ETV Bharat / bharat

Love Sex Aur Dhoka: 'পরকীয়া-খুন' ! ডিল এবং আরেকটা হত্যা! প্রকাশ্যে অন্ধ্রপ্রদেশের অপরাধ চক্র

একই গ্রামে এক বন্ধু বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ এর প্রতিবাদ করতে গিয়ে তিনি খুন হন তাঁরই ছোটবেলার বন্ধুর হাতে ৷ এতেই গল্প শেষ নয় ! ত্রিকোণ প্রেমের এই গল্পে আসে নয়া মোড় (Extra Marital Affair and Murder in AP) ?

Andhra Pradesh Murder
ETV Bharat
author img

By

Published : Oct 5, 2022, 1:32 PM IST

অমরাবতী, 5 অক্টোবর: পরকীয়া ! প্রতিবাদ ! খুন ! গ্রেফতার ! আবার খুন ! একদম লাভ, সেক্স আর ধোকা ৷ সিনেমা নয় ঘোর বাস্তব ৷ জুলাই মাসে একটি খুনের কিনারা করতে গিয়ে পুলিশের সামনে আরেকটা খুন ৷ আর দুটো ঘটনার মধ্যে রয়েছে শিহরণ জাগানো সংযোগ । ঘটনায় ইতিমধ্যেই দু'জন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে (Man arrested over settling a murder case in Krishna Andhra Pradesh) ৷

পরকীয়া-খুন-গ্রেফতারি (Extra Marital Affair and Murder and Arrest)

26 জুলাই, 2022 ৷ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার থোটলাভাল্লুর মণ্ডলে ছগন্তিপুরার আল্লাভারীপালেম গ্রাম ৷ শ্রীকান্ত রেড্ডি আর গাড়িকোয়া শ্রীনিবাস রেড্ডি (38) দুই বন্ধু ৷ শ্রীকান্ত নাকি গ্রামেরই আরেক বিবাহিত মহিলা মিথুনার সঙ্গে প্রেমে সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ বন্ধু শ্রীনিবাস তাঁর এই বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেন এবং এ থেকে বেরিয়ে আসার জন্য বন্ধুকে চাপ দেন ৷ শোনা যায়, এখানে একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল ৷ মানে শ্রীকান্ত-মিথুনা আর শ্রীনিবাস ৷ যদিও এর সত্যতা নিয়ে সন্দেহ আছে ৷

পুলিশ সূত্র অনুযায়ী, 25 জুলাই রাতে শ্রীনিবাসকে নেমন্তন্ন করে ডেকে পাঠায় মিথুনা ৷ শ্রীকান্তই মিথুনাকে ফোন করতে বলেছিলেন ৷ শ্রীনিবাস রাজি হয়ে যান ৷ 26 জুলাই ভোর ভোর শ্রীকান্ত সেখানে পৌঁছন এবং ছোটবেলার বন্ধু শ্রীনিবাসকে খুন করে বলে অভিযোগ ৷ পরে শ্রীকান্ত এবং মিথুনা- দু'জনকেই পুলিশ গ্রেফতার করে এবং জেলে পাঠায় ৷

আরও পড়ুন: পরকীয়া ! স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতেনাতে পাকড়াও স্ত্রী'র

কাহানি মে টুইস্ট-

অপরাধের গল্পটা এখানেই শেষ হতে পারত ৷ কিন্তু মঞ্চে হাজির হলেন নরেন্দ্র রেড্ডি ৷ তিনি পাশের ভদ্রিরাজুপালেন গ্রামের বাসিন্দা ৷ নরেন্দ্র শ্রীকান্তের বাবার সঙ্গে যোগাযোগ করেন ৷ পরিবারকে জানান, তিনি পুলিশের সঙ্গে কথা বলে একটি 'ডিল' করে শ্রীকান্তকে জেল থেকে বের করে আনবেন ৷ এর জন্য 1 কোটি 50 লক্ষ টাকা লাগবে ৷

