সাঙ্গরুর (পঞ্জাব), 2 ডিসেম্বর: মিড-ডে মিল খেয়ে অসুস্থ প্রায় ষাটের বেশি পড়ুয়া ৷ পঞ্জাবের সাঙ্গরুরের ঘাবদায় মেরিটোরিয়াস স্কুলের পড়ুয়াদের অসুস্থ হওয়ার ঘটনায় প্রতিবাদে নেমেছেন অভিভাবকরা ৷ অবস্থার অবনতি হওয়ায় সাঙ্গুরের সরকারি হাসপাতালে পড়ুয়াদের ভরতি করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, দীপাবলির পর থেকে তাঁদের বাচ্চাদের ভালো খাবার দেওয়া হচ্ছে না ৷ এর আগে তাঁরা বহুবার অভিযোগ করেছেন ৷ কিন্তু তাতে কোনও কর্ণপাত করা হয়নি ৷ উল্লেখ্য, সরকারের তরফ থেকে দেওয়া স্কুলের পড়ুয়াদের জন্য মিড-ডে মিল দেওয়ার কথা বলেছে। তবে তারা কী ধরনের খাবার পায় সেদিকে কোনও নজর দেওয়া হয় না।
সরকারি হাসপাতালে ভরতি ছাত্রছাত্রীরা জানাচ্ছে, স্কুল থেকে আমাদের ভালো খাবার দেওয়া হচ্ছে না। আমাদের খাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে না তারফলেই তারা অসুস্থ হয়ে পড়ছি। অভিভাবকরা বলছেন, "আমাদের কোনও তথ্য দেওয়া হয়নি, যে আজ গত তিন দিন ধরে কী খেতে দেওয়া হচ্ছে ৷ আমাদের বাচ্চারা গত তিন দিন ধরে অসুস্থ, কিন্তু আমাদের জানানো হয়নি। আজ যখন আমাদের বাচ্চাদের হাসপাতালে ভরতি তখন আমরা সিকিউরিটি ইনচার্জের কাছ থেকে ফোন পেয়েছি।"
এ বিষয়ে সাংগরুরের এসএমও ডাক্তার কিরপাল বলেন, "খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত পডুয়ারা ভরতি হয়েছে ৷ পেটে ব্যথা রয়েছে, বমি ও পায়খানা করছে তারা ৷ আমরা তাদের যথাযথ চিকিৎসা দিচ্ছি।" অভিভাবক তথা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিড ডে মিলের খাবার নিয়ে সমস্যার কথা আগে বার বার স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাঁদের প্রশ্ন, স্কুলের দেওয়া খাবার খেয়ে যদি শিশুরা অসুস্থ হয়ে পড়তে থাকে তা হলে মিড-ডে মিল দেওয়ার স্বার্থকতা কি?
প্রসঙ্গত, সাম্প্রতিককালে মিড-ডে মিলের খাবার খেয়ে স্কুলের পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা বারবার প্রকাশ্যে এসেছে। বঙ্গেও এমন ঘটনা ঘটেছে বহুবার ৷ সম্প্রতি একটি স্কুলের মিড-ডে মিলের খাবারে সাপও পড়ে থাকতে দেখা যায়। ফলে মিড-ডে মিল নিয়ে রীতিমতো আশঙ্কিত ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা ৷
আরও পড়ুন: