বেঙ্গালুরু, 10 জানুয়ারি : শারীরিক প্রতিবন্ধীর ভেক ধরে ভিক্ষা (Fake Physically Challenged Beggar) চাইতে গিয়ে জনরোষের মুখে পড়তে হল এক ব্যক্তিকে ৷ সূত্রের খবর, ওই ব্যক্তি নিজের বাঁ-হাতটি জামার ভিতর দিয়ে প্যান্টের মধ্যে ঢুকিয়ে রাখতেন ৷ ফলে বাইরে দেখে মনে হত, তাঁর একটি হাত নেই ৷ আর এভাবে পথে, ঘাটে ভিক্ষা চেয়ে বেড়াতেন তিনি ৷ লোকজন ভিক্ষা দিতেনও ৷ কিন্তু, পরে জানা যায়, পুরোটাই আসলে নাটক ৷ ভিক্ষাবৃত্তির জন্যই প্রতিবন্ধীর ভেক ধরেছিলেন ওই ব্যক্তি ৷ বেঙ্গালুরুর এই ঘটনা নজর কেড়েছে সংবাদমাধ্যমেরও ৷ ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ৷
আরও পড়ুন : Firing in Delhi : মাস্ক পরতে বলল পুলিশ, রেগে গিয়ে শূন্যে গুলি আইনজীবীর
সূত্রের দাবি, অভিযুক্তকে দেখে কয়েকজনের সন্দেহ হয় ৷ তাঁরা ওই ব্যক্তিকে তাঁর কাটা হাতের বাকি অংশ দেখাতে বলেন ৷ তখনই ফেঁসে যান ওই প্রতারক ৷ তাঁর শার্টের বোতাম খুলতেই সামনে চলে আসে প্রতারণা ৷ আর তারপরই ক্ষেপে ওঠেন আশপাশের মানুষজন ৷ তবে সৌভাগ্যক্রমে গণপিটুনির মতো কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি ৷ উল্টে ওই ব্যক্তিকে কড়াভাবে বুঝিয়ে দেওয়া হয়, তিনি যেন আর এমন কাণ্ড না ঘটান ৷ তাহলে তাঁর বিরুদ্ধে আইন মাফিক পদক্ষেপ করা হবে ৷
আরও পড়ুন : Mumbai Airport Accident : মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনা, আগুনের কবলে পুশব্যাক টাগ
কোভিড আবহে বহু মানুষ কর্মহীন ৷ অনেকেরই দু’বেলা দু’মুঠো জোটাতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে ৷ সেখানে এমন ঘটনা কখনই কাম্য নয় বলে মনে করেন ঘটনাস্থলে থাকা মানুষজন ৷ তাঁদের বক্তব্য, এরকম ঠগ, প্রতারকদের জন্যই প্রকৃত অভাবীদের বাকিরা বিশ্বাস করেন না ৷ ফলে তাঁরা সাহায্য পান না ৷ ঘটনাস্থলে যাঁরা ছিলেন, তাঁরা ওই প্রতারককে ভিক্ষাবৃত্তি ও প্রতারণা ছেড়ে পরিশ্রম করে উপার্জন করার পরামর্শ দেন ৷