প্রথমে 22 লক্ষ টাকা লাগবে ৷ তাহলে তদন্তকারী অফিসার এই 'সেটলমেন্ট'টা শুরু করবেন বলে জানান নরেন্দ্র ৷ আবার কাহানি মে টুইস্ট ৷ ওই এক গ্রামেরই পুচাক্কায়ালা শ্রীনিবাস রেড্ডি, নরেন্দ্র আর শ্রীকান্তের পরিবারের মধ্যে কোটি টাকার 'ডিল' জানতে পারে ৷ মাঝখানে ঢুকে এই ডিলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ৷

সেও শ্রীকান্তের পরিবারের কাছে গিয়ে মাত্র 20 লক্ষ টাকায় পুরো ব্যাপারটা 'সেটলমেন্টে'র আশ্বাস দেয় ৷ এদিকে নরেন্দ্র বুঝতে পারে যে তার কোটি টাকার ডিল হাতের বাইরে চলে যাচ্ছে ৷ সুতরাং, নরেন্দ্র পুচাক্কায়ালাকে খুনের ষড়যন্ত্র করে ৷ এক পুলিশ আধিকারিক জানান, 20 সেপ্টেম্বর রাতে নরেন্দ্র একজন ওয়াইএসআরসিপি নেতার গাড়ি নিয়ে পুচাক্কায়ালাকে ডেকে পাঠায় ৷ জানায়, তার সঙ্গে দুটো ডিল নিয়ে আলোচনা করতে হবে ৷

যাাইহোক, কুকুর বাঁধার চেন দিয়ে নরেন্দ্র, পুচাক্কায়ালাকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ ৷ তারপর মৃতদেহটি বাল্লিপুরায় একটি গর্তের মধ্যে পুঁতে দেয় ৷ ইতিমধ্যে আথুকুরু পুলিশ শ্রীনিবাস খুন এবং শ্রীকান্তর ডিল নিয়ে নরেন্দ্রকে গ্রেফতার করে ৷ তাকে জেরা করতেই পুচাক্কায়ালাকে খুনের ঘটনাটা সামনে আসে ৷ কৃষ্ণার এসপি পি জোসুয়ার কাছে পুরো ঘটনাটির রিপোর্ট যায় ৷ সূত্রে জানা গিয়েছে, এসপির হস্তক্ষেপে কর্তব্যে গাফিলতির অভিযোগে দু'জন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে ৷ অতিরিক্ত এসপিকে এর তদন্তভার দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, বহরমপুরে বাড়িতে ডেকে খুন

অমরাবতী, 5 অক্টোবর: পরকীয়া ! প্রতিবাদ ! খুন ! গ্রেফতার ! আবার খুন ! একদম লাভ, সেক্স আর ধোকা ৷ সিনেমা নয় ঘোর বাস্তব ৷ জুলাই মাসে একটি খুনের কিনারা করতে গিয়ে পুলিশের সামনে আরেকটা খুন ৷ আর দুটো ঘটনার মধ্যে রয়েছে শিহরণ জাগানো সংযোগ । ঘটনায় ইতিমধ্যেই দু'জন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে (Man arrested over settling a murder case in Krishna Andhra Pradesh) ৷

পরকীয়া-খুন-গ্রেফতারি (Extra Marital Affair and Murder and Arrest)

26 জুলাই, 2022 ৷ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার থোটলাভাল্লুর মণ্ডলে ছগন্তিপুরার আল্লাভারীপালেম গ্রাম ৷ শ্রীকান্ত রেড্ডি আর গাড়িকোয়া শ্রীনিবাস রেড্ডি (38) দুই বন্ধু ৷ শ্রীকান্ত নাকি গ্রামেরই আরেক বিবাহিত মহিলা মিথুনার সঙ্গে প্রেমে সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ বন্ধু শ্রীনিবাস তাঁর এই বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেন এবং এ থেকে বেরিয়ে আসার জন্য বন্ধুকে চাপ দেন ৷ শোনা যায়, এখানে একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল ৷ মানে শ্রীকান্ত-মিথুনা আর শ্রীনিবাস ৷ যদিও এর সত্যতা নিয়ে সন্দেহ আছে ৷

