ETV Bharat / bharat

Mass National Anthem at Telangana হঠাৎ স্তব্ধ যান চলাচল, গণ জাতীয় সঙ্গীতে মুখরিত তেলেঙ্গানা - Mass singing of the National Anthem

মঙ্গলবার সকালে তেলেঙ্গানাজুড়ে গাওয়া হল গণ জাতীয় সঙ্গীত (Mass singing of the National Anthem) ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সাধারণ জনতা সকলে অংশ নেন এই কর্মসূচিতে ৷

Telangana Mass singing of the national anthem
গণ জাতীয় সঙ্গীতে মুখরিত তেলেঙ্গানা
author img

By

Published : Aug 16, 2022, 6:52 PM IST

হায়দরাবাদ, 16 অগস্ট: স্বাধীনতার 75তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে তেলেঙ্গানাজুড়ে মঙ্গলবার গাওয়া হল গণ জাতীয় সঙ্গীত (Mass singing of the National Anthem) ৷ এদিন সকাল সাড়ে 11টায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজে বেজে ওঠে জাতীয় সঙ্গীত ৷ জনগণমন'তে গলা মেলালেন রাজ্যবাসী ৷ ঐতিহ্যবাহী চারমিনারেও দেখা গেল গণ জাতীয় সঙ্গীত গাওয়ার সেই মুহূর্ত ৷

গণ জাতীয় সঙ্গীতে মুখরিত তেলেঙ্গানা

তেলেঙ্গানা সরকার আগেই ঘোষণা করেছিল মঙ্গলবার সকাল সাড়ে 11টায় গোটা রাজ্যে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া হবে ৷ সেই মতো এদিন এই কর্মসূচি পালন করা হয় ৷ এদিন রাজ্যের বিভিন্ন ট্রাফিক সিগনালে বেজে ওঠে জাতীয় সঙ্গীত, কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচল ৷ রাস্তার মোড়ে মোড়ে অথবা নিজেদের বাড়ি ও কর্মস্থলে জাতীয় সঙ্গীতে গলা মেলান তেলেঙ্গানাবাসী ৷

আরও পড়ুন: বিদ্রোহের লেখা থেকে স্বাদেশিকতার সুর, পরাধীন ভারতে আগুন ঝরেছিল যাঁদের কলমে

রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা এই কর্মসূচিতে যোগ দেন ৷ গলা মেলান জাতীয় সঙ্গীতে ৷ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসিও এদিন এই কর্মসূচিতে যোগ দেন ৷

হায়দরাবাদ, 16 অগস্ট: স্বাধীনতার 75তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে তেলেঙ্গানাজুড়ে মঙ্গলবার গাওয়া হল গণ জাতীয় সঙ্গীত (Mass singing of the National Anthem) ৷ এদিন সকাল সাড়ে 11টায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজে বেজে ওঠে জাতীয় সঙ্গীত ৷ জনগণমন'তে গলা মেলালেন রাজ্যবাসী ৷ ঐতিহ্যবাহী চারমিনারেও দেখা গেল গণ জাতীয় সঙ্গীত গাওয়ার সেই মুহূর্ত ৷

গণ জাতীয় সঙ্গীতে মুখরিত তেলেঙ্গানা

তেলেঙ্গানা সরকার আগেই ঘোষণা করেছিল মঙ্গলবার সকাল সাড়ে 11টায় গোটা রাজ্যে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া হবে ৷ সেই মতো এদিন এই কর্মসূচি পালন করা হয় ৷ এদিন রাজ্যের বিভিন্ন ট্রাফিক সিগনালে বেজে ওঠে জাতীয় সঙ্গীত, কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচল ৷ রাস্তার মোড়ে মোড়ে অথবা নিজেদের বাড়ি ও কর্মস্থলে জাতীয় সঙ্গীতে গলা মেলান তেলেঙ্গানাবাসী ৷

আরও পড়ুন: বিদ্রোহের লেখা থেকে স্বাদেশিকতার সুর, পরাধীন ভারতে আগুন ঝরেছিল যাঁদের কলমে

রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা এই কর্মসূচিতে যোগ দেন ৷ গলা মেলান জাতীয় সঙ্গীতে ৷ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসিও এদিন এই কর্মসূচিতে যোগ দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.