নয়াদিল্লি, 10 ডিসেম্বর : আগে বাতিল হয়েছিল রোম সফর ৷ এবার বাতিল হল নেপাল সফর ৷ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরের অনুমতি দিল না বিদেশমন্ত্রক (MEA says no to Nepal Visit of CM Mamata Banerjee) ৷ 10 থেকে 12 ডিসেম্বর নেপাল সফরে যাওয়ার কথা ছিল মমতার ৷ তবে বিদেশমন্ত্রকের তরফে তাতে না করা হয়েছে মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বলে সূত্রের খবর ৷ এখনও এনিয়ে নবান্নের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ আগেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফর বাতিল হয়েছে ৷ ফলে আবার একই ঘটনা ঘটায় তৃণমূল ক্ষুব্ধ । সংসদের শীতকালীন অধিবেশনে এই নিয়ে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ।
সূত্রের খবর, সে দেশের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকে । নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি লিখেছিলেন তৃণমূল নেত্রীকে । কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে প্রশ্ন তোলা হয়, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে । যার উত্তরও দেয় নবান্ন । কিন্তু শোনা যাচ্ছে, তার পর মমতাকে সফরের অনুমতি দেওয়া হয়নি ।
এর আগে মমতাকে চিন এবং ইতালি সফরেও অনুমতি দেওয়া হয়নি । কেন্দ্রীয় সরকার এই নিয়ে তিনবার এমন ঘটনা ঘটাল । আগে রোম সফরে অনুমতি দেয়নি । তারপর চিন সফর বাতিল হয়েছিল বিদেশ মন্ত্রকের ছাড়পত্র না মেলায় । আর এবার নেপাল সফরের ক্ষেত্রেও একই ভূমিকা নিল কেন্দ্রীয় সরকার । যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে ।
আরও পড়ুন : Dhankhar Writes letter to Mamata : বিএসএফ নিয়ে বক্তব্যে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
যদিও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি । তবে এই নিয়ে শোরগোল শুরু হবে বলে মনে করা হচ্ছে । বারবার তাঁকে কেন আটকানো হচ্ছে, তাও খোলসা করা হয়নি ভারত সরকারের পক্ষ থেকে । রোম সফরে তাঁকে যেতে না দেওয়ায় তিনি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন । এবার মুখ্যমন্ত্রী কোন বার্তা দেন সেটাই দেখার । কারণ এখন তিনি দেশের বিরোধী মুখ । জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে । তাহলে তাঁকে আটকানো হচ্ছে কেন ? এই নিয়ে উঠেছে প্রশ্ন ।