ETV Bharat / bharat

Anantnag Encounter: শহিদ জওয়ানের দেহ ফিরল গ্রামে, শোকে ভেঙে পড়লেন সবাই - সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই

অনন্তনাগ এনকাউন্টারে শহিদ সেনা প্রদীপ সিং-য়ের দেহ পৌঁছলো সামানা গ্রামে ৷ অনন্তনাগে জঙ্গি হামলার পরই নিখোঁজ ছিলেন এই জওয়ান ৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শহিদের মৃত্যুতে টুইট করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷

Anantnag Encounter
অনন্তনাগ এনকাউন্টারে শহিদ প্রদীপ সিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 7:01 PM IST

পাটিয়ালা, 19 সেপ্টেম্বর: টানা তিন-চিরদিন ধরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে ৷ গুলিতে শহিদ হয়েছিলেন জওয়ান প্রদীপ সিং ৷ আজ সামনা গ্রামে ফিরল শহিদ জওয়ানের দেহ ৷ শহিদের দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷ শোকস্তব্ধ গ্রামবাসীরাও ৷ ইতিমধ্যই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শোক প্রকাশ করে টুইট করেছেন ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সোমবার অনন্তনাগে শহিদ শেপয় প্রদীপ সিংয়ের দেহে ফুল দিয়ে সমবেদনা জানান ৷ উপস্থিত ছিলেন জওয়ান ও সেনা আধিকারীকরা ৷

পরিবারে প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর : শহিদ জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ সমস্তরকম ভাবে শহিদ পরিবারকে সরকার সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন ৷

  • ਅਨੰਤਨਾਗ ਅੱਤਵਾਦੀ ਹਮਲੇ ‘ਚ ਲਾਪਤਾ ਫੌਜੀ ਜਵਾਨ ਦੇ ਸ਼ਹੀਦ ਹੋਣ ਦੀ ਦੁਖਦ ਸੂਚਨਾ ਮਿਲੀ…ਸਮਾਣਾ ਹਲਕੇ ਦਾ ਰਹਿਣ ਵਾਲਾ ਸ਼ਹੀਦ ਪ੍ਰਦੀਪ ਸਿੰਘ ਪਿਛਲੇ ਕਾਫੀ ਦਿਨਾਂ ਤੋਂ ਲਾਪਤਾ ਸੀ…ਸ਼ਹੀਦ ਜਵਾਨ ਦੇ ਦੇਸ਼ ਖ਼ਾਤਰ ਹੌਂਸਲੇ ਤੇ ਜਜ਼ਬੇ ਨੂੰ ਦਿਲੋਂ ਸਲਾਮ ਕਰਦਾ ਹਾਂ…ਨਾਲ ਹੀ ਪਰਿਵਾਰ ਨਾਲ ਦਿਲੋਂ ਹਮਦਰਦੀ…ਔਖੇ ਸਮੇਂ ਪੰਜਾਬ ਸਰਕਾਰ ਪਰਿਵਾਰ ਦੇ ਨਾਲ… pic.twitter.com/RsSYlyoYyD

    — Bhagwant Mann (@BhagwantMann) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে শোকবার্তা: টুইটে শোক প্রকাশ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান লেখেন, "অনন্তনাগে সন্ত্রাসী হামলায় নিখোঁজ সেনা জওয়ানের শহিদ হওয়ার দুঃখজনক খবর পাওয়া গিয়েছে । সামানা নির্বাচনী এলাকার বাসিন্দা শহিদ প্রদীপ সিং ৷ গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। শহীদ জওয়ানের সাহসিকতা ও চেতনাকে আমি আন্তরিক অভিবাদন জানাই । তাঁর, পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা । এই কঠিন সময়ে পরিবারের পাশে রয়েছে পঞ্জাব সরকার । পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে ।" - ভগবন্ত মান, মুখ্যমন্ত্রী, পঞ্জাব"

  • #WATCH | Anantnag: "The search operation will continue as many areas areas are still left...We would appeal to the public to not go there...We had the information about 2-3 terrorists. It's possible that we find the third body somewhere that's why we will complete the search… pic.twitter.com/XvexX56UAh

    — ANI (@ANI) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিকেশ আরও এক লস্কর জঙ্গি: পাশাপাশি অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের থাকা এডিজিপি কাশ্মীর বিজয় কুমার বলেন, "এখনও বেশ কয়েকদিন তল্লাশি অভিযান চলবে ৷ আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল 2-3 জন জঙ্গি লুকিয়ে আছে ৷ ইতিমধ্যে লস্কর-ই-তৈবার একটি জঙ্গির দেহ উদ্ধার হয়েছে৷ একজনকে শনাক্ত করা গিয়েছে । অন্য দেহের খোঁজে তল্লাশি চলছে ৷"

শহিদ 3 সেনা আধিকারিক: গত বুধবার জঙ্গি হামলায় তিন সেনা আধিকারিক ও এক জওয়ান শহিদ হয়েছেন ৷ তারপরই অনন্তনাগে সেনাবাহিনীর তৎপরতা বাড়ানো হয় । সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এলাকার বনাঞ্চলগুলি নজরদারি বাড়ানো হয়েছে ৷ ড্রোন দিয়ে জঙ্গি ঘাঁটিগুলি সনাক্তকরণের কাজ চলছে ৷ কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না তাও দেখা হচ্ছে ড্রোনের মাধ্যমে ৷

