ETV Bharat / bharat

Alwar Rape Case : আলওয়ারের প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে

আলওয়ারে প্রতিবন্ধী নাবালিকাকে গণ-ধর্ষণের যে অভিযোগ উঠেছিল, মেডিক্যাল রিপোর্টে তার প্রমাণ মিলল না (Medical reports confirm no gangrape of the minor in Alwar) ৷

alwar gangrape case
আলওয়ারের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে
author img

By

Published : Jan 15, 2022, 7:41 AM IST

আলওয়ার (রাজস্থান), 15 জানুয়ারি : রাজস্থানের আলওয়ারে 14 বছরের এক প্রতিবন্ধী নাবালিকাকে গণ-ধর্ষণের যে অভিযোগ উঠেছিল তার কোনও প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে (Medical reports confirm no gangrape of the minor in Alwar) ৷ আলওয়ারের পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, জয়পুরের জেকে লোন হাসপাতালের 5 চিকিৎসক ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করেছেন ৷ সেই রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি ৷ শুক্রবার এই রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ ৷ তবে ধর্ষণ না হলেও কীভাবে ওই নাবালিকা রক্তাক্ত হল তা জানার জন্য তদন্ত চলছে বলেছে জানিয়েছেন তিনি ৷ একটি ভিডিয়ো তাঁদের হাতে এসেছে, যা এই ঘটনার রহস্য উন্মোচনে সহায়ক হতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা ৷ গত মঙ্গলবার রাতে আলওয়ারের একটি উড়ালপুলের উপর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে ৷

অন্যদিকে, রাজস্থানের ডিআইজি (সিভিল রাইটস) জানিয়েছেন, ওই নাবালিকার বাড়ি থেকে ফ্লাইওভারে ওঠার মুখ পর্যন্ত রাস্তায় থাকা একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হয়েছে ৷ কিন্তু ঘটনার কোনও প্রমাণ মেলেনি ৷ নাবালিকার উপর যৌন অত্যাচারের সম্ভাবনা কম বলে জানিয়েছেন তিনিও ৷ তবে, তিনি বলেন, "হয়ত ওই ব্রিজের উপর কিছু ঘটেছিল, সেখানে 5-7 মিনিট ছিল ওই নাবালিকা, সেসময় কিছু ঘটে থাকতে পারে ৷ এখনই কোনও সমাধান সূত্রে না এসে সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷ "

আরও পড়ুন : রাজস্থানে গণধর্ষিতা নাবালিকা, গোপনাঙ্গে ঢোকানো হল ধারালো অস্ত্র

এই ঘটনায় ইতিমধধ্যেই সিবিআই তদন্তের দাবি করেছে বিরোধী দলগুলি, তদন্তে গাফিলতির অভিযোগও এনেছে তারা ৷ তবে আলওয়ারের জেলাশাসক জানিয়েছেন সঠিক পথেই এগোচ্ছে তদন্ত ৷ এর মধ্যে বিতর্ক আরও বাড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজস্থানের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মমতা ভূপেশের করা মন্তব্য (Mamta Bhupesh on Alwar rape case ) ৷ তিনি বলেছেন, মেয়েদের সুরক্ষার দায়িত্ব একা সরকারের নয়, সমাজেরও এতে সমান ভূমিকা আছে ৷

আলওয়ার (রাজস্থান), 15 জানুয়ারি : রাজস্থানের আলওয়ারে 14 বছরের এক প্রতিবন্ধী নাবালিকাকে গণ-ধর্ষণের যে অভিযোগ উঠেছিল তার কোনও প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে (Medical reports confirm no gangrape of the minor in Alwar) ৷ আলওয়ারের পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, জয়পুরের জেকে লোন হাসপাতালের 5 চিকিৎসক ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করেছেন ৷ সেই রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি ৷ শুক্রবার এই রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ ৷ তবে ধর্ষণ না হলেও কীভাবে ওই নাবালিকা রক্তাক্ত হল তা জানার জন্য তদন্ত চলছে বলেছে জানিয়েছেন তিনি ৷ একটি ভিডিয়ো তাঁদের হাতে এসেছে, যা এই ঘটনার রহস্য উন্মোচনে সহায়ক হতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা ৷ গত মঙ্গলবার রাতে আলওয়ারের একটি উড়ালপুলের উপর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে ৷

অন্যদিকে, রাজস্থানের ডিআইজি (সিভিল রাইটস) জানিয়েছেন, ওই নাবালিকার বাড়ি থেকে ফ্লাইওভারে ওঠার মুখ পর্যন্ত রাস্তায় থাকা একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হয়েছে ৷ কিন্তু ঘটনার কোনও প্রমাণ মেলেনি ৷ নাবালিকার উপর যৌন অত্যাচারের সম্ভাবনা কম বলে জানিয়েছেন তিনিও ৷ তবে, তিনি বলেন, "হয়ত ওই ব্রিজের উপর কিছু ঘটেছিল, সেখানে 5-7 মিনিট ছিল ওই নাবালিকা, সেসময় কিছু ঘটে থাকতে পারে ৷ এখনই কোনও সমাধান সূত্রে না এসে সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷ "

আরও পড়ুন : রাজস্থানে গণধর্ষিতা নাবালিকা, গোপনাঙ্গে ঢোকানো হল ধারালো অস্ত্র

এই ঘটনায় ইতিমধধ্যেই সিবিআই তদন্তের দাবি করেছে বিরোধী দলগুলি, তদন্তে গাফিলতির অভিযোগও এনেছে তারা ৷ তবে আলওয়ারের জেলাশাসক জানিয়েছেন সঠিক পথেই এগোচ্ছে তদন্ত ৷ এর মধ্যে বিতর্ক আরও বাড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজস্থানের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মমতা ভূপেশের করা মন্তব্য (Mamta Bhupesh on Alwar rape case ) ৷ তিনি বলেছেন, মেয়েদের সুরক্ষার দায়িত্ব একা সরকারের নয়, সমাজেরও এতে সমান ভূমিকা আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.