গঙ্গারামপুর, 4 ডিসেম্বর : আগামী 7 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা থাকলেও শনিবার সেই বৈঠক বাতিলের কথা ঘোষণা করল জেলা প্রশাসন। যদিও কি কারণে এই বৈঠক বাতিল হয়েছে তা খোলাসা করে জানায়নি তারা (Meeting of Mamata Banerjee in south dinajpur cancel)।
প্রশাসন সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে যে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল করে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর মিলিয়ে একসঙ্গে উত্তর দিনাজপুরে সভা করা হবে । গঙ্গারামপুর স্টেডিয়ামে গত কয়েকদিন থেকে প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে প্রস্তুতি শুরু করা হয়েছিল ৷ যদিও সেই প্রস্তুতিতে জল ঢেলে দিল আজকের ঘোষণা ৷
কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘‘আজ বিকেলবেলা হঠাৎ করেই খবর পেলাম দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের প্রশাসনিক মিটিং হচ্ছে না ৷ কিন্তু কি কারণে হচ্ছে না তা আমি এখনও জানতে পারিনি ৷ প্রশাসন যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিল গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করানোর ৷ তবে মুখ্যমন্ত্রী দুই জেলাজুড়ে রায়গঞ্জে প্রশাসনিক মিটিং করবেন ৷’’
আরও পড়ুন : কলকাতা পৌরভোটের আগে দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠকে অভিষেক
এই বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজ্য কমিটির সদস্য গৌতম দাস বলেন, ‘‘দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে প্রশাসনিক মিটিং না হওয়ায় খুব খারাপ লাগছে ৷ এই বৈঠক নিয়ে অনেক আশা করেছিলেন দক্ষিণ দিনাজপুরবাসী। হয়ত মুখ্যমন্ত্রীর খুব ব্যস্ততা থাকার কারণেই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার মিটিং উত্তর দিনাজপুরে করতে হচ্ছে । তবে প্রশাসনের পক্ষ থেকে অনেক অর্থ খরচ হয়েছে কেবলমাত্র মুখ্যমন্ত্রী আসবেন বলেই ।’’