ভোপাল, 21 মে : মুসলিম বলে মানসিক ভারসাম্যহীন প্রৌঢ়কে ক্রমাগত চড়-থাপ্পড় ৷ পরদিন সকালে আক্রমণের শিকার ওই প্রৌঢ়র মৃত্যুর ঘটনায় শিরোনামে মধ্যপ্রদেশের নীমচ জেলা ৷ হিংসার সমস্ত সীমা অতিক্রম করা চাঞ্চল্যকর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে আন্তর্জালে ৷ প্রৌঢ়র মৃত্যুতে অভিযুক্তের বিরুদ্ধে পরিবারের তরফে রুজু হয়েছে পিটিয়ে হত্যার মামলা (Mentally ill old man mob lynched at Neemuch district in Madhya Pradesh) ৷
'তুই কি মুসলমান ? আধার কার্ড দেখা ৷" ষাটোর্ধ্ব এক মানসিক ভারসাম্যহীনকে ক্রমাগত প্রশ্নবাণে বিদ্ধ করছে এক ব্যক্তি ৷ সঙ্গে এলোপাথাড়ি চড় ৷ আন্তর্জালে ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে রীতিমত শিউরে ওঠার জোগাড় ৷ পুলিশ জানিয়েছে, মৃত প্রৌঢ়ের নাম ভানওয়ারলাল জৈন ৷ ভিডিয়ো দেখে আক্রমণকারী ব্যক্তিকেও চিহ্নিত করা সম্ভব হয়েছে ৷ পুলিশ জানিয়েছে প্রৌঢ়কে মুসলিম ভেবে আক্রমণকারী ব্যক্তি দীনেশ কুশওয়াহা প্রাক্তন বিজেপি কর্মীর স্বামী ৷
গত 15 মে থেকে রাতলাম জেলার বাসিন্দা মৃত ভানওয়ারলাল জৈন নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে ৷ পরিবারের নিখোঁজ ডায়েরির পরিপ্রেক্ষিতে ভানওয়ারলালের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ৷ নীমচ জেলায় রাস্তার ধারে প্রৌঢ়ের মৃতদেহ সনাক্ত করা হয় শুক্রবার ৷ পরিবারের হাতে ভানওয়ারলালের মৃতদেহ তুলে দেওয়ার পর তা সৎকারও করা হয় ৷
আরও পড়ুন : ভিন জাতে বিয়ে, সম্মান রক্ষার্থে যুবককে কুপিয়ে খুন হায়দরাবাদে
এরপরই মৃতের পরিবারের নজরে আসা ভাইরাল হওয়া ভিডিয়ো ৷ তারই পরিপ্রেক্ষিতে পরিবারের পুলিশের দ্বারস্থ হয়ে খুনের মামলা রুজু করে ভানওয়ারলালের পরিবার ৷ অবিলম্বে কুশওয়াহার গ্রেফতারের দাবিও জানানো হয়েছে ৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র খুনের অভিযোগে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে নিয়েছে ৷ বিরোধীরা যদিও ন্যক্কারজনক ঘটনার জন্য রাজ্যের শাসকদল বিজেপি-কেই দায়ী করেছে ৷