ETV Bharat / bharat

Margadarsi Chit Funds: কর্ণাটকে মার্গদর্শী চিটফান্ডের 23তম শাখা খুলল হাভেরিতে

Margadarsi Chit Funds New Branch in Karnataka: কর্ণাটকে নতুন শাখা খুলল মার্গদর্শী চিট ফান্ড ৷ এই নিয়ে রাজ্যে 23তম শাখা কোম্পানির ৷ এই শাখাটি হাভেরিতে খোলা হয়েছে ৷

Margadarsi Chit Funds
মার্গদর্শী চিট ফান্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 5:49 PM IST

Updated : Oct 16, 2023, 8:53 PM IST

মার্গদর্শী চিটফান্ডের 23তম শাখা খুলল কর্ণাটকে

হাভেরি (কর্ণাটক), 16 অগস্ট: কর্ণাটকের হাভেরি শহরে আরও একটি শাখা খুলল মার্গদর্শী চিট ফান্ড কোম্পানি ৷ সোমবার এই শাখার উদ্বোধন হয়েছে ৷ এটি রাজ্যে মার্গাদর্শী চিট ফান্ডের 23তম এবং সারা ভারতে 110তম শাখা । হাভেরি শহরে মার্গদর্শী চিটফান্ডের ডিরেক্টর পি লক্ষ্মণ রাও নতুন শাখার উদ্বোধন করেন । তিনি বলেন, "আজ আমরা হাভেরিতে মার্গদর্শীর চিটফান্ডের একটি নতুন শাখা খুলেছি ৷ এটি কর্ণাটক রাজ্যে আমাদের 23তম শাখা ৷ পাশাপাশি এটি ভারতে আমাদের 110তম শাখা ৷" পি লক্ষ্মণ রাও হাভেরি জেলার সমস্ত নাগরিককে মার্গদর্শী চিট ফান্ডের সুবিধাগুলি নিতে আমন্ত্রণ জানিয়েছেন ।

তাঁর কথায়, আজ পর্যন্ত মার্গদর্শী চিট ফান্ডের আগের হাভেরি শাখায় 15 কোটি টাকার ব্যবসা হয়েছে ৷ চলতি মাসের শেষ নাগাদ মার্গদর্শী চিটফান্ড 20 কোটি টাকার ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে । মার্গদর্শী চিটফান্ডের ডিরেক্টর আরও বলেন, "হাভেরি শাখা 1 লক্ষ থেকে Rs. 25 লক্ষ টাকা মূল্যের চিট গ্রুপ অফার করে ৷ যার সাবস্ক্রিপশন হল 2 হাজার থেকে টাকা 1 লক্ষ প্রতি মাসে ৷ এটি 25, 30, 40 এবং 50 মাসের জন্য করা যায় ৷"

আরও পড়ুন: কর্ণাটকের কোলারে নতুন শাখা খুলল মার্গদর্শী চিট ফান্ড

কর্ণাটকে আরও 25টি শাখা খোলার ভাবনা রয়েছে মার্গদর্শী চিটফান্ড সংস্থার ৷ এরই অংশ হিসাবে এই আর্থিক বছর শেষ হওয়ার আগে কর্ণাটকের আরও দুটি জায়গায় শাখা খুলছে মার্গদর্শী চিট ফান্ড । পি লক্ষ্মণ রাও বলেন, "কর্ণাটকের নাগরিকদেরকে সর্বোত্তম চিট পরিষেবা দিতে চায় মার্গদর্শী চিট ফান্ড ৷ মার্গদর্শী চিট ফান্ড সর্বদা কর্ণাটকবাসীর কাছে বিশ্বস্ত কোম্পানি এবং তাদের আর্থিক প্রয়োজন সময়ে পাশে দাঁড়ায় ।" এদিন হাভেরিতে নয়া শাখার উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকরাও উপস্থিত ছিলেন ৷ তারা মার্গদর্শী চিটফান্ড নিয়ে তাদের মতামত জানায় ।

মার্গদর্শী চিটফান্ডের 23তম শাখা খুলল কর্ণাটকে

হাভেরি (কর্ণাটক), 16 অগস্ট: কর্ণাটকের হাভেরি শহরে আরও একটি শাখা খুলল মার্গদর্শী চিট ফান্ড কোম্পানি ৷ সোমবার এই শাখার উদ্বোধন হয়েছে ৷ এটি রাজ্যে মার্গাদর্শী চিট ফান্ডের 23তম এবং সারা ভারতে 110তম শাখা । হাভেরি শহরে মার্গদর্শী চিটফান্ডের ডিরেক্টর পি লক্ষ্মণ রাও নতুন শাখার উদ্বোধন করেন । তিনি বলেন, "আজ আমরা হাভেরিতে মার্গদর্শীর চিটফান্ডের একটি নতুন শাখা খুলেছি ৷ এটি কর্ণাটক রাজ্যে আমাদের 23তম শাখা ৷ পাশাপাশি এটি ভারতে আমাদের 110তম শাখা ৷" পি লক্ষ্মণ রাও হাভেরি জেলার সমস্ত নাগরিককে মার্গদর্শী চিট ফান্ডের সুবিধাগুলি নিতে আমন্ত্রণ জানিয়েছেন ।

তাঁর কথায়, আজ পর্যন্ত মার্গদর্শী চিট ফান্ডের আগের হাভেরি শাখায় 15 কোটি টাকার ব্যবসা হয়েছে ৷ চলতি মাসের শেষ নাগাদ মার্গদর্শী চিটফান্ড 20 কোটি টাকার ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে । মার্গদর্শী চিটফান্ডের ডিরেক্টর আরও বলেন, "হাভেরি শাখা 1 লক্ষ থেকে Rs. 25 লক্ষ টাকা মূল্যের চিট গ্রুপ অফার করে ৷ যার সাবস্ক্রিপশন হল 2 হাজার থেকে টাকা 1 লক্ষ প্রতি মাসে ৷ এটি 25, 30, 40 এবং 50 মাসের জন্য করা যায় ৷"

আরও পড়ুন: কর্ণাটকের কোলারে নতুন শাখা খুলল মার্গদর্শী চিট ফান্ড

কর্ণাটকে আরও 25টি শাখা খোলার ভাবনা রয়েছে মার্গদর্শী চিটফান্ড সংস্থার ৷ এরই অংশ হিসাবে এই আর্থিক বছর শেষ হওয়ার আগে কর্ণাটকের আরও দুটি জায়গায় শাখা খুলছে মার্গদর্শী চিট ফান্ড । পি লক্ষ্মণ রাও বলেন, "কর্ণাটকের নাগরিকদেরকে সর্বোত্তম চিট পরিষেবা দিতে চায় মার্গদর্শী চিট ফান্ড ৷ মার্গদর্শী চিট ফান্ড সর্বদা কর্ণাটকবাসীর কাছে বিশ্বস্ত কোম্পানি এবং তাদের আর্থিক প্রয়োজন সময়ে পাশে দাঁড়ায় ।" এদিন হাভেরিতে নয়া শাখার উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকরাও উপস্থিত ছিলেন ৷ তারা মার্গদর্শী চিটফান্ড নিয়ে তাদের মতামত জানায় ।

Last Updated : Oct 16, 2023, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.