ETV Bharat / bharat

Youth Murdered by Cobra: নতুন প্রেমে কাঁটা পুরনো প্রেমিককে খুন, কোবরা 'ভাড়া' করল প্রেমিকা - allegedly planned by his girlfriend

প্রেমিকা অন্য একটি পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ আর তাতে বাধা হয়ে দাঁড়ান বর্তমান প্রেমিক ৷ তাই প্রেমিককে খুনের ছক কষেছিল প্রেমিকা ৷ কোবরার এক ছোবলেই শেষ হল প্রেমিকের জীবন ৷

ETV Bharat
প্রেমিককে খুন
author img

By

Published : Jul 19, 2023, 1:17 PM IST

Updated : Jul 19, 2023, 1:32 PM IST

হলদোয়ানি (উত্তরাখণ্ড), 19 জুলাই: প্রেমিককে খুন করতে অভিনব পন্থার সন্ধান প্রেমিকার ৷ নিজের বাড়িতে ডেকে পাঠিয়ে ভাড়া করা সাপুড়ের কাছে থাকা কোবরার ছোবলের সাহায্যে প্রেমিককে খুন করানোর অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ৷ এমন গা শিউরে ওঠা ঘটনাই ঘটেছে উত্তরাখণ্ডের হলদোয়ানিতে ৷ এই ঘটনা স্যর আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী 'দ্য স্পেকেল্ড ব্যান্ড'-এর কথা মনে করিয়ে দেয় ৷ সেখানে ডাঃ রয়লট একটি বিষাক্ত সাপকে পুষেছিলেন ৷ পরে সেই সাপটিই তাঁর সৎ-মেয়েকে কামড়ায় এবং তাতে মৃত্যু হয় মেয়েটির ৷ এই রহস্য সমাধান করেছিলেন তুখোড় গোয়েন্দা শার্লক হোমস ৷

15 জুলাই অঙ্কিত চৌহানের নিথর দেহ খুঁজে পাওয়া যায় রামপুর রোডে ৷ তিন পানি বাইপাস রোডে অঙ্কিতের গাড়ির ব্যাকসিটেই ছিল তাঁর মৃতদেহটি ৷ অঙ্কিতের একটি গাড়ির শোরুম আছে ৷ প্রথমে অনুমান করা হয়েছিল যে, শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে অঙ্কিতের ৷ পরে তাঁর দেহটি ভালোভাবে পরীক্ষা করার পর পায়ের কাছে একটি চিহ্ন দেখতে পাওয়া যায় ৷ সেটি সাপের কামড়ের চিহ্ন ৷ এতেই সন্দেহ হয় অঙ্কিতের পরিবারের ৷ অঙ্কিতের বোন ঈশা চৌহান পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ৷ তিনি পুলিশকে জানান, 14 জুলাই ভাই অঙ্কিত এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ তারপরই তাঁকে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন: বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকের সঙ্গে অভিসারে তরুণী, ধরা পড়তেই চলল গণধোলাই

তদন্তে মাহি নামে এক তরুণীর কথা উঠে আসে ৷ তিনি গোরাপাদভের বাসিন্দা ৷ তার সঙ্গে অঙ্কিতের প্রণয়ের সম্পর্ক ছিল। এরই মধ্যে মাহি দীপক কান্ডাপল নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ অঙ্কিত চৌহান যাতে এর মধ্যে বাধা হয়ে না-দাঁড়ার তারই পথ খুঁজছিল মাহি ৷ অঙ্কিতের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে মাহি তাঁকে খুনের পরিকল্পনা করে ৷ আর সেই জন্য উধম সিং নগরের এক সাপুড়ের সঙ্গে যোগাযোগ করে সে ৷

14 জুলাই মাহি অঙ্কিত চৌহানকে তার বাড়িতে আসতে বলে ৷ অভিযোগ, মাহি ছক কষে যাতে ওই সাপুড়ের কাছে থাকা বিষাক্ত কোবরার ছোবলে অঙ্কিতের মৃত্যু নিশ্চিত হয় ৷ সেই অনুযায়ী কাজ হয় ৷ কোবরার ছোবলে জ্ঞান হারিয়ে ফেলে অঙ্কিত ৷ সাপুড়ে ও মাহি মিলে অঙ্কিতের দেহ তার গাড়ির পিছনের সিটে রেখে দেয় ৷ পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশের অনুমান, এই নৃশংস কাজে মাহিকে সাহায্য করেছিলেন তাঁরই এক পরিচারিকা ৷ উদ্ধারের পর অঙ্কিতের দেহের ময়নাতদন্ত হয়। জানা যায় সাপের বিষেই তাঁর মৃত্যু হয়েছে ৷ এরপর পুলিশ ওই সাপুড়ে রামনাথকে গ্রেফতার করে ৷ তবে মাহি, দীপ এবং ওই পরিচারিকা এখনও পলাতক ৷ পুলিশ তাঁদের সন্ধান পায়নি ৷ পুলিশ মনে করছে, দীপের সঙ্গে প্রেমের সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল অঙ্কিত ৷ তাঁকে সরাতেই এই খুন ৷

