নুহ (হরিয়ানা), 2 সেপ্টেম্বর: শনিবার হরিয়ানার গাঙ্গোলি গ্রামে একই পরিবারের চারজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে ৷ মৃতদের মধ্যে এক ব্যক্তি এবং তাঁর তিন সন্তান রয়েছে ৷ মৃত জিতানের স্ত্রী পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷ তবে, এই চারজনের মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷ পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে বিষক্রিয়ায় মৃত্যু বলে মনে করা হচ্ছে ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না এলে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ৷
পুলিশ সূত্রে খবর, আজ সকালে হরিয়ানার গাঙ্গোলি গ্রামের বাসিন্দা 38 বছরের জিতান এবং তাঁর তিন সন্তানের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৷ বাকি তিনজন হল, 12 বছরের ছেলে খিলাদ, 10 বছরের মেয়ে রাধিকা এবং 8 বছরের ছেলে প্রিকাংশু ৷ আজ সকালে এই চারজনের দেহ উদ্ধার হয় ৷ তবে, জিতানের স্ত্রীর কোনও খবর পাওয়া যাচ্ছে না ৷ পুলিশের অনুমান জিতানের স্ত্রীর হাত রয়েছে সকলের মৃত্যুর পিছনে ৷ তিনি স্বামী এবং 3 সন্তানকে বিষ খাইয়ে মেরে থাকতে পারেন ৷ তবে, কীভাবে ওই বিষ মৃতদের শরীরে গেল ? তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়, মৃতার মেয়েকে হুমকি দেওয়ার অভিযোগ
নুহ জেলার ডেপুটি পুলিশ সুপার জিতেন্দ্র রানা জানিয়েছেন, এই মৃত্যুর ঘটনায় মহিলার বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়নি ৷ লিখিত অভিযোগ পেলে, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে ৷ তবে, পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলারুজু করা হয়েছে ৷ আর মৃত্যুর কারণ নিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে বিষক্রিয়া মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না এলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় ৷ তবে, মৃত জিতানের স্ত্রীর খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা ৷