ETV Bharat / bharat

Manik Saha Sworn in as Tripura CM: উপস্থিত মোদি-শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মানিকের

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির মানিক সাহা (Manik Saha takes oath as Tripura CM) ৷ 60 সদস্যের ত্রিপুরা বিধানসভায় বিজেপি 32টি আসনে জেতে । বিজেপির জোটসঙ্গী আইপিএফটি একটি আসন পেয়েছে ।

Manik Saha
মানিক সাহা
author img

By

Published : Mar 8, 2023, 12:54 PM IST

Updated : Mar 8, 2023, 2:26 PM IST

আগরতলা, 8 মার্চ: দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura Chief Minister) হিসেবে শপথ নিলেন মানিক সাহা (Manik Saha) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) উপস্থিতিতে বুধবার বিবেকানন্দ মাঠে হল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান ৷ প্রধানমন্ত্রী মঙ্গলবার উত্তর-পূর্বের রাজ্যগুলিতে দুই দিনের সফরে আসেন ৷ তারই অংশ হিসাবে মেঘালয় এবং নাগাল্যান্ডে শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাও । রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস এবং সুক্লা চরণ নোয়াটিয়া উত্তর-পূর্ব রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এদিন ।

2016 সালে বিজেপিতে যোগ দেন মানিক সাহা ৷ এর আগে তিনি কংগ্রেসে ছিলেন । মানিক সাহাকে 2020 সালে ত্রিপুরার বিজেপির সভাপতি করা হয় ৷ তিনি গত বছর রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন । বিপ্লব কুমার দেবের পরিবর্তে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী করা হয় ৷ কঠোরভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উত্তর-পূর্ব রাজ্যে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন তিনি ।

এর আগে সোমবার মানিক সাহা রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান । সমস্ত নবনির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ৷ সেখানে মানিককে সর্বসম্মতিক্রমে ফের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয় । এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী বাম ও কংগ্রেস অংশ নেয়নি । উত্তর-পূর্ব রাজ্যে ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে তারা বুধবারের অনুষ্ঠানে অংশ নেয়নি বলে সূত্রের খবর । মানিক সাহার নেতৃত্বাধীন অন্যান্য মন্ত্রীরাও শপথ নেন ।

কয়েক দশক ধরে ত্রিপুরা বরাবরই বামদের শক্ত ঘাঁটি ছিল । কংগ্রেস- টিইউজেএস জোট 1988 সালে ত্রিপুরায় বামদের পরাজিত করে ৷ তবে 1993 সালে আবার বামেদের হাতে চলে যায় রাজ্যের শাসনভার । 2018 সালে বামেদের সরিয়ে বিজেপি আসে ক্ষমতায় ৷ দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকা বামেদের থেকে রাজ্য গেরুয়া শিবিরের দখলে আসে ৷

মানিক সাহার পুনঃনির্বাচনে প্রথমবারের মতো উত্তর-পূর্ব রাজ্যে কোনও বাম-বিরোধী সরকার ক্ষমতা ধরে রাখল । ত্রিপুরা বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছেন, "আমরা আশা করি যে বিজেপি 2.0 সরকার জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবে ।" 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হয় ৷ গেরুয়া শিবির 60 সদস্যের ত্রিপুরা বিধানসভায় 32টি আসন পেয়েছে । বিজেপির জোটসঙ্গী আইপিএফটি একটি আসনে জয়লাভ করেছে ।

আরও পড়ুন: ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসায় বিজেপিকে কাঠগড়ায় তুলল সিপিএম

আগরতলা, 8 মার্চ: দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura Chief Minister) হিসেবে শপথ নিলেন মানিক সাহা (Manik Saha) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) উপস্থিতিতে বুধবার বিবেকানন্দ মাঠে হল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান ৷ প্রধানমন্ত্রী মঙ্গলবার উত্তর-পূর্বের রাজ্যগুলিতে দুই দিনের সফরে আসেন ৷ তারই অংশ হিসাবে মেঘালয় এবং নাগাল্যান্ডে শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাও । রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস এবং সুক্লা চরণ নোয়াটিয়া উত্তর-পূর্ব রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এদিন ।

2016 সালে বিজেপিতে যোগ দেন মানিক সাহা ৷ এর আগে তিনি কংগ্রেসে ছিলেন । মানিক সাহাকে 2020 সালে ত্রিপুরার বিজেপির সভাপতি করা হয় ৷ তিনি গত বছর রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন । বিপ্লব কুমার দেবের পরিবর্তে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী করা হয় ৷ কঠোরভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উত্তর-পূর্ব রাজ্যে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন তিনি ।

এর আগে সোমবার মানিক সাহা রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান । সমস্ত নবনির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ৷ সেখানে মানিককে সর্বসম্মতিক্রমে ফের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয় । এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী বাম ও কংগ্রেস অংশ নেয়নি । উত্তর-পূর্ব রাজ্যে ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে তারা বুধবারের অনুষ্ঠানে অংশ নেয়নি বলে সূত্রের খবর । মানিক সাহার নেতৃত্বাধীন অন্যান্য মন্ত্রীরাও শপথ নেন ।

কয়েক দশক ধরে ত্রিপুরা বরাবরই বামদের শক্ত ঘাঁটি ছিল । কংগ্রেস- টিইউজেএস জোট 1988 সালে ত্রিপুরায় বামদের পরাজিত করে ৷ তবে 1993 সালে আবার বামেদের হাতে চলে যায় রাজ্যের শাসনভার । 2018 সালে বামেদের সরিয়ে বিজেপি আসে ক্ষমতায় ৷ দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকা বামেদের থেকে রাজ্য গেরুয়া শিবিরের দখলে আসে ৷

মানিক সাহার পুনঃনির্বাচনে প্রথমবারের মতো উত্তর-পূর্ব রাজ্যে কোনও বাম-বিরোধী সরকার ক্ষমতা ধরে রাখল । ত্রিপুরা বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছেন, "আমরা আশা করি যে বিজেপি 2.0 সরকার জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবে ।" 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হয় ৷ গেরুয়া শিবির 60 সদস্যের ত্রিপুরা বিধানসভায় 32টি আসন পেয়েছে । বিজেপির জোটসঙ্গী আইপিএফটি একটি আসনে জয়লাভ করেছে ।

আরও পড়ুন: ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসায় বিজেপিকে কাঠগড়ায় তুলল সিপিএম

Last Updated : Mar 8, 2023, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.