ETV Bharat / bharat

Mountain Stairs: ঈশ্বরের কাছে পৌঁছতে পাহাড় কেটে সিঁড়ি তৈরি করলেন প্রৌঢ় !

মন্দিরে পৌঁছতে পাহাড় কেটে সিঁড়ি (Mountain Stairs) তৈরি করলেন বিহারের (Bihar) জেহানাবাদের (Jehanabad) এক বাসিন্দা ৷ সিঁড়ির উচ্চতা প্রায় দেড় হাজার ফুট !

man from Jehanabad built Mountain Stairs to reach to the temple
Mountain Stairs: ঈশ্বরের কাছে যেতে পাহাড় কেটে সিঁড়ি তৈরি করলেন প্রৌঢ় !
author img

By

Published : Dec 1, 2022, 9:53 PM IST

জেহানাবাদ, 1 ডিসেম্বর: উপাস্য দেবতার কাছে পৌঁছতে পাহাড় কেটে সিঁড়ি (Mountain Stairs) তৈরি করলেন এক ব্যক্তি ৷ শুধুমাত্র ছেনি আর হাতুড়ি দিয়ে পাহাড় কেটে দেড় হাজার (1500) ফুট উঁচু সিঁড়ি তৈরি করেছেন বিহারের (Bihar) জেহানাবাদের (Jehanabad) বাসিন্দা গনৌরি পাসওয়ান (50) ৷ এই কাজের তাঁর পুরো পরিবার তাঁকে সহযোগিতা করেছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুলাসগঞ্জ থানা এলাকার জারু বনওয়ারিয়া গ্রামের কাছে একটি উঁচু পাহাড়ে অবস্থিত বাবা যোগেশ্বরনাথের মন্দির ৷ কিন্তু, সেই মন্দিরে ওঠার কোনও সিঁড়ি ছিল না ৷ বদলে পাহাড়ের বিপজ্জনক ঢাল বেয়ে উপরে উঠতে হত পুণ্য়ার্থীদের ৷ এই সমস্যা মেটাতেই পাহাড়ের নীচ থেকে উপরের মন্দির পর্যন্ত সিঁড়ি বানিয়েছেন গনৌরি ও তাঁর পরিবারের বাকি সদস্যরা ৷

সারা বিশ্ব দশরথ মাঝিকে চেনে ৷ তিনি হলেন সেই ব্যক্তি, যিনি আস্ত একটি পাহাড় কেটে স্ত্রী'র জন্য পথ তৈরি করেছিলেন ৷ তাঁর পদাঙ্ক অনুসরণ করেই গনৌরি মন্দিরে পৌঁছনোর সিঁড়ি তৈরি করেছেন বলে দাবি করেছেন ৷ গত আট বছর ধরে এই কাজ করছেন তিনি ৷ সব মিলিয়ে তৈরি করেছেন অন্তত 400টি ধাপ ৷ এর জন্য দিনরাত পরিশ্রম করতে হয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: মদ্যপান করে আগে মরার বাজি ! প্রাণ গেল একজনের, অন্যজন হাজতে

সংবাদমাধ্যমকে গনৌরি জানান, অন্য অনেক ভক্তের মতো তিনিও যেতেন যোগেশ্বরনাথের মন্দিরে ৷ সেখানে নিয়মিত আরতি, নাম-সংকীর্তন হত ৷ কিন্তু, যাতায়াত করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়তেন ৷ এমনকী, পাহাড়ি ঢাল বেয়ে উপরে উঠতে গিয়ে আহতও হয়েছেন অনেকে ৷ বিশেষ করে মহিলা ও প্রবীণরা মন্দিরে যেতে পারতেন না ৷ তাই মন্দির পর্যন্ত যাতায়াতের জন্য একটি সহজ পথ তৈরির সিদ্ধান্ত নেন গনৌরি ৷ কোনও সরকারি বা প্রশাসনিক সহযোগিতার আশা না-করেই শুরু করেন পাহাড়ে কুঁদে সিঁড়ি তৈরির কাজ ৷

