ETV Bharat / bharat

Sisodia Writes Letter to Kejriwal: আট বছর সততার সঙ্গে কাজ করেছি, কেজরিওয়ালকে আবেগঘন চিঠি সিসোদিয়ার

সুপ্রিম কোর্টে মঙ্গলবার আবগারি মামলায় তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে মণীশ সিসোদিয়া (Manish Sisodia) আবেদন করেন ৷ সেই আবেদন গ্রহণ করেনি শীর্ষ আদালত । এরপরই তিনি দিল্লির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন । পদত্যাগের পর অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আবেগঘন চিঠি লিখেন তাঁর ডেপুটি ।

Manish Sisodia ETV Bharat
কেজরিওয়ালকে সিসোদিয়ার আবেগঘন চিঠি
author img

By

Published : Mar 1, 2023, 11:17 AM IST

নয়াদিল্লি, 1 মার্চ: অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন আবগারি মামলায় ধৃত মণীশ সিসোদিয়া (Manish Sisodia) ৷ এরপরেই তাঁর পদত্যাগ নিয়ে সিসোদিয়া আবেগঘন চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷ আম আদমি পার্টির এই নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে মিথ্যা বলে দাবি করেন ৷ তিনি পদত্যাগের বিষয়ে জানান, এটি দুর্ভাগ্যজনক যে তিনি 8 বছর ধরে সততার সঙ্গে কাজ করেছেন তা সত্ত্বেও মোদি সরকারের নির্দেশে তদন্তকারী সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে । তিনি বলেন, "আমি জানি এবং আমার ভগবান জানে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা । এই অভিযোগ আসলে কাপুরুষ ও দুর্বলদের ষড়যন্ত্র ।"

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi Chief Minister Arvind Kejriwal) কাছে ইস্তফাপত্রে সিসোদিয়া বলেছেন, যারা তাঁর সত্যের রাজনীতিতে ভয় পাচ্ছেন তাদের টার্গেট তিনি নন, অরবিন্দ কেজরিওয়াল । প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়া বলেন, "আজ শুধু দিল্লি নয়, গোটা দেশের মানুষ কেজরিওয়ালকে এমন একজন নেতা হিসেবে দেখছে যার দেশের উন্নয়নের প্রতি দৃষ্টিভঙ্গি রয়েছে ।" চিঠিতে তিনি আরও লিখেছেন, "আজ দিল্লির প্রধান (কেজরিওয়াল) সারা দেশের কোটি কোটি মানুষের জন্য আশার নাম ৷ যারা দারিদ্র্য, বেকারত্ব, অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির মতো সমস্যার সম্মুখীন ।"

উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্ট আবগারি মামলায় তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সিসোদিয়ার আবেদন বিবেচনা করতে অস্বীকার করে । এরপরই তাঁকে দিল্লি হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয় শীর্ষ আদালত । যদিও এরপরই দিল্লির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন । একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়ালও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ৷ এখন তাঁর পদত্যাগপত্র দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে পাঠানো হবে । দিল্লি আবগারি মামলায় সিসোদিয়াকে 26 ফেব্রুয়ারি রবিবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) গ্রেফতার করেছিল ৷ এরপর সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত তাঁকে পাঁচ দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে। গ্রেফতারির পর শেষমেশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মণীশ।

আরও পড়ুন: কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে পদত্যাগ দুর্নীতির দায়ে ধৃত সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের

নয়াদিল্লি, 1 মার্চ: অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন আবগারি মামলায় ধৃত মণীশ সিসোদিয়া (Manish Sisodia) ৷ এরপরেই তাঁর পদত্যাগ নিয়ে সিসোদিয়া আবেগঘন চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷ আম আদমি পার্টির এই নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে মিথ্যা বলে দাবি করেন ৷ তিনি পদত্যাগের বিষয়ে জানান, এটি দুর্ভাগ্যজনক যে তিনি 8 বছর ধরে সততার সঙ্গে কাজ করেছেন তা সত্ত্বেও মোদি সরকারের নির্দেশে তদন্তকারী সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে । তিনি বলেন, "আমি জানি এবং আমার ভগবান জানে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা । এই অভিযোগ আসলে কাপুরুষ ও দুর্বলদের ষড়যন্ত্র ।"

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi Chief Minister Arvind Kejriwal) কাছে ইস্তফাপত্রে সিসোদিয়া বলেছেন, যারা তাঁর সত্যের রাজনীতিতে ভয় পাচ্ছেন তাদের টার্গেট তিনি নন, অরবিন্দ কেজরিওয়াল । প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়া বলেন, "আজ শুধু দিল্লি নয়, গোটা দেশের মানুষ কেজরিওয়ালকে এমন একজন নেতা হিসেবে দেখছে যার দেশের উন্নয়নের প্রতি দৃষ্টিভঙ্গি রয়েছে ।" চিঠিতে তিনি আরও লিখেছেন, "আজ দিল্লির প্রধান (কেজরিওয়াল) সারা দেশের কোটি কোটি মানুষের জন্য আশার নাম ৷ যারা দারিদ্র্য, বেকারত্ব, অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির মতো সমস্যার সম্মুখীন ।"

উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্ট আবগারি মামলায় তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সিসোদিয়ার আবেদন বিবেচনা করতে অস্বীকার করে । এরপরই তাঁকে দিল্লি হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয় শীর্ষ আদালত । যদিও এরপরই দিল্লির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন । একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়ালও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ৷ এখন তাঁর পদত্যাগপত্র দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে পাঠানো হবে । দিল্লি আবগারি মামলায় সিসোদিয়াকে 26 ফেব্রুয়ারি রবিবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) গ্রেফতার করেছিল ৷ এরপর সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত তাঁকে পাঁচ দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে। গ্রেফতারির পর শেষমেশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মণীশ।

আরও পড়ুন: কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে পদত্যাগ দুর্নীতির দায়ে ধৃত সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.