নয়াদিল্লি, 29 মে: মণিপুরের অশান্তির ঘটনায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কংগ্রেস । দলের নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে একটি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবে । কংগ্রেসের দাবি, মণিপুরে পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে । এখনই ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাবে। গত প্রায় একমাস ধরে মণিপুর জুড়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত সেই ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় 75 জনের ।
রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেটেই সম্প্রদায়কে তফশিলি জাতির অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। প্রতিবাদে সরব হয়েছে বেশ কয়েকটি সংগঠন । তেমনই একটি ছাত্র সংগঠন মে মাসের 3 তারিখ প্রতিবাদ মিছিলের ডাক দেয় । অশান্তির সেই শুরু। এমতাবস্থায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাতে 40 জন জঙ্গির প্রাণ গিয়েছে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী বীরেন সিং।
এবার এই ঘটনা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। এমনই সন্ত্রাসের আবহে সোমবার তিনদিনের সফরে মণিপুরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন শাহ। পাশাপাশি রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও একাধিক বিষয়ে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফর শুরুর ঠিক আগে দেশের প্রথম নাগরিকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল কংগ্রেস ।
আরও পড়ুন: মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ প্রায় 40 জঙ্গি, দাবি মুখ্যমন্ত্রীর
রমেশের দাবি মণিপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে । তাঁর কথায় ,"মণিপুরে হিংসা শুরু হওয়ার পর 25 দিন পেরিয়ে গিয়েছে। এতদিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাচ্ছেন সেখানে যাচ্ছেন। তাঁর যাওয়ার আগে আবারও অশান্ত মণিপুর। প্রধানমন্ত্রী এখন নিজের রাজ্যাভিষেক নিয়েই ব্যস্ত। তিনি একবারও শান্তি ফিরিয়ে আনতে কোনও উদ্যোগ নেননি। একটি বার্তা দেওয়ারও প্রয়োজন মনে করেননি। কিন্তু এরইমধ্যে মণিপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখনই ব্যবস্থা নেওয়া দরকার।" তিনি আরও জানান, এমনই পরিস্থিতিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ।