বেঙ্গালুরু, 15 এপ্রিল: জন্মদিন উদযাপনের পর প্রেমিকার গলা কেটে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনা বেঙ্গালুরুর ৷ 24 বছর বয়সি মৃত তরুণীর নাম নভ্যা বলে জানিয়েছে পুলিশ ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ৷ শনিবার পুলিশ জানিয়েছে, ওই তরুণী কর্ণাটক রাজ্য পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে ক্লার্ক পদে চাকরি করতেন। প্রাথমিকভাবে, পরকীয়া সম্পর্কের সন্দেহেই এই খুন বলে মনে করছে পুলিশ ৷ তবে আদৌ কী কারণে খুন করা হল নভ্যাকে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, শুক্রবার রাতে বেঙ্গালুরুতে একসঙ্গে নিজের জন্মদিন উদযাপন করেছিলেন নভ্যা এবং তাঁর প্রেমিক প্রশান্ত ৷ পুলিশের দাবি, জন্মদিনের পার্টি শেষ হওয়ার কয়েক মিনিট পরই বান্ধবীর গলা কেটে হত্যা করে প্রশান্ত। অভিযুক্ত এবং তাঁর বান্ধবী দু'জনেই কনকপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ পুলিশের দাবি, প্রশান্তের সঙ্গে ছয় বছর ধরে সম্পর্ক ছিল নভ্যার। দু'জনে দূর সম্পর্কের আত্মীয় ছিলেন বলেও জানা গিয়েছে।
গত মঙ্গলবার 11 এপ্রিল নভ্যার জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে ওই দিনও একটি পার্টি হয় ৷ কিন্তু প্রশান্ত সেখানে উপস্থিত ছিলেন না বলেই জানা যায় ৷ তাঁর দাবি, ওই দিন ব্যস্ত থাকার দরুণ প্রেমিকার জন্মদিনের অনুষ্ঠানে তিনি যেতে পারেননি ৷ পরে শুক্রবার রাতে আলাদা করে বান্ধবীর জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেন। সেই মতো কেকও কিনে এনেছিলেন তিনি ৷ এরপরই প্রশান্ত ছুরি দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে।
আরও পড়ুন: 'মণীশ সিসোদিয়ার ভেঙে ফেলা ফোনগুলি কাজ করছে, ইডি-সিবিআই জানে', বিস্ফোরক অরবিন্দ
ঘটনার পর নভ্যাকে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ অভিযুক্ত প্রশান্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। রাজাগোপাল নগর থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় প্রশান্ত খুনের কথা স্বীকার করেছেন ৷ কারণ হিসাবে পুলিশ জানাচ্ছে, পরকীয়া সম্পর্কের সন্দেহেই নভ্যাকে খুন করেছেন প্রশান্ত ৷ পাশাপাশি, সাম্প্রতিক সময়ে দু'জনের মধ্যে এই ইস্যুতে একাধিকবার ঝামেলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।