ETV Bharat / bharat

Tripura Assembly Election 2023: ত্রিপুরার ভোটে মুখোমুখি পিসি-ভাইপো ! - ত্রিপুরা বিধানসভা নির্বাচন

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছেন পিসি ও ভাইপো ! কারা তাঁরা ?

Members from Same Family Contesting from Different Political Parties in Tripura Assembly Election 2023
পিসি ভাইপোর লড়াই
author img

By

Published : Feb 3, 2023, 9:17 PM IST

আগরতলা, 3 ফেব্রুয়ারি: এবারের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) পারিবারিক লড়াইয়েরও সাক্ষী থাকতে হবে রাজ্যবাসীকে ৷ কারণ, ভোটের ময়দানে নেমেছেন একই পরিবারের একাধিক সদস্য ! তবে, পরিবার এক হলেও, সংশ্লিষ্ট সদস্যদের রাজনৈতিক পরিচয় আলাদা ৷ তাঁর প্রতিদ্বন্দ্বিতা করবেন আলাদা আলাদা দলের প্রার্থী হিসাবে (Members from Same Family Contesting from Different Political Parties) ৷

এবারের ভোটে টিকিট পেয়েছেন মিনারানি সরকার ৷ তিনি প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়ক তথা রাজনৈতিক নেতা দিলীপ সরকারের বোন ৷ বিজেপির টিকিটেই প্রার্থী হয়েছেন তিনি ৷ অন্যদিকে, মিনারানির দাদা রাজকুমার সরকারের কংগ্রেসের টিকিটে ভোটে লড়ার কথা ছিল ! এখানেই শেষ নয় ৷ মিনারানি ও রাজকুমারের ভাইপোও প্রার্থী হয়েছেন এবারের নির্বাচনে ৷ কিন্তু, তিনি প্রতিনিধিত্ব করছেন বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লকের ! এই বাম প্রার্থীর নাম পার্থরঞ্জন সরকার ৷

আরও পড়ুন: গণতন্ত্র ফেরাতে বামেদের ফেরান ! ত্রিপুরায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বার্তা ফ্রন্টের

প্রয়াত দিলীপ সরকারের রাজনৈতিক জীবন যথেষ্ট রঙিন ছিল ৷ বারবার দল বদলেছেন তিনি ৷ একটা সময় তিনি ছিলেন কংগ্রেসের জনপ্রিয় নেতা ৷ পরবর্তীতে দল বদলে নাম লেখান তৃণমূল কংগ্রেসে ৷ কিন্তু, 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আবারও ভোলবদল করেন তিনি ! এক ফুল ছেড়ে যান অন্য ফুলে ! যোগ দেন বিজেপিতে ৷ দিলীপের দাদা রাজকুমার অবশ্য পুরদস্তুর কংগ্রেসি ৷ এবারের নির্বাচনে দল তাঁকে টিকিটও দিয়েছিল ৷ কিন্তু, পরবর্তীতে বামেদের সঙ্গে আসন সমঝোতা হয় কংগ্রেসের ৷ তার জেরেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে হয় রাজকুমারকে ৷ ফলে সংশ্লিষ্ট আসনে এখন প্রার্থী তাঁরই ভাগ্নে পার্থরঞ্জন ! প্রসঙ্গত, পিসি ও ভাইপোর এই লড়াই লড়া হবে ত্রিপুরার 14 নম্বর বিধানসভা কেন্দ্র বধরঘাট থেকে ৷

তবে, বিষয়টিকে এভাবে দেখতে নারাজ প্রার্থীরা ৷ তাঁদের বক্তব্য, পরিবার থাকবে পরিবারের জায়গায় ৷ রাজনীতির লড়াই অন্য জিনিস ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজকুমার সরকার বলেন, "আমি কংগ্রেসের টিকিট পেয়েছিলাম ৷ কিন্তু, প্রার্থীপদ প্রত্য়াহার করে নিয়েছি ৷ এখানে ব্যক্তিগত কোনও বিষয় নেই ৷ পুরোটাই আসলে রাজনৈতিক লড়াই ৷ জনতা যাঁকে বেছে নেবেন, তিনিই জনতার প্রতিনিধি হয়ে কাজ করবেন ৷" একই সুর শোনা গিয়েছে মিনারানি এবং পার্থরঞ্জনের গলাতেও ৷

