শাহজাহানপুর (উত্তরপ্রদেশ), 15 এপ্রিল: ভয়াবহ এক পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরে মৃত্যু হল কমপক্ষে 12 জনের ৷ আহত হয়েছেন 24 জন ৷ পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে তিলহাপ পুলিশ স্টেশনের অন্তর্গত বীরসিং গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, দুই ট্রাক্টর-ট্রলির রেষারেষির কারণে এদিন ব্রিজের রেলিং ভেঙে গররা নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি ট্রাক্টর-ট্রলি ৷ এরজেরেই মৃত্যু হয় ওই ওই গাড়ির 12 জন যাত্রীর ৷ তাঁরা প্রত্যেকে ওই নদী থেকে জল নিতে গিয়েছিলেন বলে খবর ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ৷
ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আহতদের যাতে সুচিকিৎসা হয় তার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ টুইটারে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে শোকবার্তায় লেখা হয়েছে, "দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে সুচিকিৎসার জন্যও তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ৷" ঘটনাস্থলে গিয়েছেন রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷
-
जनपद शाहजहांपुर में दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद है। मेरी संवेदनाएं शोकाकुल परिजनों के साथ हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
प्रशासनिक अधिकारियों को युद्ध स्तर पर राहत-बचाव कार्य संचालित करने व घायलों के समुचित उपचार हेतु निर्देश दिए हैं।
प्रभु श्री राम से घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।
">जनपद शाहजहांपुर में दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद है। मेरी संवेदनाएं शोकाकुल परिजनों के साथ हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 15, 2023
प्रशासनिक अधिकारियों को युद्ध स्तर पर राहत-बचाव कार्य संचालित करने व घायलों के समुचित उपचार हेतु निर्देश दिए हैं।
प्रभु श्री राम से घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।जनपद शाहजहांपुर में दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद है। मेरी संवेदनाएं शोकाकुल परिजनों के साथ हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 15, 2023
प्रशासनिक अधिकारियों को युद्ध स्तर पर राहत-बचाव कार्य संचालित करने व घायलों के समुचित उपचार हेतु निर्देश दिए हैं।
प्रभु श्री राम से घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।
জেলার পুলিশ সুপার আনন্দ কুমার জানিয়েছেন, একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য গররা নদী থেকে জল নিতে এসেছিলেন স্থানীয় আজমপুর গ্রামের বাসিন্দারা ৷ দু'টি ট্রাক্টর-ট্রলি করে গিয়েছিলেন গ্রামবাসীরা ৷ জল নিয়ে ফেরার সময় দু'টি ট্রাক্টর-ট্রলির চালক নিজেদের মধ্যে রেষারেষি শুরু করে কে আগে যাবে তা নিয়ে ৷ এর জেরে একসময় একটি ট্রাক্টর-ট্রলি নদীর উপরের সেতুর রেলিং ভেঙে নীচে নদীতে গিয়ে পড়ে ৷ ঘটনাস্থলেই কমপক্ষে 12 জনের মৃত্যু হয় ৷ ওই যানটিতে মোট 42 জন যাত্রী ছিলেন ৷
আরও পড়ুন: মোতিহারিতে মৃত্যুমিছিল, 'বিষমদের বলি' বলে অভিযোগ !
এই দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশে খবর দেওয়া হয় ৷ পরে পুলিশ ও উদ্ধারকারী দল এলাকায় গিয়ে উদ্ধারকাজে হাত লাগায় ৷ আহত ও মৃতদের দেহ হাসপাতালে পাঠানো হয় ৷ জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ ও আহতদের 50 হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৷