBharat.Gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে ৷ মোদি বলেন, ‘‘MYBharat ওয়েবসাইট যুবসমাজকে দেশ গঠনের বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দেবে ৷ এটা একটা অভিনব প্রচেষ্টা ৷ যেখানে ভারতের যুবসমাজকে দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে সামিল করা হবে ৷’’

দেশীয় হস্ত ও মাঝারি শিল্পকে উৎসাহ দেওয়ার কথাও বলেন নরেন্দ্র মোদি ৷ উৎসবের মরশুমে ক্ষুদ্র শিল্পগুলিকে এগিয়ে নিয়ে আসার পরামর্শ দিলেন ৷ তিনি বলেন, ‘‘প্রতিবারের মতো, এইবারেও উৎসবের মরশুমে আমাদের প্রাধান্য ‘ভোকাল ফর লোকাল’ ৷’’ অর্থাৎ, দেশীয় প্রযুক্তি এবং আঞ্চলিক শিল্পকর্মকে উৎসাহ দিয়ে, দেশ গঠনের কাজে সেগুলিকে ব্যবহার করা ৷ যা একাধারে ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের অংশ ৷

আরও পড়ুন: 'দুর্বলের রক্ষাই হিন্দুর ধর্ম,' দুই পাতায় হিন্দুত্ব নিয়ে 'মন কি বাত' রাহুলের

তিনি সকল ভারতবাসীর কাছে অনুরোধ করেছেন, ‘‘আমি সকলের কাছে একটা অনুরোধ রাখতে চাই, যে আপনারা যেখানেই পর্যটন বা তীর্থস্থানে যান না কেন ৷ স্থানীয় কারিগরদের তৈরি পণ্য কিনুন ৷’’ উল্লেখ্য, গত 2 অক্টোবর গান্ধি জয়ন্তীতে দেশে খাদি কাপড়ের তৈরি সামগ্রীর বিক্রি রেকর্ড মাত্রা ছুঁয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.