নয়াদিল্লি, 4 ডিসেম্বর: দিল্লি পৌরনিগম নির্বাচনে (MCD Polls 2022) সপরিবার ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ যে দল জনগণকে কষ্টের মুখে ফেলে দেয়, তাদের বদলে যে দল মানুষের জন্য কাজ করে, তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷ সৎ ও কার্যকরী দলকে (Vote for honest party) ক্ষমতায় আনার কথা বলেছেন কেজরিওয়াল ৷
রবিবার বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের সঙ্গে রাজধানীর সিভিল লাইনের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন অরবিন্দ কেজরিওয়াল । ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "মানুষের উচিত এমন দলকে ভোট দেওয়া, যারা সৎ এবং মানুষের জন্য কাজ করে । যারা শহরের পরিচ্ছন্নতার দিকে মনোনিবেশ করে এবং যারা বাধার সৃষ্টি করে না তাদের জন্য ভোট দেওয়া উচিত ।"
এর আগে আজ সকালে টুইটেও তিনি একটি স্বচ্ছ এবং সুন্দর দিল্লির জন্য ভোট দেওয়ার আবেদন করেছেন । তিনি লিখেছেন, "আজ একটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর দিল্লি তৈরির জন্য ভোট দেওয়া হচ্ছে ৷ পৌর নিগমে একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের জন্য ভোট দেওয়া হচ্ছে ৷ আমি দিল্লির সব নাগরিকের কাছে এমসিডি-তে একটি সৎ এবং কার্যকরী সরকার গঠনের জন্য ভোট দেওয়ার আবেদন করছি ৷"
আরও পড়ুন: দিল্লি পৌরনিগম নির্বাচনে বিজেপি প্রার্থী ভোটারদের ঠকাচ্ছেন, অভিযোগ কংগ্রেসের
উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও বলেছেন, "দিল্লিকে ডাম্পিং ইয়ার্ড করার জন্য দায়ী লোকদের নয়, মানুষের কাজের জন্য ভোট দিন ।" সিসোদিয়া তাঁর বাসভবনে সাংবাদিকদের বলেন, "আমি দিল্লির 2.5 কোটি মানুষকে আজ তাঁদের ঘর থেকে বেরিয়ে ভোট দেওয়ার জন্য আবেদন করছি, যাতে আমরা আপনার জন্য কাজ করতে পারি । মানুষ পৌরনিগমে আম আদমি পার্টিকে নির্বাচন করার জন্য তাঁদের মন তৈরি করে রেখেছে ৷"
আজ সকাল 8টায় শুরু হয়েছে দিল্লি পৌরনিগম নির্বাচনের ভোটগ্রহণ ৷ ভোটগণনা হবে 7 ডিসেম্বর ৷