গনৌরি একসময় ট্রাকচালক ছিলেন ৷ তাছাড়া, রাজমিস্ত্রীর কাজও জানেন ৷ এই দু'টি কাজেই অনেক পরিশ্রম করতে হয় ৷ সেই কারণেই তাঁর পক্ষে পাহাড় কেটে সিঁড়ি তৈরি করা সম্ভব হয়েছে বলে মনে করেন এই প্রৌঢ় ৷ তবে, পরিবারের সদস্যরা পাশে না-থাকলে এই কাজ যে অত্যন্ত কঠিন হত, তাও মানছেন তিনি ৷

জেহানাবাদ, 1 ডিসেম্বর: উপাস্য দেবতার কাছে পৌঁছতে পাহাড় কেটে সিঁড়ি (Mountain Stairs) তৈরি করলেন এক ব্যক্তি ৷ শুধুমাত্র ছেনি আর হাতুড়ি দিয়ে পাহাড় কেটে দেড় হাজার (1500) ফুট উঁচু সিঁড়ি তৈরি করেছেন বিহারের (Bihar) জেহানাবাদের (Jehanabad) বাসিন্দা গনৌরি পাসওয়ান (50) ৷ এই কাজের তাঁর পুরো পরিবার তাঁকে সহযোগিতা করেছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুলাসগঞ্জ থানা এলাকার জারু বনওয়ারিয়া গ্রামের কাছে একটি উঁচু পাহাড়ে অবস্থিত বাবা যোগেশ্বরনাথের মন্দির ৷ কিন্তু, সেই মন্দিরে ওঠার কোনও সিঁড়ি ছিল না ৷ বদলে পাহাড়ের বিপজ্জনক ঢাল বেয়ে উপরে উঠতে হত পুণ্য়ার্থীদের ৷ এই সমস্যা মেটাতেই পাহাড়ের নীচ থেকে উপরের মন্দির পর্যন্ত সিঁড়ি বানিয়েছেন গনৌরি ও তাঁর পরিবারের বাকি সদস্যরা ৷

সারা বিশ্ব দশরথ মাঝিকে চেনে ৷ তিনি হলেন সেই ব্যক্তি, যিনি আস্ত একটি পাহাড় কেটে স্ত্রী'র জন্য পথ তৈরি করেছিলেন ৷ তাঁর পদাঙ্ক অনুসরণ করেই গনৌরি মন্দিরে পৌঁছনোর সিঁড়ি তৈরি করেছেন বলে দাবি করেছেন ৷ গত আট বছর ধরে এই কাজ করছেন তিনি ৷ সব মিলিয়ে তৈরি করেছেন অন্তত 400টি ধাপ ৷ এর জন্য দিনরাত পরিশ্রম করতে হয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: মদ্যপান করে আগে মরার বাজি ! প্রাণ গেল একজনের, অন্যজন হাজতে

সংবাদমাধ্যমকে গনৌরি জানান, অন্য অনেক ভক্তের মতো তিনিও যেতেন যোগেশ্বরনাথের মন্দিরে ৷ সেখানে নিয়মিত আরতি, নাম-সংকীর্তন হত ৷ কিন্তু, যাতায়াত করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়তেন ৷ এমনকী, পাহাড়ি ঢাল বেয়ে উপরে উঠতে গিয়ে আহতও হয়েছেন অনেকে ৷ বিশেষ করে মহিলা ও প্রবীণরা মন্দিরে যেতে পারতেন না ৷ তাই মন্দির পর্যন্ত যাতায়াতের জন্য একটি সহজ পথ তৈরির সিদ্ধান্ত নেন গনৌরি ৷ কোনও সরকারি বা প্রশাসনিক সহযোগিতার আশা না-করেই শুরু করেন পাহাড়ে কুঁদে সিঁড়ি তৈরির কাজ ৷

গনৌরি একসময় ট্রাকচালক ছিলেন ৷ তাছাড়া, রাজমিস্ত্রীর কাজও জানেন ৷ এই দু'টি কাজেই অনেক পরিশ্রম করতে হয় ৷ সেই কারণেই তাঁর পক্ষে পাহাড় কেটে সিঁড়ি তৈরি করা সম্ভব হয়েছে বলে মনে করেন এই প্রৌঢ় ৷ তবে, পরিবারের সদস্যরা পাশে না-থাকলে এই কাজ যে অত্যন্ত কঠিন হত, তাও মানছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.