পুলিশ সূত্র অনুযায়ী, 25 জুলাই রাতে শ্রীনিবাসকে নেমন্তন্ন করে ডেকে পাঠায় মিথুনা ৷ শ্রীকান্তই মিথুনাকে ফোন করতে বলেছিলেন ৷ শ্রীনিবাস রাজি হয়ে যান ৷ 26 জুলাই ভোর ভোর শ্রীকান্ত সেখানে পৌঁছন এবং ছোটবেলার বন্ধু শ্রীনিবাসকে খুন করে বলে অভিযোগ ৷ পরে শ্রীকান্ত এবং মিথুনা- দু'জনকেই পুলিশ গ্রেফতার করে এবং জেলে পাঠায় ৷

আরও পড়ুন: পরকীয়া ! স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতেনাতে পাকড়াও স্ত্রী'র

কাহানি মে টুইস্ট-

অপরাধের গল্পটা এখানেই শেষ হতে পারত ৷ কিন্তু মঞ্চে হাজির হলেন নরেন্দ্র রেড্ডি ৷ তিনি পাশের ভদ্রিরাজুপালেন গ্রামের বাসিন্দা ৷ নরেন্দ্র শ্রীকান্তের বাবার সঙ্গে যোগাযোগ করেন ৷ পরিবারকে জানান, তিনি পুলিশের সঙ্গে কথা বলে একটি 'ডিল' করে শ্রীকান্তকে জেল থেকে বের করে আনবেন ৷ এর জন্য 1 কোটি 50 লক্ষ টাকা লাগবে ৷

প্রথমে 22 লক্ষ টাকা লাগবে ৷ তাহলে তদন্তকারী অফিসার এই 'সেটলমেন্ট'টা শুরু করবেন বলে জানান নরেন্দ্র ৷ আবার কাহানি মে টুইস্ট ৷ ওই এক গ্রামেরই পুচাক্কায়ালা শ্রীনিবাস রেড্ডি, নরেন্দ্র আর শ্রীকান্তের পরিবারের মধ্যে কোটি টাকার 'ডিল' জানতে পারে ৷ মাঝখানে ঢুকে এই ডিলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ৷

সেও শ্রীকান্তের পরিবারের কাছে গিয়ে মাত্র 20 লক্ষ টাকায় পুরো ব্যাপারটা 'সেটলমেন্টে'র আশ্বাস দেয় ৷ এদিকে নরেন্দ্র বুঝতে পারে যে তার কোটি টাকার ডিল হাতের বাইরে চলে যাচ্ছে ৷ সুতরাং, নরেন্দ্র পুচাক্কায়ালাকে খুনের ষড়যন্ত্র করে ৷ এক পুলিশ আধিকারিক জানান, 20 সেপ্টেম্বর রাতে নরেন্দ্র একজন ওয়াইএসআরসিপি নেতার গাড়ি নিয়ে পুচাক্কায়ালাকে ডেকে পাঠায় ৷ জানায়, তার সঙ্গে দুটো ডিল নিয়ে আলোচনা করতে হবে ৷

যাাইহোক, কুকুর বাঁধার চেন দিয়ে নরেন্দ্র, পুচাক্কায়ালাকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ ৷ তারপর মৃতদেহটি বাল্লিপুরায় একটি গর্তের মধ্যে পুঁতে দেয় ৷ ইতিমধ্যে আথুকুরু পুলিশ শ্রীনিবাস খুন এবং শ্রীকান্তর ডিল নিয়ে নরেন্দ্রকে গ্রেফতার করে ৷ তাকে জেরা করতেই পুচাক্কায়ালাকে খুনের ঘটনাটা সামনে আসে ৷ কৃষ্ণার এসপি পি জোসুয়ার কাছে পুরো ঘটনাটির রিপোর্ট যায় ৷ সূত্রে জানা গিয়েছে, এসপির হস্তক্ষেপে কর্তব্যে গাফিলতির অভিযোগে দু'জন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে ৷ অতিরিক্ত এসপিকে এর তদন্তভার দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, বহরমপুরে বাড়িতে ডেকে খুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.