দিল্লি, 16 নভেম্বর : 8 বছর পাকিস্তানের জেলে কাটিয়ে রবিবার সন্ধেয় দেশে ফিরলেন কানপুরের বাসিন্দা সামসুদ্দিন ৷ তবে, মাত্র 8 বছর নয়, বিগত 28 বছর ধরে তিনি পাকিস্তানে ছিলেন ৷ প্রায় 3 দশক পর নিজের দেশে ফিরতে খুশি সামসুদ্দিন ৷ তাঁর ঘরে ফেরায় খুশি পরিবারের সদস্য়রাও ৷
ঘটনায় সূত্রপাত, 1992 সালে ৷ যখন বাবার সঙ্গে ঝগড়া করে তিনি দিল্লি চলে গিয়েছিলেন ৷ সেখান থেকে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেন সামসুদ্দিন ৷ তবে, সৌদি আরবের বদলে চলে যান পাকিস্তানে ৷ 3 মাসের ভিসা নিয়ে ৷ সেখানে তাঁর কোনো পরিচিত একজন ব্য়ক্তি ছিল ৷ তবে, এরই মাঝে পাকিস্তানে হিংসা শুরু হয়ে যাওয়ায় দেশে ফিরতে পারেননি তিনি ৷ স্বাভাবিকভাবেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাঁর ৷ সামসুদ্দিন জানান, ভিসা শেষ হয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে তাঁকে ভয় দেখানো হয় ৷ ফলে পরিচয় লুকিয়ে করাচিতে চলে যায় সামসুদ্দিন ৷ সেখানেই একটি জুতোর দোকানে কাজ খুঁজে নেন তিনি ৷ এরপর ঘুষ দিয়ে পাকিস্তানের জাতীয় পরিচয় পত্রও বানিয়ে নেন ৷ 1994 সালে কানপুরে বিবির সঙ্গে যোগাযোগ করে বিবি ও দুই মেয়েকে পাকিস্তানে ডেকে নেন ৷ এরপর টানা ন’বছর সেখানে বিবি ও সন্তানদের নিয়ে থাকছিলেন কানপুরের সামসুদ্দিন ৷ 2002 সালে মুশারফ পাকিস্তানের প্রেসিডেন্ট হলে দু’দেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হলে, 2006 সালে বিবি ও সন্তানদের আবারও ভারতে পাঠিয়ে দেন ৷ এরপর থেকে সামসুদ্দিন করাচিতেই বসবাস করতে শুরু করেছিলেন ৷ কিন্তু, কয়েকবছর পর সামসুদ্দিন ভারতে ফেরার পরিকল্পনা করেন ৷ সেইমত পাসপোর্টের জন্য় আবেদন করতে গেলে, পাসপোর্ট অফিসে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ সামসুদ্দিন জানান, পাকিস্তান পুলিশ তাঁকে ভারতীয় গোয়েন্দা প্রমাণের চেষ্টা করতে থাকে ৷ এরপর 2012 সালে বেআইনিভাবে পাকিস্তানে প্রবেশের অপরাধে তাঁর জেল হয় ৷
26 অক্টোবর করাচির জেল থেকে ছাড়া পান সামসুদ্দিন ৷ তাঁকে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয় ৷ দেশে ফিরে কোয়ারানটাইনে থাকার পর অবশেষে কানপুরে নিজের বাড়িতে ফিরেছেন তিনি ৷ রবিবার রাতে প্রথমে বাজারিয়া থানায় যান তিনি ৷ সেখানেই তাঁকে নিয়ে উল্লাসে মেতে ওঠে পরিবারের সদস্য়রা ৷ সামসুদ্দিনকে মিষ্টি মুখ করিয়ে দেন তাঁর প্রিয়জনেরা ৷ দেশে ফিরতে ফেরে খুশি সামসুদ্দিন ভারত সরকারকে ধন্য়বাদ জানিয়েছেন ৷