ETV Bharat / bharat

Wife Runs Away: 35 বার পালিয়েছে স্ত্রী, আত্মঘাতী হতে চাইছেন 2 সন্তান নিয়ে বিধ্বস্ত স্বামী - স্ত্রী পালিয়েছে

30-35 বার পালিয়ে গিয়েছেন স্ত্রী (Wife Runs Away)৷ দুই সন্তানকে নিয়ে তীব্র কষ্টে দিন কাটছে বিহারের এক ব্যক্তির ৷ নিরুপায় হয়ে তিনি আত্মহননের কথা ভাবছেন ৷

Wife Runs Away ETV Bharat
স্ত্রী পালিয়েছে
author img

By

Published : Jan 6, 2023, 6:38 PM IST

কৈমুর (বিহার), 6 জানুয়ারি: বউ পালিয়েছে (Wife Runs Away)৷ এই নিয়ে প্রায় 30-35 বার ৷ ছোট দুটি বাচ্চা কোলে নিয়ে অসহায় স্বামী কোনওক্রমে ভিক্ষে করে দিন কাটাচ্ছেন ৷ আর স্ত্রীকে ফিরে পেতে চক্কর কাটছেন পুলিশ স্টেশনে ৷ অবস্থা এতটাই দুর্বিষহ যে তিনি এখন আত্মহননের কথা ভাবছেন (Husband threatened suicide in Kaimur)৷

বিহারের (Bihar News) কৈমুরের রামগড় থানার ধারক গ্রামের ঘটনা । কৃষ্ণমুরারি গুপ্ত নামে ওই ব্যক্তি বলেছেন, "আমার স্ত্রী একবার নয়, 30 থেকে 35 বার আমাকে ছেড়ে পালিয়েছে । ছোট দুটি বাচ্চা । বড় ছেলের বয়স 4 বছর আর মেয়ের বয়স 4 মাস । এই দুটিকে ফেলে রেখে আমি কীভাবে কাজে যাব? কে আমাকে কাজ দেবে ? আমার বাড়িতে কেউ নেই । মা-হারা সন্তান দুটি খুব কষ্টে রয়েছে । স্ত্রী ফিরে না এলে আমি আত্মহত্যা করব ।"

স্ত্রীর 'কীর্তি'তে মৃত্যুবরণের কথা ভাবছেন ওই ব্যক্তি ৷ তাঁর স্ত্রী গত কয়েক মাস ধরে নিখোঁজ ৷ এখনও তাঁর খোঁজ মেলেনি ৷ তাই দুই সন্তানকে নিয়ে তীব্র ঠান্ডায় ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন কৃষ্ণমুরারি । স্ত্রীর নিখোঁজ হওয়ার পোস্টার ও দুই সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি ।

কৃষ্ণমুরারি গুপ্ত কৈমুর জেলার রামগড় থানা এলাকার বাসিন্দা । আর তাঁর স্ত্রী নুয়া থানার বাসিন্দা । প্রথমে প্রেম, তারপর 2017 সালে বিয়ে ৷ কৃষ্ণ মুরারি গুপ্ত বলেন, "বিয়ের এক বছর পর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায় । সে আমাকে ছেড়ে বহুবার বাড়ি থেকে পালিয়েছে ৷ অনেক সময় প্রশাসনিক হস্তক্ষেপে স্ত্রীকে ফিরিয়ে আনা হয়েছে ।"

আরও পড়ুন: পারিবারিক অশান্তির জের, স্ত্রীর গলা কেটে খুন ব্যক্তির

তাঁর কথায়, "সাত মাস আগে আমার স্ত্রী পালিয়েছে । বাচ্চা দুটোই আমার সঙ্গে আছে । এই বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমার বাড়িতে কেউ নেই । আমি ভিক্ষা করতে চাই না ৷ কিন্তু বাচ্চাদের জন্য এটা করতে হবে । আমার কী করা উচিত ? একটি ভালো চাকরি ছেড়ে দিতে হয়েছে ।"

কৃষ্ণ মুরারি আরও বলেন যে, "আমি আমার দুই নিষ্পাপ সন্তানকে নিয়ে ভিক্ষা করছি ৷ যাতে আমি তাঁদের দুজনকে বড় করতে পারি । আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার সর্বনাশ করছে । আজ আমার অবস্থা ভিখারির চেয়েও খারাপ । দুই সন্তানের জন্মের পর থেকে আমি একাই তাদের বড় করে আসছি । সন্তান জন্ম দেওয়ার পর থেকে স্ত্রী পলাতক । 5 বছরে প্রায় 30 থেকে 35 বার বাড়ি থেকে পালিয়েছে সে ।" কৃষ্ণমুরারি হাতে যে পোস্টারটি নিয়ে ঘুরছেন তাতে লেখা রয়েছে, "আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা পুরুষরা স্বাধীন হইনি ৷"

