ETV Bharat / bharat

Meghalaya CM on AFSPA : আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব মেঘালয়ের মুখ্যমন্ত্রী

আফস্পা বা আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট, 1958 মূলত উপদ্রুত অঞ্চলে লাগু করা হয় ৷ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই আইন লাগু করা হয়েছে ৷ এবার তা প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড সাংমা (Meghalaya CM says AFSPA should be repealed) ৷

meghalaya-cm-says-afspa-should-be-repeal
Meghalaya CM on AFSPA : আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব মেঘালয়ের মুখ্যমন্ত্রী
author img

By

Published : Dec 6, 2021, 7:51 PM IST

শিলং (মেঘালয়), 6 ডিসেম্বর : আফস্পা প্রত্যাহারের দাবি এবার উঠল বিজেপির শরিক দল থেকে ৷ এই দাবি তুললেন এমন এক রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে শাসক জোটে রয়েছে বিজেপি ৷ নাগাল্যান্ডে সেনার গুলিতে সাধারণ নাগরিকদের মৃত্যুর যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতেই তিনি এই কথা বলেছেন (Meghalaya CM says AFSPA should be repealed) ৷

তাৎপর্যপূর্ণ ভাবে তিনিও উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এই নেতার নাম করনাড সাংমা ৷ তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী ৷ সোমবার তিনি এই দাবি তুলেছেন ৷

নাগাল্যান্ডের ঘটনাটি (Nagaland Firing) সামনে আসার পর রবিবার থেকেই আফস্পা বা আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট, 1958 (Armed Forces Special Power Act 1958) প্রত্যাহারের দাবি তুলেছে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মীরা ৷ রাজনৈতিক নেতারাও এই দাবি তুলেছেন ৷ একই দাবি তুলেছেন করনাডও ৷

করনাড এনপিপি-র নেতা ৷ তিনি মেঘালয়ে বিজেপি-জোট সরকারের মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি টুইট করেছেন, ‘‘আফস্পা প্রত্যাহার করা উচিত ৷’’ তাঁকে সমর্থন করেছেন ওই রাজ্যে কংগ্রেসর বিধায়ক আমপেরিন লিংডো ৷ তিনিও এই আইন প্রত্যাহারের দাবি তুলেছেন ৷

  • AFSPA should be repealed

    — Conrad Sangma (@SangmaConrad) December 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফস্পা মূলত উপদ্রুত অঞ্চলে লাগু করা হয় ৷ উত্তর-পূর্ব ভারতের অসম, নাগাল্যান্ড, মনিপুর (ইম্ফল মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়া এর মধ্যে পড়ে না), অরুণাচল প্রদেশের চ্যাংল্যাং, লংডিং, টিরাপ জেলা এবং অসম সীমানায় অবস্থিত আটটি থানা এলাকায় আফস্পা লাগু রয়েছে ৷

আরও পড়ুন : Amit Shah on Nagaland Firing : নাগাল্যান্ড গুলি-কাণ্ডের তদন্তে সিট গঠন, লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কিন্তু এই আইন নিয়ে নানা বিতর্ক রয়েছে ৷ বিভিন্ন সময় সেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে ৷ তা আবার নতুন করে শুরু হয়েছে রবিবার নাগাল্যান্ডে সেনার গুলিতে 14 জন সাধারণ মানুষের মৃত্যুর পর থেকে ৷

শিলং (মেঘালয়), 6 ডিসেম্বর : আফস্পা প্রত্যাহারের দাবি এবার উঠল বিজেপির শরিক দল থেকে ৷ এই দাবি তুললেন এমন এক রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে শাসক জোটে রয়েছে বিজেপি ৷ নাগাল্যান্ডে সেনার গুলিতে সাধারণ নাগরিকদের মৃত্যুর যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতেই তিনি এই কথা বলেছেন (Meghalaya CM says AFSPA should be repealed) ৷

তাৎপর্যপূর্ণ ভাবে তিনিও উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এই নেতার নাম করনাড সাংমা ৷ তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী ৷ সোমবার তিনি এই দাবি তুলেছেন ৷

নাগাল্যান্ডের ঘটনাটি (Nagaland Firing) সামনে আসার পর রবিবার থেকেই আফস্পা বা আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট, 1958 (Armed Forces Special Power Act 1958) প্রত্যাহারের দাবি তুলেছে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মীরা ৷ রাজনৈতিক নেতারাও এই দাবি তুলেছেন ৷ একই দাবি তুলেছেন করনাডও ৷

করনাড এনপিপি-র নেতা ৷ তিনি মেঘালয়ে বিজেপি-জোট সরকারের মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি টুইট করেছেন, ‘‘আফস্পা প্রত্যাহার করা উচিত ৷’’ তাঁকে সমর্থন করেছেন ওই রাজ্যে কংগ্রেসর বিধায়ক আমপেরিন লিংডো ৷ তিনিও এই আইন প্রত্যাহারের দাবি তুলেছেন ৷

  • AFSPA should be repealed

    — Conrad Sangma (@SangmaConrad) December 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফস্পা মূলত উপদ্রুত অঞ্চলে লাগু করা হয় ৷ উত্তর-পূর্ব ভারতের অসম, নাগাল্যান্ড, মনিপুর (ইম্ফল মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়া এর মধ্যে পড়ে না), অরুণাচল প্রদেশের চ্যাংল্যাং, লংডিং, টিরাপ জেলা এবং অসম সীমানায় অবস্থিত আটটি থানা এলাকায় আফস্পা লাগু রয়েছে ৷

আরও পড়ুন : Amit Shah on Nagaland Firing : নাগাল্যান্ড গুলি-কাণ্ডের তদন্তে সিট গঠন, লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কিন্তু এই আইন নিয়ে নানা বিতর্ক রয়েছে ৷ বিভিন্ন সময় সেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে ৷ তা আবার নতুন করে শুরু হয়েছে রবিবার নাগাল্যান্ডে সেনার গুলিতে 14 জন সাধারণ মানুষের মৃত্যুর পর থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.