ETV Bharat / bharat

Man Killed Daughter in Jharkhand: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কেই সন্তান ! 10 মাসের শিশুকে আছড়ে মারল বাবা

10 মাসের শিশুকে আছড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির সন্দেহ ছিল তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে সেই সন্তানের জন্ম হয়েছিল ৷

Man Kills Daughter in Jharkhand ETV BHARAT
Man Kills Daughter in Jharkhand
author img

By

Published : May 23, 2023, 9:59 PM IST

লাতেহার (ঝাড়খণ্ড), 23 মে: স্ত্রী’র উপরে সন্দেহ ৷ আর তার জেরে 10 মাসের শিশুকন্যাকে মাটিতে আছড়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলার মহুয়াতলি গ্রামে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত দিলীপ কুজুরের সন্দেহ ছিল তাঁর স্ত্রীর অন্য কোথাও সম্পর্ক রয়েছে ৷ আর 10 মাসের শিশুকন্যাটি তাঁর নয় ৷ তাঁর স্ত্রী কুন্তি মুণ্ডার বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নিয়েছে ৷ আর এই সন্দেহের বশে সোমবার গভীর রাতে দিলীপ কুজুর শিশুটিকে আছাড় মারেন ৷ পুলিশ দিলীপকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, 10 মাস আগে দিলীপ কুজুরের স্ত্রী কুন্তি একটি কন্যা সন্তানের জন্ম দেন ৷ এর আগেও তাঁদের একটি মেয়ে রয়েছে ৷ কিন্তু, দ্বিতীয় সন্তান জন্মের কয়েক মাস পর থেকেই দিলীপ অশান্তি শুরু করেন ৷ কুন্তি পুলিশকে জানিয়েছেন, মেয়ের জন্মের পরে দিলীপের সন্দেহ হয় যে, তাঁর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ৷ আর শিশুকন্যাটি সেই সম্পর্কের থেকে কুন্তির গর্ভে এসেছিল ৷ সেই সন্দেহে প্রায়ই কুন্তির সঙ্গে অশান্তি করতেন দিলীপ ৷ এমনকি তাঁকে মারধরও করতেন ৷

সোমবার রাতেও কুন্তির সঙ্গে শিশুকন্যার জন্ম পরিচয় নিয়ে অশান্তি শুরু করেন দিলীপ কুজুর ৷ অভিযোগ মাঝরাতে হঠাৎই তিনি শিশুটিকে তুলে মাটিতে আছড়ে ফেলেন ৷ ঘটনায় কুন্তির চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে যায় ৷ তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় শিশুকন্যাটি মাটিতে পড়ে আছে ৷ কুন্তির কাছে পুরো ঘটনা শুনে প্রতিবেশীরা অভিযুক্ত দিলীপকে ধরে ফেলে ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ মহুয়াদন্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিলীপ কুজুরকে গ্রেফতার করে ৷ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য লাতেহার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: শিশুকন্যাকে খুন করে কবর ! ময়নাতদন্তের নির্দেশ

পুলিশ কুন্তি মুণ্ডার অভিযোগের ভিত্তিতে দিলীপ কুজুরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, জেরায় দিলীপ দাবি করেছেন, শিশুটি তাঁর ছিল না ৷ অন্য কারও সঙ্গে সম্পর্কের ফলে ওই শিশুটি কুন্তির গর্ভে এসেছিল ৷ যদিও, বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ ৷

লাতেহার (ঝাড়খণ্ড), 23 মে: স্ত্রী’র উপরে সন্দেহ ৷ আর তার জেরে 10 মাসের শিশুকন্যাকে মাটিতে আছড়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলার মহুয়াতলি গ্রামে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত দিলীপ কুজুরের সন্দেহ ছিল তাঁর স্ত্রীর অন্য কোথাও সম্পর্ক রয়েছে ৷ আর 10 মাসের শিশুকন্যাটি তাঁর নয় ৷ তাঁর স্ত্রী কুন্তি মুণ্ডার বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নিয়েছে ৷ আর এই সন্দেহের বশে সোমবার গভীর রাতে দিলীপ কুজুর শিশুটিকে আছাড় মারেন ৷ পুলিশ দিলীপকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, 10 মাস আগে দিলীপ কুজুরের স্ত্রী কুন্তি একটি কন্যা সন্তানের জন্ম দেন ৷ এর আগেও তাঁদের একটি মেয়ে রয়েছে ৷ কিন্তু, দ্বিতীয় সন্তান জন্মের কয়েক মাস পর থেকেই দিলীপ অশান্তি শুরু করেন ৷ কুন্তি পুলিশকে জানিয়েছেন, মেয়ের জন্মের পরে দিলীপের সন্দেহ হয় যে, তাঁর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ৷ আর শিশুকন্যাটি সেই সম্পর্কের থেকে কুন্তির গর্ভে এসেছিল ৷ সেই সন্দেহে প্রায়ই কুন্তির সঙ্গে অশান্তি করতেন দিলীপ ৷ এমনকি তাঁকে মারধরও করতেন ৷

সোমবার রাতেও কুন্তির সঙ্গে শিশুকন্যার জন্ম পরিচয় নিয়ে অশান্তি শুরু করেন দিলীপ কুজুর ৷ অভিযোগ মাঝরাতে হঠাৎই তিনি শিশুটিকে তুলে মাটিতে আছড়ে ফেলেন ৷ ঘটনায় কুন্তির চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে যায় ৷ তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় শিশুকন্যাটি মাটিতে পড়ে আছে ৷ কুন্তির কাছে পুরো ঘটনা শুনে প্রতিবেশীরা অভিযুক্ত দিলীপকে ধরে ফেলে ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ মহুয়াদন্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিলীপ কুজুরকে গ্রেফতার করে ৷ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য লাতেহার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: শিশুকন্যাকে খুন করে কবর ! ময়নাতদন্তের নির্দেশ

পুলিশ কুন্তি মুণ্ডার অভিযোগের ভিত্তিতে দিলীপ কুজুরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, জেরায় দিলীপ দাবি করেছেন, শিশুটি তাঁর ছিল না ৷ অন্য কারও সঙ্গে সম্পর্কের ফলে ওই শিশুটি কুন্তির গর্ভে এসেছিল ৷ যদিও, বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.