নয়াদিল্লি, 23 নভেম্বর: ফের দিল্লিতে খুন (Murder) ৷ এবার গুলি করে খুন করার অভিযোগ উঠল এক যুবতীকে ৷ রাজধানী দিল্লির (Delhi) নরলা এলাকার একটি হোটেলে (Hotel) ঘটনাটি ঘটেছে ৷ প্রবীণ নামের ওই অভিযুক্ত যুবক নিহত যুবতীর বন্ধু ৷ বান্ধবীকে খুনের পর তিনি নিজেই নিজেকে গুলি করেন ৷ আপাতত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৷
পুলিশ (Delhi Police) সূত্রে জানা গিয়েছে, প্রবীণের বিরুদ্ধে আগেই খুনের অভিযোগ উঠেছিল ৷ গৌরব নামে একজনকে খুন করায় তিনি অভিযুক্ত ৷ গত 21 সেপ্টেম্বর সেই ঘটনাটি ঘটেছিল ৷ পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ গত 18 নভেম্বর তিনি জামিন পান ৷ এর পর নরলার ওই হোটেলে তিনি বান্ধবী গীতাকে নিয়ে হাজির হয়েছিলেন ৷
হোটেলের কর্মচারীদের দাবি, প্রথমে প্রবীণ ও গীতার মধ্যে কোনও বিষয় নিয়ে সমস্যা চলছিল ৷ দু’জনের মধ্যে উত্তপ্ত বাদানুবাদও হয় বেশ কিছুক্ষণ ৷ তার পরই তাঁরা গুলির শব্দ শুনতে পান ৷ কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ শোনা যায় ৷ এর পর সেখানে হইচই পড়ে যায় ৷ খবর যায় পুলিশে ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ৷ গীতার বুকে গুলি করা হয়েছে (Man Shoots Female Friend) ৷ আর প্রবীণের মাথায় গুলি লেগেছে ৷ সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ চিকিৎসকরা জানান যে গীতা মারা গিয়েছেন ৷ তবে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ ৷
কিন্তু কেন এই ঘটনা ঘটল, তা প্রশ্ন উঠছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রবীণ ও গীতার পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ ৷ দু’জনের মধ্যে ঠিক কী ধরনের সম্পর্ক ছিল ? কী নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
আরও পড়ুন: দিল্লিতে বাবা ও মা-সহ পরিবারের চার সদস্যকে খুন যুবকের