আরও পড়ুন: বর্ধমানের সংশোধনাগারে আলাপ থেকে প্রেম, প্যারোলে হল বিয়ে; এবার মুক্তির অপেক্ষায় বন্দি দম্পতি

হলদোয়ানি (উত্তরাখণ্ড), 19 জুলাই: প্রেমিককে খুন করতে অভিনব পন্থার সন্ধান প্রেমিকার ৷ নিজের বাড়িতে ডেকে পাঠিয়ে ভাড়া করা সাপুড়ের কাছে থাকা কোবরার ছোবলের সাহায্যে প্রেমিককে খুন করানোর অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ৷ এমন গা শিউরে ওঠা ঘটনাই ঘটেছে উত্তরাখণ্ডের হলদোয়ানিতে ৷ এই ঘটনা স্যর আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী 'দ্য স্পেকেল্ড ব্যান্ড'-এর কথা মনে করিয়ে দেয় ৷ সেখানে ডাঃ রয়লট একটি বিষাক্ত সাপকে পুষেছিলেন ৷ পরে সেই সাপটিই তাঁর সৎ-মেয়েকে কামড়ায় এবং তাতে মৃত্যু হয় মেয়েটির ৷ এই রহস্য সমাধান করেছিলেন তুখোড় গোয়েন্দা শার্লক হোমস ৷

15 জুলাই অঙ্কিত চৌহানের নিথর দেহ খুঁজে পাওয়া যায় রামপুর রোডে ৷ তিন পানি বাইপাস রোডে অঙ্কিতের গাড়ির ব্যাকসিটেই ছিল তাঁর মৃতদেহটি ৷ অঙ্কিতের একটি গাড়ির শোরুম আছে ৷ প্রথমে অনুমান করা হয়েছিল যে, শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে অঙ্কিতের ৷ পরে তাঁর দেহটি ভালোভাবে পরীক্ষা করার পর পায়ের কাছে একটি চিহ্ন দেখতে পাওয়া যায় ৷ সেটি সাপের কামড়ের চিহ্ন ৷ এতেই সন্দেহ হয় অঙ্কিতের পরিবারের ৷ অঙ্কিতের বোন ঈশা চৌহান পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ৷ তিনি পুলিশকে জানান, 14 জুলাই ভাই অঙ্কিত এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ তারপরই তাঁকে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন: বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকের সঙ্গে অভিসারে তরুণী, ধরা পড়তেই চলল গণধোলাই

তদন্তে মাহি নামে এক তরুণীর কথা উঠে আসে ৷ তিনি গোরাপাদভের বাসিন্দা ৷ তার সঙ্গে অঙ্কিতের প্রণয়ের সম্পর্ক ছিল। এরই মধ্যে মাহি দীপক কান্ডাপল নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ অঙ্কিত চৌহান যাতে এর মধ্যে বাধা হয়ে না-দাঁড়ার তারই পথ খুঁজছিল মাহি ৷ অঙ্কিতের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে মাহি তাঁকে খুনের পরিকল্পনা করে ৷ আর সেই জন্য উধম সিং নগরের এক সাপুড়ের সঙ্গে যোগাযোগ করে সে ৷

14 জুলাই মাহি অঙ্কিত চৌহানকে তার বাড়িতে আসতে বলে ৷ অভিযোগ, মাহি ছক কষে যাতে ওই সাপুড়ের কাছে থাকা বিষাক্ত কোবরার ছোবলে অঙ্কিতের মৃত্যু নিশ্চিত হয় ৷ সেই অনুযায়ী কাজ হয় ৷ কোবরার ছোবলে জ্ঞান হারিয়ে ফেলে অঙ্কিত ৷ সাপুড়ে ও মাহি মিলে অঙ্কিতের দেহ তার গাড়ির পিছনের সিটে রেখে দেয় ৷ পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশের অনুমান, এই নৃশংস কাজে মাহিকে সাহায্য করেছিলেন তাঁরই এক পরিচারিকা ৷ উদ্ধারের পর অঙ্কিতের দেহের ময়নাতদন্ত হয়। জানা যায় সাপের বিষেই তাঁর মৃত্যু হয়েছে ৷ এরপর পুলিশ ওই সাপুড়ে রামনাথকে গ্রেফতার করে ৷ তবে মাহি, দীপ এবং ওই পরিচারিকা এখনও পলাতক ৷ পুলিশ তাঁদের সন্ধান পায়নি ৷ পুলিশ মনে করছে, দীপের সঙ্গে প্রেমের সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল অঙ্কিত ৷ তাঁকে সরাতেই এই খুন ৷

আরও পড়ুন: বর্ধমানের সংশোধনাগারে আলাপ থেকে প্রেম, প্যারোলে হল বিয়ে; এবার মুক্তির অপেক্ষায় বন্দি দম্পতি

Last Updated : Jul 19, 2023, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.