ETV Bharat / bharat

কারও বাবার ক্ষমতা নেই যে আমায় গ্রেফতার করে : রামদেব

author img

By

Published : May 26, 2021, 2:52 PM IST

Updated : May 26, 2021, 6:10 PM IST

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য রামদেবকে ₹1000 কোটির মানহানির নোটিস পাঠাল আইএমএ ৷ 15 দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে ৷

Medical Body IMA sends Rs 1000 crore defamation notice to ramdev for his allopathy remarks
রামদেবকে ₹1000 কোটির মানহানির নোটিস আইএমএ-র

দেরাদুন, 26 মে : কারও বাবার সাধ্যি নেই যে তাঁকে গ্রেফতার করে ৷ বললেন যোগগুরু রামদেব ৷ অ্যালোপ্যাথি ও অ্যালোপাথিক ডাক্তারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে গ্রেফতারির দাবি ওঠায় এ কথা বলেছেন তিনি ৷ তাঁকে মানহানির নোটিস পাঠিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ তাঁর মন্তব্যের জন্য 15 দিনের মধ্যে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে আইএমএ ৷ তা না-করলে তাঁর থেকে ক্ষতিপূরণ বাবদ 1000 কোটি টাকা দাবি করা হবে বলে হুমকি দিয়েছে ডাক্তারদের সংগঠন ৷

আইএমএ উত্তরাখণ্ডের সচিব অজয় খুরানার আইনজীবী নীরজ পাণ্ডে রামদেবকে 6 পাতার আইনি নোটিস পাঠিয়েছেন ৷ অভিযোগ, রামদেবের মন্তব্যে অ্যালোপ্যাথি ও সংস্থার 2000 ডাক্তারের ভাবমূর্তিতে আঘাত লেগেছে ৷ যোগগুরুর এমন মন্তব্য করাকে ফৌজদারি অপরাধ বলে দাবি করে তাঁকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে ৷ 15 দিনের মধ্যে ক্ষমা না-চাইলে আইএমএ-র প্রতি সদস্য পিছু 50 লাখ করে মোট 1000 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হবে রামদেবের তরফে, এমনই হুমকি দিয়েছে ডাক্তারদের সংস্থা ৷

করোনার চিকিৎসায় অক্সিজেনের অভাবে নয়, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধের ক্ষতিকর প্রভাবে ৷ উত্তরাখণ্ডে হরিদ্বারে পতঞ্জলির কর্মকর্তা যোগগুরু রামদেবের এই মন্তব্যের পরেই দেশজুড়ে শোরগোল শুরু হয়ে যায় ৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র চিকিৎসকেরা তাঁর এই মন্তব্যের জন্য রামদেবকে ক্ষমা চাইতে বলেছিলেন ৷ তাঁরা বলেছিলেন, অতিমারির শুরু থেকে নিজেদের জীবন বিপন্ন করে সারাক্ষণ রোগীদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা, তার বদলে এমন মন্তব্যের ফলে তাঁদের মর্যাদাহানি হয়েছে ৷

আরও পড়ুন: রামদেবের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিস আইএমএর

পতঞ্জলি গ্রুপ অবশ্য দাবি করে, ভিডিয়োটি এডিট করা হয়েছে আর এতে অন্য প্রসঙ্গ ধরা হয়েছে ৷ 55 বছর বয়সের যোগাগুরু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর তার চিকিৎসকদের প্রতি কোনও অসৎ উদ্দেশ্যে এই মন্তব্য করেননি ৷

দেরাদুন, 26 মে : কারও বাবার সাধ্যি নেই যে তাঁকে গ্রেফতার করে ৷ বললেন যোগগুরু রামদেব ৷ অ্যালোপ্যাথি ও অ্যালোপাথিক ডাক্তারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে গ্রেফতারির দাবি ওঠায় এ কথা বলেছেন তিনি ৷ তাঁকে মানহানির নোটিস পাঠিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ তাঁর মন্তব্যের জন্য 15 দিনের মধ্যে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে আইএমএ ৷ তা না-করলে তাঁর থেকে ক্ষতিপূরণ বাবদ 1000 কোটি টাকা দাবি করা হবে বলে হুমকি দিয়েছে ডাক্তারদের সংগঠন ৷

আইএমএ উত্তরাখণ্ডের সচিব অজয় খুরানার আইনজীবী নীরজ পাণ্ডে রামদেবকে 6 পাতার আইনি নোটিস পাঠিয়েছেন ৷ অভিযোগ, রামদেবের মন্তব্যে অ্যালোপ্যাথি ও সংস্থার 2000 ডাক্তারের ভাবমূর্তিতে আঘাত লেগেছে ৷ যোগগুরুর এমন মন্তব্য করাকে ফৌজদারি অপরাধ বলে দাবি করে তাঁকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে ৷ 15 দিনের মধ্যে ক্ষমা না-চাইলে আইএমএ-র প্রতি সদস্য পিছু 50 লাখ করে মোট 1000 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হবে রামদেবের তরফে, এমনই হুমকি দিয়েছে ডাক্তারদের সংস্থা ৷

করোনার চিকিৎসায় অক্সিজেনের অভাবে নয়, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধের ক্ষতিকর প্রভাবে ৷ উত্তরাখণ্ডে হরিদ্বারে পতঞ্জলির কর্মকর্তা যোগগুরু রামদেবের এই মন্তব্যের পরেই দেশজুড়ে শোরগোল শুরু হয়ে যায় ৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র চিকিৎসকেরা তাঁর এই মন্তব্যের জন্য রামদেবকে ক্ষমা চাইতে বলেছিলেন ৷ তাঁরা বলেছিলেন, অতিমারির শুরু থেকে নিজেদের জীবন বিপন্ন করে সারাক্ষণ রোগীদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা, তার বদলে এমন মন্তব্যের ফলে তাঁদের মর্যাদাহানি হয়েছে ৷

আরও পড়ুন: রামদেবের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিস আইএমএর

পতঞ্জলি গ্রুপ অবশ্য দাবি করে, ভিডিয়োটি এডিট করা হয়েছে আর এতে অন্য প্রসঙ্গ ধরা হয়েছে ৷ 55 বছর বয়সের যোগাগুরু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর তার চিকিৎসকদের প্রতি কোনও অসৎ উদ্দেশ্যে এই মন্তব্য করেননি ৷

Last Updated : May 26, 2021, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.