ETV Bharat / bharat

Bride Refuse to Marry: বিবাহ বিভ্রাট ! মদ্যপ বরের আজব কাণ্ডে বিয়ে করতে অস্বীকার কনের

author img

By

Published : May 6, 2023, 9:48 PM IST

চান্দৌলিতে বরের কর্মকাণ্ডে দেখে রেগে লাল কনে । বিয়ে করতে অস্বীকার করে ছাড়লেন মণ্ডপ ৷ এরপরেই বর ও তাঁর বাবাকে আটক করে মেয়ে পক্ষের লোকজন । পরে পুলিশের হস্তক্ষেপে হয় মীসাংসা ৷ এমন কী ঘটনা ঘটেছিল সেখানে ?

Bride Refuse to Marry groom in UP
মদ্যপ বরকে বিয়ে করতে অস্বীকার কনের

চান্দৌলি(উত্তরপ্রদেশ), 6 মে: বিবাহ বিভ্রাট ! মদ্যপ অবস্থায় মাথার বদলে কনের মুখে সিঁদুর দান পাত্রের ৷ রেগে বিয়ে করতে অস্বীকার পাত্রীর ৷ মণ্ডপ ছাড়লেন তিনি ৷ শেষমেষ বরযাত্রীদের আটক করল কনে পক্ষ ৷ এমন ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যেতে উত্তরপ্রদেশের চান্দৌলির নৌগড় এলাকায় ৷ দীর্ঘক্ষণ বর ও কনে পক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি ৷ তারপর পুলিশ উভয় পক্ষকে থানায় নিয়ে এসে মীমাংসা করে। তবেই বরযাত্রীরা তাদের বাড়ি ফেরত যেতে পারে ।

জানা গিয়েছে, ওই সন্ধ্যায় মির্জাপুর জেলার আহিরাউড়া থানা এলাকার মানিকপুর গ্রাম থেকে মিছিল করে বর বিয়ে করতে চকরঘাটা এলাকায় আসে । গ্রামের মানুষ বরযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানায় । বিয়ের আগে সব আচার-অনুষ্ঠান সম্পন্ন হয় । কিন্তু ব্যাঘাত ঘটে সিঁদুর দানের সময় ৷ সিঁদুর দান করার সময় এলে বর নেশাগ্রস্ত অবস্থায় দিকভ্রষ্ট হয়ে যান ৷ কোথায সিঁদুর লাগাতে হবে বুঝতে পারেন না । কনের কথা না শুনে তাঁর মুখে সিঁদুর পরিয়ে দেন । আর এরপরেই বাধে গোল ৷ পাত্র সিঁদুর দান ঠিক জায়গায় করতে পারেননি তাই মণ্ডপ থেকে উঠে পালিয়ে যান কনে । এ নিয়ে সেখানে হৈচৈ পড়ে যায় । পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে অধিকাংশ বরযাত্রী পালানোর চেষ্টা করেন সেখান থেকে । পাত্রীর বাড়ির লোক তা হতে দেবে কেন ? তারা বরের বাবা সমেত যাত্রীদের আটকে রাখেন ।

খবর পেয়ে চকরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায় । উভয় পক্ষের লোকজনকে থানায় নিয়ে আসা হয়। এরপর শুক্রবার থানায় দীর্ঘক্ষণ কথাবার্তা চলে । উভয় পক্ষ বিবাহের আয়োজনে ব্যয় করা অর্থ ফেরত দিতে এবং বিয়ে ভাঙতে সম্মতি দেয় । উভয় পক্ষ একটি মীমাংসা চুক্তিতে সায় দেয় ৷ তবেই বরযাত্রীরা তাদের বাড়িতে ফিরে যেতে সক্ষম হয় । চকরঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজেশ কুমার জানান, কনে বিয়ে করতে রাজি হননি । বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । তবে উভয় পক্ষ পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি সমঝোতায় পৌঁছেছে ।

আরও পড়ুন: দত্তক কন্যার উপর অত্যাচারের অভিযোগে গুয়াহাটিতে আটক চিকিৎসক দম্পতি

চান্দৌলি(উত্তরপ্রদেশ), 6 মে: বিবাহ বিভ্রাট ! মদ্যপ অবস্থায় মাথার বদলে কনের মুখে সিঁদুর দান পাত্রের ৷ রেগে বিয়ে করতে অস্বীকার পাত্রীর ৷ মণ্ডপ ছাড়লেন তিনি ৷ শেষমেষ বরযাত্রীদের আটক করল কনে পক্ষ ৷ এমন ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যেতে উত্তরপ্রদেশের চান্দৌলির নৌগড় এলাকায় ৷ দীর্ঘক্ষণ বর ও কনে পক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি ৷ তারপর পুলিশ উভয় পক্ষকে থানায় নিয়ে এসে মীমাংসা করে। তবেই বরযাত্রীরা তাদের বাড়ি ফেরত যেতে পারে ।

জানা গিয়েছে, ওই সন্ধ্যায় মির্জাপুর জেলার আহিরাউড়া থানা এলাকার মানিকপুর গ্রাম থেকে মিছিল করে বর বিয়ে করতে চকরঘাটা এলাকায় আসে । গ্রামের মানুষ বরযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানায় । বিয়ের আগে সব আচার-অনুষ্ঠান সম্পন্ন হয় । কিন্তু ব্যাঘাত ঘটে সিঁদুর দানের সময় ৷ সিঁদুর দান করার সময় এলে বর নেশাগ্রস্ত অবস্থায় দিকভ্রষ্ট হয়ে যান ৷ কোথায সিঁদুর লাগাতে হবে বুঝতে পারেন না । কনের কথা না শুনে তাঁর মুখে সিঁদুর পরিয়ে দেন । আর এরপরেই বাধে গোল ৷ পাত্র সিঁদুর দান ঠিক জায়গায় করতে পারেননি তাই মণ্ডপ থেকে উঠে পালিয়ে যান কনে । এ নিয়ে সেখানে হৈচৈ পড়ে যায় । পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে অধিকাংশ বরযাত্রী পালানোর চেষ্টা করেন সেখান থেকে । পাত্রীর বাড়ির লোক তা হতে দেবে কেন ? তারা বরের বাবা সমেত যাত্রীদের আটকে রাখেন ।

খবর পেয়ে চকরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায় । উভয় পক্ষের লোকজনকে থানায় নিয়ে আসা হয়। এরপর শুক্রবার থানায় দীর্ঘক্ষণ কথাবার্তা চলে । উভয় পক্ষ বিবাহের আয়োজনে ব্যয় করা অর্থ ফেরত দিতে এবং বিয়ে ভাঙতে সম্মতি দেয় । উভয় পক্ষ একটি মীমাংসা চুক্তিতে সায় দেয় ৷ তবেই বরযাত্রীরা তাদের বাড়িতে ফিরে যেতে সক্ষম হয় । চকরঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজেশ কুমার জানান, কনে বিয়ে করতে রাজি হননি । বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । তবে উভয় পক্ষ পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি সমঝোতায় পৌঁছেছে ।

আরও পড়ুন: দত্তক কন্যার উপর অত্যাচারের অভিযোগে গুয়াহাটিতে আটক চিকিৎসক দম্পতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.