কৈমুর (বিহার), 6 জানুয়ারি: বউ পালিয়েছে (Wife Runs Away)৷ এই নিয়ে প্রায় 30-35 বার ৷ ছোট দুটি বাচ্চা কোলে নিয়ে অসহায় স্বামী কোনওক্রমে ভিক্ষে করে দিন কাটাচ্ছেন ৷ আর স্ত্রীকে ফিরে পেতে চক্কর কাটছেন পুলিশ স্টেশনে ৷ অবস্থা এতটাই দুর্বিষহ যে তিনি এখন আত্মহননের কথা ভাবছেন (Husband threatened suicide in Kaimur)৷

বিহারের (Bihar News) কৈমুরের রামগড় থানার ধারক গ্রামের ঘটনা । কৃষ্ণমুরারি গুপ্ত নামে ওই ব্যক্তি বলেছেন, "আমার স্ত্রী একবার নয়, 30 থেকে 35 বার আমাকে ছেড়ে পালিয়েছে । ছোট দুটি বাচ্চা । বড় ছেলের বয়স 4 বছর আর মেয়ের বয়স 4 মাস । এই দুটিকে ফেলে রেখে আমি কীভাবে কাজে যাব? কে আমাকে কাজ দেবে ? আমার বাড়িতে কেউ নেই । মা-হারা সন্তান দুটি খুব কষ্টে রয়েছে । স্ত্রী ফিরে না এলে আমি আত্মহত্যা করব ।"

স্ত্রীর 'কীর্তি'তে মৃত্যুবরণের কথা ভাবছেন ওই ব্যক্তি ৷ তাঁর স্ত্রী গত কয়েক মাস ধরে নিখোঁজ ৷ এখনও তাঁর খোঁজ মেলেনি ৷ তাই দুই সন্তানকে নিয়ে তীব্র ঠান্ডায় ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন কৃষ্ণমুরারি । স্ত্রীর নিখোঁজ হওয়ার পোস্টার ও দুই সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি ।

কৃষ্ণমুরারি গুপ্ত কৈমুর জেলার রামগড় থানা এলাকার বাসিন্দা । আর তাঁর স্ত্রী নুয়া থানার বাসিন্দা । প্রথমে প্রেম, তারপর 2017 সালে বিয়ে ৷ কৃষ্ণ মুরারি গুপ্ত বলেন, "বিয়ের এক বছর পর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায় । সে আমাকে ছেড়ে বহুবার বাড়ি থেকে পালিয়েছে ৷ অনেক সময় প্রশাসনিক হস্তক্ষেপে স্ত্রীকে ফিরিয়ে আনা হয়েছে ।"

আরও পড়ুন: পারিবারিক অশান্তির জের, স্ত্রীর গলা কেটে খুন ব্যক্তির

তাঁর কথায়, "সাত মাস আগে আমার স্ত্রী পালিয়েছে । বাচ্চা দুটোই আমার সঙ্গে আছে । এই বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমার বাড়িতে কেউ নেই । আমি ভিক্ষা করতে চাই না ৷ কিন্তু বাচ্চাদের জন্য এটা করতে হবে । আমার কী করা উচিত ? একটি ভালো চাকরি ছেড়ে দিতে হয়েছে ।"

কৃষ্ণ মুরারি আরও বলেন যে, "আমি আমার দুই নিষ্পাপ সন্তানকে নিয়ে ভিক্ষা করছি ৷ যাতে আমি তাঁদের দুজনকে বড় করতে পারি । আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার সর্বনাশ করছে । আজ আমার অবস্থা ভিখারির চেয়েও খারাপ । দুই সন্তানের জন্মের পর থেকে আমি একাই তাদের বড় করে আসছি । সন্তান জন্ম দেওয়ার পর থেকে স্ত্রী পলাতক । 5 বছরে প্রায় 30 থেকে 35 বার বাড়ি থেকে পালিয়েছে সে ।" কৃষ্ণমুরারি হাতে যে পোস্টারটি নিয়ে ঘুরছেন তাতে লেখা রয়েছে, "আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা পুরুষরা স্বাধীন হইনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.