ETV Bharat / bharat

ভারতের কোন রাজনৈতিক নেতার সঙ্গে চোক্সির দেখা করাতে চেয়েছিল অপহরণকারীরা ? - অপহরণ

মেহুল ডমিনিকায় স্বেচ্ছায় যায়নি, তার প্রেমিকা তাকে বাড়িতে ডেকেছিল ৷ তারপরই 8-10 জন লোক তাকে মারধর করে, জোর করে তুলে আনে ডমিনিকায় ৷ এই তথ্য জানিয়ে ডমিনিকার আদালতে একটি অভিযোগ দায়ের করল চোক্সি ৷

পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি
পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি
author img

By

Published : Jun 8, 2021, 7:32 AM IST

Updated : Jun 8, 2021, 8:30 AM IST

অ্যান্টিগা, 8 জুন : পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সিকে নাকি অপহরণ করা হয়েছে আর তার পর বেধড়ক মারধর করেছে 8-10 জন ৷ তারা নিজেদের অ্যান্টিগার পুলিশ বলে দাবি করেছিল ৷ সোমবার এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছে মেহুল ৷ এমনকি ডমিনিকায় পৌঁছাবার পর তারা বলে যে সেখানে কোনও এক "ভারতীয় রাজনৈতিক নেতার" সঙ্গে দেখা করতে নিয়ে আসা হয়েছে চোক্সিকে ৷ তার সঙ্গে বছরখানেকের বন্ধুত্ব বারবারা জাবারিকার, কিন্তু সেই নাকি ফাঁসিয়েছে মেহুলকে, দাবি হিরে ব্যবসায়ীর ৷

তাঁর কথায়, "23 মে-তে বারবারা আমাকে ওর বাড়িতে যেতে বলে ৷ সেখানে যাওয়ার পর 8-10 জন মিলে আমার মারধর করতে শুরু করে ৷ জাবারিকা কাউকে আটকায়নি ৷ সেও এই অপহরণে যুক্ত ছিল, তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷"

23 মে বিকেলে বেড়াতে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি মেহুল চোক্সি ৷ এর মধ্যে অ্যান্টিগার প্রধানমন্ত্রী দাবি করেন যে, চোক্সি তাঁর প্রেমিকার সঙ্গে ডমিনিকায় পালিয়ে গিয়েছেন ৷ কিন্তু মেহুলের স্ত্রী প্রীতি চোক্সি আর দুই আইনজীবী বারে বারে অভিযোগ জানায় যে, মেহুলকে অ্য়ান্টিগা আর ভারতের আধিকারিকরা জোর করে তুলে নিয়ে গিয়েছেন, তাঁর উপর অত্যাচার চালিয়েছেন ৷

আরও পড়ুন : অ্যান্টিগার পুলিশের কাছে অপহরণকারীদের নাম বললেন চোক্সি

যদিও ডমিনিকার পুলিশ ইস্টার্ন ক্যারিবিয়ান সুপ্রিম কোর্টে দাবি করেছে যে, 24 মে রাত সাড়ে এগারোটা নাগাদ ডমিনিকার টোকারি বে-র একটি জেটির কাছে সন্দেহজনক অবস্থায় খুঁজে পাওয়া যায় তাঁকে ৷ বেআইনি ভাবে ডমিনিকায় প্রবেশ করেছে মেহুল, এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে ডমিনিকা প্রশাসন ৷ সেই মামলা আপাতত 14 জুন অবধি স্থগিত রয়েছে ৷ ভারতীয় আধিকারিকদের একটি দল গিয়েছিল তাকে দেশে ফিরিয়ে আনতে, কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে তাদের ৷ আপাতত অসুস্থ পলাতক ব্যবসায়ীকে ডমিনিকার একটি হাসপাতালে রাখা হয়েছে ৷

অ্যান্টিগা, 8 জুন : পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সিকে নাকি অপহরণ করা হয়েছে আর তার পর বেধড়ক মারধর করেছে 8-10 জন ৷ তারা নিজেদের অ্যান্টিগার পুলিশ বলে দাবি করেছিল ৷ সোমবার এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছে মেহুল ৷ এমনকি ডমিনিকায় পৌঁছাবার পর তারা বলে যে সেখানে কোনও এক "ভারতীয় রাজনৈতিক নেতার" সঙ্গে দেখা করতে নিয়ে আসা হয়েছে চোক্সিকে ৷ তার সঙ্গে বছরখানেকের বন্ধুত্ব বারবারা জাবারিকার, কিন্তু সেই নাকি ফাঁসিয়েছে মেহুলকে, দাবি হিরে ব্যবসায়ীর ৷

তাঁর কথায়, "23 মে-তে বারবারা আমাকে ওর বাড়িতে যেতে বলে ৷ সেখানে যাওয়ার পর 8-10 জন মিলে আমার মারধর করতে শুরু করে ৷ জাবারিকা কাউকে আটকায়নি ৷ সেও এই অপহরণে যুক্ত ছিল, তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷"

23 মে বিকেলে বেড়াতে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি মেহুল চোক্সি ৷ এর মধ্যে অ্যান্টিগার প্রধানমন্ত্রী দাবি করেন যে, চোক্সি তাঁর প্রেমিকার সঙ্গে ডমিনিকায় পালিয়ে গিয়েছেন ৷ কিন্তু মেহুলের স্ত্রী প্রীতি চোক্সি আর দুই আইনজীবী বারে বারে অভিযোগ জানায় যে, মেহুলকে অ্য়ান্টিগা আর ভারতের আধিকারিকরা জোর করে তুলে নিয়ে গিয়েছেন, তাঁর উপর অত্যাচার চালিয়েছেন ৷

আরও পড়ুন : অ্যান্টিগার পুলিশের কাছে অপহরণকারীদের নাম বললেন চোক্সি

যদিও ডমিনিকার পুলিশ ইস্টার্ন ক্যারিবিয়ান সুপ্রিম কোর্টে দাবি করেছে যে, 24 মে রাত সাড়ে এগারোটা নাগাদ ডমিনিকার টোকারি বে-র একটি জেটির কাছে সন্দেহজনক অবস্থায় খুঁজে পাওয়া যায় তাঁকে ৷ বেআইনি ভাবে ডমিনিকায় প্রবেশ করেছে মেহুল, এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে ডমিনিকা প্রশাসন ৷ সেই মামলা আপাতত 14 জুন অবধি স্থগিত রয়েছে ৷ ভারতীয় আধিকারিকদের একটি দল গিয়েছিল তাকে দেশে ফিরিয়ে আনতে, কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে তাদের ৷ আপাতত অসুস্থ পলাতক ব্যবসায়ীকে ডমিনিকার একটি হাসপাতালে রাখা হয়েছে ৷

Last Updated : Jun 8, 2021, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.