ETV Bharat / bharat

Tripura CM Manik Saha: 'ত্রিপুরাকে দেখে শিখুন', পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে মমতাকে তোপ মানিকের - পঞ্চায়েত নির্বাচন

ভোটে কীভাবে হিংসা রুখতে হয় ত্রিপুরাকে দেখে শিখতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ এমনটাই তাঁর পরামর্শ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

Tripura Chief Minister Manik Saha
মুখ্যমন্ত্রী মানিক সাহা
author img

By

Published : Jul 9, 2023, 4:53 PM IST

আগরতলা, 9 জুলাই: শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 'রক্তাস্নাত' হয়েছে পশ্চিমবঙ্গ ৷ বহু জায়গায় হিংসার ঘটনা ঘটেছে ৷ সেই ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি ৷ ত্রিপুরাকে দেখে মমতাকে শান্তিপূর্ণ ভোট করানো শিখতে বলেছেন মানিক ৷ তিনি অভিযোগ করেছেন, পঞ্চায়েত নির্বাচনে বাংলায় শাসকদল তৃণমূলের গুন্ডারা হিংসার ঘটনা ঘটিয়েছে ৷

সোশাল মিডিয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী লেখেন, "পশ্চিমবঙ্গ থেকে একের পর এক মৃত্যুর খবর আসছে ৷ যা প্রতিফলিত করছে যে সেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পঞ্চায়েত নির্বাচনের মতো গণতান্ত্রিক উৎসবে তৃণমূলের গুন্ডারা লোকদের অংশ নিতে দিচ্ছে না ৷ তাদের বাধা দেওয়া হচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করে হিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে ৷" মমতাকে তোপ দেগে মানিক বলেন, "তৃণমূলের গুন্ডারা যে হিংসার ঘটনা ঘটাচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং মমতাজিকে ত্রিপুরা থেকে শিক্ষা নিতে বলব যে কীভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা যায় রাজ্যে ৷"

আরও পড়ুন: আমের পালটা আনারস ! হাসিনাকে বিশেষ উপহার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, শনিবার পশ্চিমবঙ্গে ছিল পঞ্চায়েত নির্বাচন ৷ সকাল সাতটা থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া ৷ যদিও হিংসা শুরু হয়ে গিয়েছিল মনোনয়ন পর্ব থেকেই, মৃত্যু হয় রাজনৈতিক দলের কর্মীদের ৷ ভোট শুরু থেকে শেষ পর্যন্ত সেই হিংসা, হানাহানি ও মৃত্যু অব্যাহত থাকে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকা ৷ বিভিন্ন জায়গা থেকে এসেছে দেদার বুথ জ্যাম ও ছাপ্পা ভোটের অভিযোগ । ভোটের দিনে এরকমই একাধিক ঘটনার সাক্ষী থেকেছে উত্তর 24 পরগনার বাগদা, বাদুড়িয়া থেকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়, বাসন্তী ৷ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে প্রার্থী থেকে এজেন্টের মারধরের অভিযোগ উঠেছে বিভিন্ন জেলায় ৷ নির্বাচনকে ঘিরে যেন 'মৃত্যু উপত্যকা'য় পরিণত হয়েছিল বাংলা ৷ একের পর এক মৃত্যুর খবর সামনে আসতে থাকে ৷ হিংসার ঘটনায় শাসক বিরোধী মিলিয়ে প্রাণ যায় প্রায় 20 জন কর্মী-সমর্থকদের ৷ সেই হিংসার ঘটনা নিয়ে এবার সরব হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷

আগরতলা, 9 জুলাই: শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 'রক্তাস্নাত' হয়েছে পশ্চিমবঙ্গ ৷ বহু জায়গায় হিংসার ঘটনা ঘটেছে ৷ সেই ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি ৷ ত্রিপুরাকে দেখে মমতাকে শান্তিপূর্ণ ভোট করানো শিখতে বলেছেন মানিক ৷ তিনি অভিযোগ করেছেন, পঞ্চায়েত নির্বাচনে বাংলায় শাসকদল তৃণমূলের গুন্ডারা হিংসার ঘটনা ঘটিয়েছে ৷

সোশাল মিডিয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী লেখেন, "পশ্চিমবঙ্গ থেকে একের পর এক মৃত্যুর খবর আসছে ৷ যা প্রতিফলিত করছে যে সেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পঞ্চায়েত নির্বাচনের মতো গণতান্ত্রিক উৎসবে তৃণমূলের গুন্ডারা লোকদের অংশ নিতে দিচ্ছে না ৷ তাদের বাধা দেওয়া হচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করে হিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে ৷" মমতাকে তোপ দেগে মানিক বলেন, "তৃণমূলের গুন্ডারা যে হিংসার ঘটনা ঘটাচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং মমতাজিকে ত্রিপুরা থেকে শিক্ষা নিতে বলব যে কীভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা যায় রাজ্যে ৷"

আরও পড়ুন: আমের পালটা আনারস ! হাসিনাকে বিশেষ উপহার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, শনিবার পশ্চিমবঙ্গে ছিল পঞ্চায়েত নির্বাচন ৷ সকাল সাতটা থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া ৷ যদিও হিংসা শুরু হয়ে গিয়েছিল মনোনয়ন পর্ব থেকেই, মৃত্যু হয় রাজনৈতিক দলের কর্মীদের ৷ ভোট শুরু থেকে শেষ পর্যন্ত সেই হিংসা, হানাহানি ও মৃত্যু অব্যাহত থাকে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকা ৷ বিভিন্ন জায়গা থেকে এসেছে দেদার বুথ জ্যাম ও ছাপ্পা ভোটের অভিযোগ । ভোটের দিনে এরকমই একাধিক ঘটনার সাক্ষী থেকেছে উত্তর 24 পরগনার বাগদা, বাদুড়িয়া থেকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়, বাসন্তী ৷ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে প্রার্থী থেকে এজেন্টের মারধরের অভিযোগ উঠেছে বিভিন্ন জেলায় ৷ নির্বাচনকে ঘিরে যেন 'মৃত্যু উপত্যকা'য় পরিণত হয়েছিল বাংলা ৷ একের পর এক মৃত্যুর খবর সামনে আসতে থাকে ৷ হিংসার ঘটনায় শাসক বিরোধী মিলিয়ে প্রাণ যায় প্রায় 20 জন কর্মী-সমর্থকদের ৷ সেই হিংসার ঘটনা নিয়ে এবার সরব হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.