নয়াদিল্লি, 13 জানুয়ারি: ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ও ব্রিটেনের বিদেশ দফতরের এক আধিকারিকের পাকিস্তান অধীকৃত কাশ্মীর সফর নিয়ে শনিবার কড়া প্রতিবাদ জানাল ভারত ৷ ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট এক আধিকারিককে নিয়ে গত 10 জানুয়ারি ওই সফর করেন তিনি পাক অধীকৃত কাশ্মীরের মিরপুর শহরে গিয়েছিলেন ৷
এ দিন এই নিয়ে এক বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক ৷ সেখানে এই সফরকে ‘খুবই আপত্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "ভারত 10 জানুয়ারি 2024-এ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্রিটেনের বিদেশ দফতরের আধিকারিক-সহ ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনারের অত্যন্ত আপত্তিকর সফরকে গুরুতর ঘটনা হিসেবে দেখছে ।"
ওই বিবৃতিতে আরও লেখা হয়েছে, "ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে এই ধরনের লঙ্ঘন গ্রহণযোগ্য নয় ।" এর জন্য বিদেশসচিব ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের কাছে এই নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ তাছাড়া বিবৃতিতে আরও জানানো হয়েছে যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল ও থাকবে ৷
উল্লেখ্য, ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট তাঁর এক্স হ্যান্ডেলে তাঁর সফরের কিছু ছবি শেয়ার করেন ৷ সেখানে তিনি লেখেন, "মিরপুর থেকে সালাম, ব্রিটেনের হৃদয় এবং পাকিস্তানের জনগণের মধ্যে বন্ধন ! 70 শতাংশ ব্রিটিশ পাকিস্তানির শিকড় মিরপুরে, যা প্রবাসীদের স্বার্থের জন্য আমাদের একসঙ্গে কাজ করাতে গুরুত্বপূর্ণ করে তুলেছে । আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ !" তার পরই ভারত এই প্রতিবাদ জানায় ৷
গত বছর অক্টোবরে, পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম পাকিস্তান অধীকৃত কাশ্মীর অঞ্চল সফর করেছিলেন । এর পর নয়াদিল্লি এই সফরে আপত্তি জানিয়েছিল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা’কে সম্মান করার বার্তা দিয়েছিল ।
আরও পড়ুন: