মন্দসাউর (মধ্যপ্রদেশ), 14 ডিসেম্বর : মধ্যপ্রদেশের মান্দসাউরে একটি বিয়ে বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক ব্যক্তি (Man Shot Dead at MP) ৷ যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু রামপালকে নিয়ে তর্কাতর্কির মাঝেই দেবীলাল মিনা নামে ওই ব্যক্তিকে গুলি করা হয় বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে খবর, রামপালের ছবি ওই বিয়ে বাড়ির একটি এলসিডি স্ক্রিনে (Firing at MP marriage function) দেখানো হচ্ছিল ৷ যার প্রতিবাদ করায় শৈলেন্দ্র মিনা এবং তাঁর সঙ্গে থাকা আরও অনেকে দেবীলাল মিনার উপর চড়াও হয় ৷ অভিযোগ বচসা চলাকালীন শৈলেন্দ্র মিনা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালিয়ে দেন ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, বছর পঞ্চান্নর দেবীলাল মিনাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ দেবীলাল মিনা মধ্যপ্রদেশের মন্দসাউর জেলার জামোনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন ৷ এই ঘটনায় মোট 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যাদের মধ্যে 3 জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে ৷ মূল অভিযুক্ত শৈলেন্দ্র মিনা-সহ 12 জন পলাতক ৷ পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷
আরও পড়ুন : Crime : কুলটিতে নাতনির জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি, ভাইরাল ভিডিয়ো
প্রসঙ্গত, স্বঘোষিত ধর্মগুরু রামপালের হরিয়ানার হিসরায় একটি আশ্রম আছে ৷ 2014 সালের নভেম্বর মাসে আশ্রমের মধ্যে খুন, প্রমাণ লোপাট এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে 2018 সালে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয় ৷ বিয়ে বাড়ির এলসিডিতে সেই রামপালের ছবি দেখানোয় প্রতিবাদ জানান দেবীলাল মিনা ৷ আর সেই নিয়ে বচসার জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷ প্রসঙ্গত, ওই বিয়ে বাড়িতে প্রায় 200 জন আমন্ত্রিত ছিলেন ৷ আর সেখানে এলসিডিতে রামপালের ছবি দেখানো নিয়ে গ্রামবাসীরাও আপত্তি জানিয়েছিলেন ৷