জানা গিয়েছে, বিগত চার-পাঁচ দিন ধরে অনন্তনাগ এলাকায় তল্লাশি অভিযান চলছে জওয়ানদের ৷ শনিবার কোকারনাগের গাদোলের বনাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায় জঙ্গিদের খোঁজে । সংবাদমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন জঙ্গি অধ্যুষ্যিত এলাকাগুলিতে ড্রোন দিয়ে বেশ কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন: সিং পরিবারের তৃতীয় প্রজন্মের সৈনিক মনপ্রীত প্রাণ দিলেন দেশরক্ষার লড়াইয়ে

পাটিয়ালা, 19 সেপ্টেম্বর: টানা তিন-চিরদিন ধরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে ৷ গুলিতে শহিদ হয়েছিলেন জওয়ান প্রদীপ সিং ৷ আজ সামনা গ্রামে ফিরল শহিদ জওয়ানের দেহ ৷ শহিদের দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷ শোকস্তব্ধ গ্রামবাসীরাও ৷ ইতিমধ্যই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শোক প্রকাশ করে টুইট করেছেন ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সোমবার অনন্তনাগে শহিদ শেপয় প্রদীপ সিংয়ের দেহে ফুল দিয়ে সমবেদনা জানান ৷ উপস্থিত ছিলেন জওয়ান ও সেনা আধিকারীকরা ৷

পরিবারে প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর : শহিদ জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ সমস্তরকম ভাবে শহিদ পরিবারকে সরকার সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন ৷

  • ਅਨੰਤਨਾਗ ਅੱਤਵਾਦੀ ਹਮਲੇ ‘ਚ ਲਾਪਤਾ ਫੌਜੀ ਜਵਾਨ ਦੇ ਸ਼ਹੀਦ ਹੋਣ ਦੀ ਦੁਖਦ ਸੂਚਨਾ ਮਿਲੀ…ਸਮਾਣਾ ਹਲਕੇ ਦਾ ਰਹਿਣ ਵਾਲਾ ਸ਼ਹੀਦ ਪ੍ਰਦੀਪ ਸਿੰਘ ਪਿਛਲੇ ਕਾਫੀ ਦਿਨਾਂ ਤੋਂ ਲਾਪਤਾ ਸੀ…ਸ਼ਹੀਦ ਜਵਾਨ ਦੇ ਦੇਸ਼ ਖ਼ਾਤਰ ਹੌਂਸਲੇ ਤੇ ਜਜ਼ਬੇ ਨੂੰ ਦਿਲੋਂ ਸਲਾਮ ਕਰਦਾ ਹਾਂ…ਨਾਲ ਹੀ ਪਰਿਵਾਰ ਨਾਲ ਦਿਲੋਂ ਹਮਦਰਦੀ…ਔਖੇ ਸਮੇਂ ਪੰਜਾਬ ਸਰਕਾਰ ਪਰਿਵਾਰ ਦੇ ਨਾਲ… pic.twitter.com/RsSYlyoYyD

    — Bhagwant Mann (@BhagwantMann) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে শোকবার্তা: টুইটে শোক প্রকাশ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান লেখেন, "অনন্তনাগে সন্ত্রাসী হামলায় নিখোঁজ সেনা জওয়ানের শহিদ হওয়ার দুঃখজনক খবর পাওয়া গিয়েছে । সামানা নির্বাচনী এলাকার বাসিন্দা শহিদ প্রদীপ সিং ৷ গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। শহীদ জওয়ানের সাহসিকতা ও চেতনাকে আমি আন্তরিক অভিবাদন জানাই । তাঁর, পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা । এই কঠিন সময়ে পরিবারের পাশে রয়েছে পঞ্জাব সরকার । পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে ।" - ভগবন্ত মান, মুখ্যমন্ত্রী, পঞ্জাব"

  • #WATCH | Anantnag: "The search operation will continue as many areas areas are still left...We would appeal to the public to not go there...We had the information about 2-3 terrorists. It's possible that we find the third body somewhere that's why we will complete the search… pic.twitter.com/XvexX56UAh

    — ANI (@ANI) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিকেশ আরও এক লস্কর জঙ্গি: পাশাপাশি অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের থাকা এডিজিপি কাশ্মীর বিজয় কুমার বলেন, "এখনও বেশ কয়েকদিন তল্লাশি অভিযান চলবে ৷ আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল 2-3 জন জঙ্গি লুকিয়ে আছে ৷ ইতিমধ্যে লস্কর-ই-তৈবার একটি জঙ্গির দেহ উদ্ধার হয়েছে৷ একজনকে শনাক্ত করা গিয়েছে । অন্য দেহের খোঁজে তল্লাশি চলছে ৷"

শহিদ 3 সেনা আধিকারিক: গত বুধবার জঙ্গি হামলায় তিন সেনা আধিকারিক ও এক জওয়ান শহিদ হয়েছেন ৷ তারপরই অনন্তনাগে সেনাবাহিনীর তৎপরতা বাড়ানো হয় । সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এলাকার বনাঞ্চলগুলি নজরদারি বাড়ানো হয়েছে ৷ ড্রোন দিয়ে জঙ্গি ঘাঁটিগুলি সনাক্তকরণের কাজ চলছে ৷ কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না তাও দেখা হচ্ছে ড্রোনের মাধ্যমে ৷

জানা গিয়েছে, বিগত চার-পাঁচ দিন ধরে অনন্তনাগ এলাকায় তল্লাশি অভিযান চলছে জওয়ানদের ৷ শনিবার কোকারনাগের গাদোলের বনাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায় জঙ্গিদের খোঁজে । সংবাদমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন জঙ্গি অধ্যুষ্যিত এলাকাগুলিতে ড্রোন দিয়ে বেশ কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন: সিং পরিবারের তৃতীয় প্রজন্মের সৈনিক মনপ্রীত প্রাণ দিলেন দেশরক্ষার লড়াইয়ে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.