ETV Bharat / bharat

Elope in Bihar: ক্রস কানেকশন ! প্রাক্তন প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, তাঁর স্ত্রীকে বিয়ে যুবকের - ক্রস কানেকশন

পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী । সেই রাগে, দুঃখে ওই যুবকের স্ত্রী'কে বিয়ে করে বসলেন বিহারের এক বাসিন্দা । ঘটনাটি ঘটেছে বিহারের খাগরিয়াতে (Man marries wife of another man who eloped with his wife) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 3, 2023, 8:04 PM IST

Updated : Mar 3, 2023, 8:44 PM IST

খাগরিয়া, 3 মার্চ: আজব প্রেম কি গজব কাহানি ! চার সন্তান, স্বামীকে ফেলে অন্য পুরুষের হাত ধরেছিলেন বিহারের এক গৃহবধূ । বউ হারানোর রাগে ফের বিয়ের পিঁড়িতে বসলেন স্বামীও । এরকম ঘটনা তো আকছাড়ই ঘটে । তাহলে ? টুইস্ট রয়েছে এরপর । স্বামী বিয়ে করেছেন স্ত্রী'র প্রেমিকার প্রাক্তন সহধর্মিনীকে (Man marries wife of another man who eloped with his wife) ।

ঠিক কী হয়েছে ?

ক্রস কানেকশনটি হয়েছে বিহারের খাগরিয়ায় চৌথাম ব্লকের হারদিয়া গ্রামে । 2009 সালে পসরাহা গ্রামের রুবি দেবীর সঙ্গে বিয়ে হয় নীরজের । দম্পতির চার সন্তান রয়েছে । স্বামী, সন্তান নিয়ে ভালোই দিন কাটছিল । যদিও এতকিছুর পরেও সংসারে মন মজেনি রুবি দেবীর । পসরাহা গ্রামের বাসিন্দা মুকেশের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক শুরু হয় ।

ঘটনাচক্রে মুকেশও বিবাহিত । তারও দুই সন্তান রয়েছে । কিন্তু, ভালোবাসা কোনও আগল মানে না । রুবি ও মুকেশ এই প্রবাদই সত্যি করে 2022 সালের ফেব্রুয়ারিতে পালিয়ে বিয়ে সারেন । দুই মেয়ে ও এক ছেলেকে সঙ্গে নিয়ে সংসার শুরু করেন যুগলে । জানা গিয়েছে, মুকেশের বাড়ি পসরাহা গ্রামে । তাঁর সঙ্গে আগে থেকেই রুবির প্রেমের সম্পর্ক ছিল বলেই পুলিশের ধারনা ।

কহানি মে টুইস্ট:

স্ত্রী'কে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন । ফলে তাঁর কাছে থেকে ধোঁকা পেয়ে ভেঙে পড়েন নীরজ । পসরাহা থানায় মুকেশের বিরুদ্ধে অপহরণের মামলাও দায়ের করেছিলেন তিনি । নীরজ জানান, বহুবার গ্রামে পঞ্চায়েতও হয়েছিল । কিন্তু মুকেশকে কোনওভাবেই শাস্তি দেওয়া যায়নি । প্রতিশোধ নিতে মুকেশের স্ত্রী'র সঙ্গে কথা বলা শুরু করেন । তাঁদের দু'জনের মধ্যেও সম্পর্ক গড়ে ওঠে । 18 ফেব্রুয়ারি তাঁরা গ্রামেরই একটি মন্দিরে বিয়ে সারেন । ঘটনাচক্রে, ওই মহিলার নামও রুবি ।

আরও পড়ুন: পড়ে রইল স্বামী-সংসার, টোটোচালকদের সঙ্গে পালিয়ে গেলেন বাগদার দুই গৃহবধূ !

খাগরিয়া, 3 মার্চ: আজব প্রেম কি গজব কাহানি ! চার সন্তান, স্বামীকে ফেলে অন্য পুরুষের হাত ধরেছিলেন বিহারের এক গৃহবধূ । বউ হারানোর রাগে ফের বিয়ের পিঁড়িতে বসলেন স্বামীও । এরকম ঘটনা তো আকছাড়ই ঘটে । তাহলে ? টুইস্ট রয়েছে এরপর । স্বামী বিয়ে করেছেন স্ত্রী'র প্রেমিকার প্রাক্তন সহধর্মিনীকে (Man marries wife of another man who eloped with his wife) ।

ঠিক কী হয়েছে ?

ক্রস কানেকশনটি হয়েছে বিহারের খাগরিয়ায় চৌথাম ব্লকের হারদিয়া গ্রামে । 2009 সালে পসরাহা গ্রামের রুবি দেবীর সঙ্গে বিয়ে হয় নীরজের । দম্পতির চার সন্তান রয়েছে । স্বামী, সন্তান নিয়ে ভালোই দিন কাটছিল । যদিও এতকিছুর পরেও সংসারে মন মজেনি রুবি দেবীর । পসরাহা গ্রামের বাসিন্দা মুকেশের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক শুরু হয় ।

ঘটনাচক্রে মুকেশও বিবাহিত । তারও দুই সন্তান রয়েছে । কিন্তু, ভালোবাসা কোনও আগল মানে না । রুবি ও মুকেশ এই প্রবাদই সত্যি করে 2022 সালের ফেব্রুয়ারিতে পালিয়ে বিয়ে সারেন । দুই মেয়ে ও এক ছেলেকে সঙ্গে নিয়ে সংসার শুরু করেন যুগলে । জানা গিয়েছে, মুকেশের বাড়ি পসরাহা গ্রামে । তাঁর সঙ্গে আগে থেকেই রুবির প্রেমের সম্পর্ক ছিল বলেই পুলিশের ধারনা ।

কহানি মে টুইস্ট:

স্ত্রী'কে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন । ফলে তাঁর কাছে থেকে ধোঁকা পেয়ে ভেঙে পড়েন নীরজ । পসরাহা থানায় মুকেশের বিরুদ্ধে অপহরণের মামলাও দায়ের করেছিলেন তিনি । নীরজ জানান, বহুবার গ্রামে পঞ্চায়েতও হয়েছিল । কিন্তু মুকেশকে কোনওভাবেই শাস্তি দেওয়া যায়নি । প্রতিশোধ নিতে মুকেশের স্ত্রী'র সঙ্গে কথা বলা শুরু করেন । তাঁদের দু'জনের মধ্যেও সম্পর্ক গড়ে ওঠে । 18 ফেব্রুয়ারি তাঁরা গ্রামেরই একটি মন্দিরে বিয়ে সারেন । ঘটনাচক্রে, ওই মহিলার নামও রুবি ।

আরও পড়ুন: পড়ে রইল স্বামী-সংসার, টোটোচালকদের সঙ্গে পালিয়ে গেলেন বাগদার দুই গৃহবধূ !

Last Updated : Mar 3, 2023, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.