আগরতলা, 3 ফেব্রুয়ারি: এবারের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) পারিবারিক লড়াইয়েরও সাক্ষী থাকতে হবে রাজ্যবাসীকে ৷ কারণ, ভোটের ময়দানে নেমেছেন একই পরিবারের একাধিক সদস্য ! তবে, পরিবার এক হলেও, সংশ্লিষ্ট সদস্যদের রাজনৈতিক পরিচয় আলাদা ৷ তাঁর প্রতিদ্বন্দ্বিতা করবেন আলাদা আলাদা দলের প্রার্থী হিসাবে (Members from Same Family Contesting from Different Political Parties) ৷

এবারের ভোটে টিকিট পেয়েছেন মিনারানি সরকার ৷ তিনি প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়ক তথা রাজনৈতিক নেতা দিলীপ সরকারের বোন ৷ বিজেপির টিকিটেই প্রার্থী হয়েছেন তিনি ৷ অন্যদিকে, মিনারানির দাদা রাজকুমার সরকারের কংগ্রেসের টিকিটে ভোটে লড়ার কথা ছিল ! এখানেই শেষ নয় ৷ মিনারানি ও রাজকুমারের ভাইপোও প্রার্থী হয়েছেন এবারের নির্বাচনে ৷ কিন্তু, তিনি প্রতিনিধিত্ব করছেন বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লকের ! এই বাম প্রার্থীর নাম পার্থরঞ্জন সরকার ৷

আরও পড়ুন: গণতন্ত্র ফেরাতে বামেদের ফেরান ! ত্রিপুরায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বার্তা ফ্রন্টের

প্রয়াত দিলীপ সরকারের রাজনৈতিক জীবন যথেষ্ট রঙিন ছিল ৷ বারবার দল বদলেছেন তিনি ৷ একটা সময় তিনি ছিলেন কংগ্রেসের জনপ্রিয় নেতা ৷ পরবর্তীতে দল বদলে নাম লেখান তৃণমূল কংগ্রেসে ৷ কিন্তু, 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আবারও ভোলবদল করেন তিনি ! এক ফুল ছেড়ে যান অন্য ফুলে ! যোগ দেন বিজেপিতে ৷ দিলীপের দাদা রাজকুমার অবশ্য পুরদস্তুর কংগ্রেসি ৷ এবারের নির্বাচনে দল তাঁকে টিকিটও দিয়েছিল ৷ কিন্তু, পরবর্তীতে বামেদের সঙ্গে আসন সমঝোতা হয় কংগ্রেসের ৷ তার জেরেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে হয় রাজকুমারকে ৷ ফলে সংশ্লিষ্ট আসনে এখন প্রার্থী তাঁরই ভাগ্নে পার্থরঞ্জন ! প্রসঙ্গত, পিসি ও ভাইপোর এই লড়াই লড়া হবে ত্রিপুরার 14 নম্বর বিধানসভা কেন্দ্র বধরঘাট থেকে ৷

তবে, বিষয়টিকে এভাবে দেখতে নারাজ প্রার্থীরা ৷ তাঁদের বক্তব্য, পরিবার থাকবে পরিবারের জায়গায় ৷ রাজনীতির লড়াই অন্য জিনিস ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজকুমার সরকার বলেন, "আমি কংগ্রেসের টিকিট পেয়েছিলাম ৷ কিন্তু, প্রার্থীপদ প্রত্য়াহার করে নিয়েছি ৷ এখানে ব্যক্তিগত কোনও বিষয় নেই ৷ পুরোটাই আসলে রাজনৈতিক লড়াই ৷ জনতা যাঁকে বেছে নেবেন, তিনিই জনতার প্রতিনিধি হয়ে কাজ করবেন ৷" একই সুর শোনা গিয়েছে মিনারানি এবং পার্থরঞ্জনের গলাতেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.