ETV Bharat / bharat

Delhi Azad Market Fire : দিল্লির আজাদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন - দিল্লিতে ভয়াবহ আগুন

শনিবার ভোরে আগুন লাগে আজাদ মার্কেট অঞ্চলে ৷ আগুন ছড়িয়ে পড়ে একটি বিল্ডিং থেকে তিনটি বিল্ডিংয়ে (Delhi Azad Market Fire) ৷

Delhi Azad Market Massive Fire
দিল্লির আজাদ মার্কেটে পুড়ে খাক দোকান
author img

By

Published : Apr 9, 2022, 9:39 AM IST

Updated : Apr 9, 2022, 10:50 AM IST

নয়াদিল্লি, 9 এপ্রিল : সাতসকালে আগুন লাগল উত্তর দিল্লির আজাদ মার্কেট অঞ্চলে ৷ শনিবার আনুমানিক ভোর 4টে নাগাদ এলাকার দোকানগুলিতে আগুন লাগে ৷ একটা থেকে আরেকটা বিল্ডিং, এভাবে তিনটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে ৷ অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে একটি বিল্ডিং ভেঙে পড়ে যায় ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 20টি ইঞ্জিন ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে ৷ দমকলবাহিনী জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি (Massive fire broke out in three buildings in North Delhi Azad Market area) ৷

তবে আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে 5 জন আহত হয়েছেন ৷ এখন সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের পরিণত হয়েছে এলাকা ৷ তাই বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হয়েছে ৷ তারা এসে জায়গাটি পরিষ্কার করবে ৷

দিল্লির আজাদ মার্কেটে আজ ভোররাতে আগুন লাগে, একটি বাড়ি ভেঙে পড়েছে

আরও পড়ুন : Fire breaks out at Malda village : অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 7টি ঘর, মালদায় সর্বস্বান্ত তিন শ্রমিক পরিবার

আগুন নেভাতে 20টি দমকল ইঞ্জিনের সঙ্গে একশো জনেরও বেশি সংখ্যক দমকল কর্মী এসেছিল ঘটনাস্থলে ৷ একাধিক জায়গা থেকে দমকল বাহিনী ছুটে আসে আজাদ মার্কেটে ৷ পৌঁছয় সিভিল ডিফেন্স টিম ৷ লাগাতার চেষ্টায় সাড়ে সাতটা নাগাদ আগুন নেভে ৷

দমকল বিভাগ জানিয়েছে, আজাদ মার্কেটে এই আগুন লাগার ঘটনায় তিনটে বিল্ডিংয়ের মধ্যে একটি বিল্ডিং ভেঙে পড়ার খবর আসে তাদের কাছে ৷ কী ভাবে এই ভয়াবহ আগুন লাগল এবং কত টাকার ক্ষতি হয়েছে, তা এখনও অবধি জানা যায়নি ৷

নয়াদিল্লি, 9 এপ্রিল : সাতসকালে আগুন লাগল উত্তর দিল্লির আজাদ মার্কেট অঞ্চলে ৷ শনিবার আনুমানিক ভোর 4টে নাগাদ এলাকার দোকানগুলিতে আগুন লাগে ৷ একটা থেকে আরেকটা বিল্ডিং, এভাবে তিনটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে ৷ অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে একটি বিল্ডিং ভেঙে পড়ে যায় ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 20টি ইঞ্জিন ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে ৷ দমকলবাহিনী জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি (Massive fire broke out in three buildings in North Delhi Azad Market area) ৷

তবে আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে 5 জন আহত হয়েছেন ৷ এখন সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের পরিণত হয়েছে এলাকা ৷ তাই বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হয়েছে ৷ তারা এসে জায়গাটি পরিষ্কার করবে ৷

দিল্লির আজাদ মার্কেটে আজ ভোররাতে আগুন লাগে, একটি বাড়ি ভেঙে পড়েছে

আরও পড়ুন : Fire breaks out at Malda village : অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 7টি ঘর, মালদায় সর্বস্বান্ত তিন শ্রমিক পরিবার

আগুন নেভাতে 20টি দমকল ইঞ্জিনের সঙ্গে একশো জনেরও বেশি সংখ্যক দমকল কর্মী এসেছিল ঘটনাস্থলে ৷ একাধিক জায়গা থেকে দমকল বাহিনী ছুটে আসে আজাদ মার্কেটে ৷ পৌঁছয় সিভিল ডিফেন্স টিম ৷ লাগাতার চেষ্টায় সাড়ে সাতটা নাগাদ আগুন নেভে ৷

দমকল বিভাগ জানিয়েছে, আজাদ মার্কেটে এই আগুন লাগার ঘটনায় তিনটে বিল্ডিংয়ের মধ্যে একটি বিল্ডিং ভেঙে পড়ার খবর আসে তাদের কাছে ৷ কী ভাবে এই ভয়াবহ আগুন লাগল এবং কত টাকার ক্ষতি হয়েছে, তা এখনও অবধি জানা যায়নি ৷

Last Updated : Apr 9, 2022, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.