ETV Bharat / bharat

Man Killed Wife in Uttar Pradesh: সন্তানদের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে - Uttar Pradesh Crime

Man Allegedly Strangled Wife Inside Car in Sultanpur: স্ত্রীয়ের চরিত্র নিয়ে সন্দেহ ৷ আর তার জেরে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ৷ ঘটনার সময় তাঁদের দুই সন্তান সেখানে উপস্থিত ছিল ৷

Man Killed Wife in Uttar Pradesh ETV BHARAT
সন্তানদের সামনেই শ্বাসরোধ
author img

By

Published : Aug 13, 2023, 5:29 PM IST

সুলতানপুর, 13 অগস্ট: সন্দেহের জেরে স্ত্রীকে গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ তাও আবার দুই সন্তানের সামনে ৷ আজ সকালে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ৷ জানা গিয়েছে, স্ত্রীকে খুনের পর তাঁর দেহ নিয়ে দীর্ঘক্ষণ গাড়ির মধ্যেই বসেছিলেন অভিযুক্ত রাহুল মিশ্র ৷ পুলিশের টহলদারি ভ্যান এক্সপ্রেসওয়েতে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় ৷ কী বিষয় তা জানতে গাড়ির কাছে গেলে, মহিলার লাশ-সহ দু’টি বাচ্চা এবং চালকের আসনে রাহুলকে বসে থাকতে দেখে ৷ পুলিশ রাহুল মিশ্রকে গ্রেফতার করেছে ৷

তদন্তকারী আধিকারিক বলদিরায় রমেশ কুমার জানিয়েছে, আজ সকালে উন্নাও জেলার বাসিন্দা রাহুল মিশ্র এবং তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন ৷ তাঁরা বর্তমানে লখনউতে থাকেন ৷ এ দিন রাহুল তাঁর পরিবারকে নিয়ে রায়বরেলিতে শ্বশুরবাড়ির যাওয়ার জন্য বেরোন ৷ কিন্তু, মাঝরাস্তায় গাড়ি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে নিয়ে নেন রাহুল ৷ মাজেশ মোড়ে গাড়ি রাস্তার ধারে দাঁড় করান রাহুল ৷ এর পর স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ ৷ দীর্ঘক্ষণ রাস্তার ধারে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয় ৷ তখন ওই এলাকায় থাকা টহলদারি ভ্যানকে মাজেশ মোড়ে পাঠানো হয় ৷

টহলদারি ভ্যানের পুলিশ কর্মীরা গাড়ির কাছে গিয়ে চমকে যান ৷ পুলিশ জানিয়েছে, চালকের পাশের আসনে এক মহিলাকে তারা সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান ৷ আর পিছনের আসনে দু’টি বাচ্চা বসেছিল চুপচাপ ৷ চালকের আসনে এক ব্যক্তি ছিলেন ৷ পুলিশ গাড়ির দরজা খুলতে বললেও, তিনি খুলছিলেন না ৷ এরপর লক ভেঙে দরজা খুলে রাহুল মিশ্রকে বের করেন পুলিশ কর্মীরা ৷ তখন পিছনের আসনে বসে থাকা বাচ্চারা জানায় পুরো ঘটনা ৷ এর পর স্থানীয় কুরেভর থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করেছে ৷ রাহুল মিশ্রকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন: দ্বিতীয় বিয়েতে বাধা, দেরাদুনে 2 কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত বাবা !

এই পুরো ঘটনায় মৃত মহিলার বাবা জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করিয়েছেন ৷ তিনি অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের চরিত্র নিয়ে সন্দেহপ্রকাশ করতেন রাহুল ৷ এ নিয়ে দু’জনের মধ্যে প্রায় অশান্তি হত ৷ 2008 সালে প্রেম করে বিয়ে করেছিলেন দু’জনে ৷ তা সত্ত্বেও রাহুলের আচরণে মাঝে মধ্যেই বিরক্ত হতেন তাঁরা ৷ কিন্তু, এ দিন সেই সন্দেহের জেরে তাঁর মেয়েকে খুন করার অভিযোগ করেছেন ওই ব্যক্তি ৷ পুলিশ রাহুল মিশ্রকে জিজ্ঞাসাবাদ করছে ৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বাচ্চা দু’টিকে কাউন্সিলিংয়ের জন্য শিশুমনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে ৷

