ETV Bharat / bharat

অনুমতি দিল রাজ্য সরকার, মণিপুর থেকে শর্তসাপেক্ষে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 4:53 PM IST

Updated : Jan 10, 2024, 7:06 PM IST

Bharat Jodo Nyay Yatra: ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হওয়ার কথা মণিপুরের ইম্ফল থেকে ৷ রাজ্য সরকার প্রথমে সংশ্লিষ্ট জায়গাটি থেকে যাত্রা শুরুর অনুমতি দেয়নি ৷ তবে পরে শর্তসাপেক্ষে এই যাত্রায় মত দিয়েছে সরকার ৷

ETV Bharat
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি

নয়াদিল্লি, 10 জানুয়ারি: দেশের উত্তর-পূর্বের রাজ্য মণিপুর থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু হওয়ার কথা ৷ 14 জানুয়ারি রাজধানী ইম্ফলের প্যালেস গ্রাউন্ডস থেকে এই যাত্রা সূচনার অনুমতি দিল মণিপুর সরকার ৷ প্রথম দিকে এই অনুমতি নিয়ে টালবাহানা করেছিল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ কংগ্রেস আবেদন জানানোর 8দিন পর অনুমতি দিল মণিপুরের বিজেপি সরকার ৷

ইম্ফল ইস্টের জেলা ম্যাজিস্ট্রেটের অফিস থেকে এই অনুমতি সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, 14 জানুয়ারি প্যালেস গ্রাউন্ড থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার শুধুমাত্র সূচনা হবে ৷ এই অনুষ্ঠানে সীমিত সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারবে ৷ কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে এবং আইন ও শৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে সেই দিকটির কথা ভেবে এই সিদ্ধান্ত ৷ যাত্রা শুরুর আগে ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যাত্রায় অংশগ্রহণকারীদের নাম জানাতে হবে, যাতে সবরকম ব্যবস্থা নেওয়া যায় ৷

Route map of Bharat Jodo Nyay Yatra
ভারত জোড়ো ন্যায় যাত্রার রুট ম্যাপ

এদিকে বুধবার এর আগে এই অনুমতি পাওয়া নিয়ে দোলাচলে ছিল কংগ্রেস ৷ এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও কে সি বেণুগোপাল 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' সম্পর্কিত একটি প্যামফ্লেট প্রকাশ করেন ৷ এর সঙ্গে এই যাত্রা নিয়ে একটি ওয়েবসাইটেরও সূচনা করেন দুই প্রবীণ কংগ্রেস নেতা ৷ এখানেই কে সি বেণুগোপাল সাংবাদিকদের জানান, ইম্ফলের প্যালেস গ্রাউন্ড থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু অনুমতি দেয়নি মণিপুর সরকার ৷

কংগ্রেস এই যাত্রা মণিপুর থেকেই শুরু করবে, জোর দিয়ে জানান কংগ্রেস সাধারণ সম্পাদক বেণুগোপাল ৷ তাই অন্য একটি জায়গার জন্য অনুমতি চাওয়া হয়েছে ৷ মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কেইশাম মেঘাচন্দ্র বলেন, "আমরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে দেখা করে অনুমতি চেয়েছিলাম ৷ ইম্ফল পূর্ব জেলার হাট্টা কাংজেইবাং থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা ছিল ৷ তবে মুখ্যমন্ত্রী এই অনুমতি দিতে রাজি হননি ৷ কংগ্রেসের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ৷ "

Determined to start Bharat Jodo Nyay Yatra from Manipur, have sought permission for another location in Imphal: Congress

Edited video is available on PTI Videos (https://t.co/L2D7HH309u) #PTINewsAlerts #PTIVideos @PTI_News pic.twitter.com/sJVGyAXscN

— PTI News Alerts (@PTI_NewsAlerts) January 10, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14 জানুয়ারি 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' সূচনা হবে ৷ কংগ্রেসের এই মিছিলে বাস এবং পায়ে হেঁটে 6 হাজার 713 কিমি পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে ৷ 66 দিনে 110টি জেলা, 100টি লোকসভা আসন ঘুরবে এই যাত্রা ৷ দেশের উত্তর-পূর্বে মণিপুর থেকে শুরু হয়ে পশ্চিমে মুম্বইতে 20 মার্চ এই যাত্রা শেষ হওয়ার কথা ৷

