ETV Bharat / bharat

Outer Delhi Shootout: পার্কিং নিয়ে বিবাদ, দিল্লিতে প্রতিবেশীকে গুলির অভিযোগে গ্রেফতার যুবক - man shot by neighbor over

প্রতিবেশীকে গুলি করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে (Outer Delhi Shootout) ৷ দিল্লি সংলগ্ন বিকাশনগরের এই ঘটনাটি ঘটেছে (Man Shot at by Neighbour Over Parking Issue) ৷

man-shot-by-neighbor-over-parking-issue-in-outer-delhi
man-shot-by-neighbor-over-parking-issue-in-outer-delhi
author img

By

Published : Oct 21, 2022, 11:54 AM IST

Updated : Oct 21, 2022, 2:46 PM IST

নয়াদিল্লি, 21 অক্টোবর: গাড়ি পার্কিংয়ের সমস্যাকে কেন্দ্র করে প্রতিবেশীকে গুলি করার অভিযোগ যুবকের বিরুদ্ধে (Man Shot at by Neighbour Over Parking Issue) ৷ ঘটনাটি ঘটেছে দিল্লি সংলগ্ন বিকাশনগরে ৷ শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, গত সোমবার সন্ধেবেলা 42 বছরের শের সিংকে তাঁর দোকানের সামনে গুলি করেন অভিযুক্ত যুবক আশিস ৷ তবে গুলিবিদ্ধ শের সিংয়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ৷ পুলিশ খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে আশিসকে গ্রেফতার করেছে (Outer Delhi Shootout) ৷

দিল্লির আউটার ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার সমীর শর্মা জানিয়েছেন, সোমবার সন্ধেবেলা নিজের দোকানের সমানে বসেছিলেন শের সিং ৷ সেই সময় অভিযুক্ত আশিস একটি দেশি আগ্নেয়াস্ত্র নিয়ে শের সিংকে লক্ষ্য করে গুলি চালায় ৷ শের সিংয়ের মাথায় গুলি লাগে বলে পুলিশ জানিয়েছে ৷ ঘটনায় আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে তাঁর শরীর থেকে গুলি বের করা হয় ৷ আপাতত বিপদমুক্ত রয়েছেন শের সিং ৷ তিনি পুলিশকে বয়ান দিয়েছেন ৷

আরও পড়ুন: বেগুসরাইয়ের রাস্তায় দুই সাইকো-কিলারের বন্দুক হামলা, গুলিবিদ্ধ 11

অন্যদিকে, ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত বছর 22’র আশিস ৷ যদিও, তাঁকে 24 ঘণ্টার মধ্যে গন্দানালা এলাকা থেকে গ্রেফতার করে রানহোলা থানার পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে পুলিশকে আশিস জানিয়েছেন, পার্কিং নিয়ে দু’জনের মধ্যে একটা সমস্যা ছিল ৷ পাশাপাশি শের সিংয়ের আচরণে পারিবারিক সমস্যা হয়েছিল বলে দাবি আশিসের। সেই রাগেই শের সিংকে খুনের পরিকল্পনা করেন আশিস ৷ এর জন্য এক বন্ধুর থেকে আশিস ব্যবহৃত দেশি আগ্নেয়াস্ত্র নিয়েছিলেন ৷ ডিসিপি সমীর শর্মা আরও জানিয়েছেন, পুলিশ পরবর্তী তদন্ত করছে ৷ আশিসকে আগ্নেয়াস্ত্র সরবরাহকারীর খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা ৷

নয়াদিল্লি, 21 অক্টোবর: গাড়ি পার্কিংয়ের সমস্যাকে কেন্দ্র করে প্রতিবেশীকে গুলি করার অভিযোগ যুবকের বিরুদ্ধে (Man Shot at by Neighbour Over Parking Issue) ৷ ঘটনাটি ঘটেছে দিল্লি সংলগ্ন বিকাশনগরে ৷ শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, গত সোমবার সন্ধেবেলা 42 বছরের শের সিংকে তাঁর দোকানের সামনে গুলি করেন অভিযুক্ত যুবক আশিস ৷ তবে গুলিবিদ্ধ শের সিংয়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ৷ পুলিশ খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে আশিসকে গ্রেফতার করেছে (Outer Delhi Shootout) ৷

দিল্লির আউটার ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার সমীর শর্মা জানিয়েছেন, সোমবার সন্ধেবেলা নিজের দোকানের সমানে বসেছিলেন শের সিং ৷ সেই সময় অভিযুক্ত আশিস একটি দেশি আগ্নেয়াস্ত্র নিয়ে শের সিংকে লক্ষ্য করে গুলি চালায় ৷ শের সিংয়ের মাথায় গুলি লাগে বলে পুলিশ জানিয়েছে ৷ ঘটনায় আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে তাঁর শরীর থেকে গুলি বের করা হয় ৷ আপাতত বিপদমুক্ত রয়েছেন শের সিং ৷ তিনি পুলিশকে বয়ান দিয়েছেন ৷

আরও পড়ুন: বেগুসরাইয়ের রাস্তায় দুই সাইকো-কিলারের বন্দুক হামলা, গুলিবিদ্ধ 11

অন্যদিকে, ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত বছর 22’র আশিস ৷ যদিও, তাঁকে 24 ঘণ্টার মধ্যে গন্দানালা এলাকা থেকে গ্রেফতার করে রানহোলা থানার পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে পুলিশকে আশিস জানিয়েছেন, পার্কিং নিয়ে দু’জনের মধ্যে একটা সমস্যা ছিল ৷ পাশাপাশি শের সিংয়ের আচরণে পারিবারিক সমস্যা হয়েছিল বলে দাবি আশিসের। সেই রাগেই শের সিংকে খুনের পরিকল্পনা করেন আশিস ৷ এর জন্য এক বন্ধুর থেকে আশিস ব্যবহৃত দেশি আগ্নেয়াস্ত্র নিয়েছিলেন ৷ ডিসিপি সমীর শর্মা আরও জানিয়েছেন, পুলিশ পরবর্তী তদন্ত করছে ৷ আশিসকে আগ্নেয়াস্ত্র সরবরাহকারীর খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা ৷

Last Updated : Oct 21, 2022, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.