সুলতানপুর, 13 অগস্ট: সন্দেহের জেরে স্ত্রীকে গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ তাও আবার দুই সন্তানের সামনে ৷ আজ সকালে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ৷ জানা গিয়েছে, স্ত্রীকে খুনের পর তাঁর দেহ নিয়ে দীর্ঘক্ষণ গাড়ির মধ্যেই বসেছিলেন অভিযুক্ত রাহুল মিশ্র ৷ পুলিশের টহলদারি ভ্যান এক্সপ্রেসওয়েতে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় ৷ কী বিষয় তা জানতে গাড়ির কাছে গেলে, মহিলার লাশ-সহ দু’টি বাচ্চা এবং চালকের আসনে রাহুলকে বসে থাকতে দেখে ৷ পুলিশ রাহুল মিশ্রকে গ্রেফতার করেছে ৷

তদন্তকারী আধিকারিক বলদিরায় রমেশ কুমার জানিয়েছে, আজ সকালে উন্নাও জেলার বাসিন্দা রাহুল মিশ্র এবং তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন ৷ তাঁরা বর্তমানে লখনউতে থাকেন ৷ এ দিন রাহুল তাঁর পরিবারকে নিয়ে রায়বরেলিতে শ্বশুরবাড়ির যাওয়ার জন্য বেরোন ৷ কিন্তু, মাঝরাস্তায় গাড়ি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে নিয়ে নেন রাহুল ৷ মাজেশ মোড়ে গাড়ি রাস্তার ধারে দাঁড় করান রাহুল ৷ এর পর স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ ৷ দীর্ঘক্ষণ রাস্তার ধারে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয় ৷ তখন ওই এলাকায় থাকা টহলদারি ভ্যানকে মাজেশ মোড়ে পাঠানো হয় ৷

টহলদারি ভ্যানের পুলিশ কর্মীরা গাড়ির কাছে গিয়ে চমকে যান ৷ পুলিশ জানিয়েছে, চালকের পাশের আসনে এক মহিলাকে তারা সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান ৷ আর পিছনের আসনে দু’টি বাচ্চা বসেছিল চুপচাপ ৷ চালকের আসনে এক ব্যক্তি ছিলেন ৷ পুলিশ গাড়ির দরজা খুলতে বললেও, তিনি খুলছিলেন না ৷ এরপর লক ভেঙে দরজা খুলে রাহুল মিশ্রকে বের করেন পুলিশ কর্মীরা ৷ তখন পিছনের আসনে বসে থাকা বাচ্চারা জানায় পুরো ঘটনা ৷ এর পর স্থানীয় কুরেভর থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করেছে ৷ রাহুল মিশ্রকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন: দ্বিতীয় বিয়েতে বাধা, দেরাদুনে 2 কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত বাবা !

এই পুরো ঘটনায় মৃত মহিলার বাবা জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করিয়েছেন ৷ তিনি অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের চরিত্র নিয়ে সন্দেহপ্রকাশ করতেন রাহুল ৷ এ নিয়ে দু’জনের মধ্যে প্রায় অশান্তি হত ৷ 2008 সালে প্রেম করে বিয়ে করেছিলেন দু’জনে ৷ তা সত্ত্বেও রাহুলের আচরণে মাঝে মধ্যেই বিরক্ত হতেন তাঁরা ৷ কিন্তু, এ দিন সেই সন্দেহের জেরে তাঁর মেয়েকে খুন করার অভিযোগ করেছেন ওই ব্যক্তি ৷ পুলিশ রাহুল মিশ্রকে জিজ্ঞাসাবাদ করছে ৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বাচ্চা দু’টিকে কাউন্সিলিংয়ের জন্য শিশুমনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.