ETV Bharat / bharat

স্ত্রী-সন্তানকে পুড়িয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

author img

By

Published : Mar 25, 2021, 7:05 PM IST

Updated : Mar 25, 2021, 7:19 PM IST

স্ত্রী ও দুই ছোট্ট সন্তানকে পুড়িয়ে খুন ৷ বিহারের কাটিহার জেলার ঘটনা ৷ অভিযুক্তকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা৷

man killed his wife and two children by burning in domestic dispute in katihar
স্ত্রী সন্তানকে পুড়িয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

পটনা, 25 মার্চ : পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও দুই সন্তানের গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারল এক ব্য়ক্তি ৷ বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে বিহারের কাটিহার জেলায় ৷ অভিযুক্তের নাম মহম্মদ তাহির ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই ঝগড়া চলছিল মিঞা-বিবির মধ্যে ৷ তার জেরেই এই ঘটনা বলে অনুমান প্রতিবেশীদের ৷ তাঁরা জানান, রাগের মাথায় স্ত্রী ও দুই সন্তানের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তাহির ৷ আক্রান্তদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ কিন্তু মা ও তাঁর দুই শিশু সন্তানকে উদ্ধার করতে পারেননি তাঁরা ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের ৷ একই কথা জানিয়েছেন প্রাণপুর থানার এক পুলিশ আধিকারিকও ৷

এদিকে, ঘটনার পরই সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে তাহির ৷ তখনই তাকে ধরে উত্তম-মধ্যম দেন স্থানীয়রা ৷ এরপর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে প্রেমিকার হাতে খুন বাঙালি যুবক

মনসুর আলম নামে এলাকার এক বাসিন্দা সাংবাদিকদের জানান, তাহির প্রায় রোজই তার স্ত্রীর সঙ্গে অশান্তি করত ৷ স্ত্রী-সন্তানদের ধরে বেধড়ক মারধরও করত ৷ প্রতিবেশীরা কেউ প্রতিবাদ করলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করত সে ৷

ঘটনার তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাহিরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে ৷ কী কারণে এমন নৃশংস কাণ্ড সে ঘটালো, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

পটনা, 25 মার্চ : পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও দুই সন্তানের গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারল এক ব্য়ক্তি ৷ বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে বিহারের কাটিহার জেলায় ৷ অভিযুক্তের নাম মহম্মদ তাহির ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই ঝগড়া চলছিল মিঞা-বিবির মধ্যে ৷ তার জেরেই এই ঘটনা বলে অনুমান প্রতিবেশীদের ৷ তাঁরা জানান, রাগের মাথায় স্ত্রী ও দুই সন্তানের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তাহির ৷ আক্রান্তদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ কিন্তু মা ও তাঁর দুই শিশু সন্তানকে উদ্ধার করতে পারেননি তাঁরা ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের ৷ একই কথা জানিয়েছেন প্রাণপুর থানার এক পুলিশ আধিকারিকও ৷

এদিকে, ঘটনার পরই সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে তাহির ৷ তখনই তাকে ধরে উত্তম-মধ্যম দেন স্থানীয়রা ৷ এরপর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে প্রেমিকার হাতে খুন বাঙালি যুবক

মনসুর আলম নামে এলাকার এক বাসিন্দা সাংবাদিকদের জানান, তাহির প্রায় রোজই তার স্ত্রীর সঙ্গে অশান্তি করত ৷ স্ত্রী-সন্তানদের ধরে বেধড়ক মারধরও করত ৷ প্রতিবেশীরা কেউ প্রতিবাদ করলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করত সে ৷

ঘটনার তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাহিরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে ৷ কী কারণে এমন নৃশংস কাণ্ড সে ঘটালো, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

Last Updated : Mar 25, 2021, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.