আরও পড়ুন:

  1. লোকসভায় আসন বণ্টন আলোচনায় ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস, দাবি এআইসিসি'র
  2. রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার স্লোগান-লোগো প্রকাশ কংগ্রেসের
  3. ভারত জোড়ো ন্য়ায় যাত্রায় বাংলায় 5 দিন কাটাবেন রাহুল, জোটের অন্যান্য দলকেও আমন্ত্রণ

নয়াদিল্লি, 10 জানুয়ারি: দেশের উত্তর-পূর্বের রাজ্য মণিপুর থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু হওয়ার কথা ৷ 14 জানুয়ারি রাজধানী ইম্ফলের প্যালেস গ্রাউন্ডস থেকে এই যাত্রা সূচনার অনুমতি দিল মণিপুর সরকার ৷ প্রথম দিকে এই অনুমতি নিয়ে টালবাহানা করেছিল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ কংগ্রেস আবেদন জানানোর 8দিন পর অনুমতি দিল মণিপুরের বিজেপি সরকার ৷

ইম্ফল ইস্টের জেলা ম্যাজিস্ট্রেটের অফিস থেকে এই অনুমতি সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, 14 জানুয়ারি প্যালেস গ্রাউন্ড থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার শুধুমাত্র সূচনা হবে ৷ এই অনুষ্ঠানে সীমিত সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারবে ৷ কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে এবং আইন ও শৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে সেই দিকটির কথা ভেবে এই সিদ্ধান্ত ৷ যাত্রা শুরুর আগে ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যাত্রায় অংশগ্রহণকারীদের নাম জানাতে হবে, যাতে সবরকম ব্যবস্থা নেওয়া যায় ৷

Route map of Bharat Jodo Nyay Yatra
ভারত জোড়ো ন্যায় যাত্রার রুট ম্যাপ

এদিকে বুধবার এর আগে এই অনুমতি পাওয়া নিয়ে দোলাচলে ছিল কংগ্রেস ৷ এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও কে সি বেণুগোপাল 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' সম্পর্কিত একটি প্যামফ্লেট প্রকাশ করেন ৷ এর সঙ্গে এই যাত্রা নিয়ে একটি ওয়েবসাইটেরও সূচনা করেন দুই প্রবীণ কংগ্রেস নেতা ৷ এখানেই কে সি বেণুগোপাল সাংবাদিকদের জানান, ইম্ফলের প্যালেস গ্রাউন্ড থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু অনুমতি দেয়নি মণিপুর সরকার ৷

কংগ্রেস এই যাত্রা মণিপুর থেকেই শুরু করবে, জোর দিয়ে জানান কংগ্রেস সাধারণ সম্পাদক বেণুগোপাল ৷ তাই অন্য একটি জায়গার জন্য অনুমতি চাওয়া হয়েছে ৷ মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কেইশাম মেঘাচন্দ্র বলেন, "আমরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে দেখা করে অনুমতি চেয়েছিলাম ৷ ইম্ফল পূর্ব জেলার হাট্টা কাংজেইবাং থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা ছিল ৷ তবে মুখ্যমন্ত্রী এই অনুমতি দিতে রাজি হননি ৷ কংগ্রেসের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ৷ "

14 জানুয়ারি 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' সূচনা হবে ৷ কংগ্রেসের এই মিছিলে বাস এবং পায়ে হেঁটে 6 হাজার 713 কিমি পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে ৷ 66 দিনে 110টি জেলা, 100টি লোকসভা আসন ঘুরবে এই যাত্রা ৷ দেশের উত্তর-পূর্বে মণিপুর থেকে শুরু হয়ে পশ্চিমে মুম্বইতে 20 মার্চ এই যাত্রা শেষ হওয়ার কথা ৷

আরও পড়ুন:

  1. লোকসভায় আসন বণ্টন আলোচনায় ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস, দাবি এআইসিসি'র
  2. রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার স্লোগান-লোগো প্রকাশ কংগ্রেসের
  3. ভারত জোড়ো ন্য়ায় যাত্রায় বাংলায় 5 দিন কাটাবেন রাহুল, জোটের অন্যান্য দলকেও আমন্ত্রণ
Last Updated : Jan 10, 2024, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.