ETV Bharat / bharat

Mamata Banerjee visits Mumbai : মুম্বই পৌঁছেই সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো মমতার, পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য

মুম্বই পৌঁছেই সিদ্ধি বিনায়ক মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee visits siddhivinayak temple in mumbai) ৷ মন্দিরে পুজো দেন ৷ পুজো দেওয়ার পর মমতা মহারাষ্ট্র সরকারকে কৃতজ্ঞতা জানান ৷ পরে তিনি পুলিশ মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান ৷

mamata-banerjee-visits-siddhivinayak-temple-police-memorial-in-mumbai
Mamata Banerjee is visiting Mumbai : মুম্বই পৌঁছেই সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো, পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য মমতার
author img

By

Published : Nov 30, 2021, 6:51 PM IST

Updated : Nov 30, 2021, 7:20 PM IST

মুম্বই, 30 নভেম্বর : দু’দিনের মুম্বই সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee is visiting Mumbai) ৷ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাণিজ্যনগরীতে পৌঁছান ৷ সেখান থেকে সরাসরি চলে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে ৷ বেশ কিছুক্ষণ তিনি মন্দিরে ছিলেন ৷ পুজো দেন (Mamata banerjee offers puja at siddhivinayak temple) ৷

2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার পর গোটা দেশেই ক্রমশ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ৷ তার এক ঝলক মঙ্গলবার সন্ধ্যায় দেখা গেল সিদ্ধি বিনায়ক মন্দিরেও ৷ সেখানে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করলেন বহু অনুরাগী ৷

পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আগে অনেকবার মুম্বই এসেছি ৷ কিন্তু কখনও সিদ্ধি বিনায়ক মন্দিরে আসার সুযোগ হইনি ৷ আমার বাড়িতেও গণপতি পুজো হয় ৷ মন্দির কমিটি ও মহারাষ্ট্র সরকারের কাছে কৃতজ্ঞ ৷ উদ্ধব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ৷ জয় মারাঠা, জয় বাংলা ৷’’

এবারের মুম্বই সফরে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সিদ্ধি বিনায়ক মন্দির থেকে তিনি মুম্বইয়ের পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে যান (Mamata Banerjee pays tribute to mumbai police memorial) ৷ তিনি জানান, শ্রদ্ধা জানাতে এসেছেন ৷ দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷ উদ্ধব ঠাকরে তাড়াতাড়ি সেরে উঠুন এই প্রার্থনা করেন তিনি ৷

  • West Bengal CM and TMC chief Mamata Banerjee pays tribute to Tukaram Omble Statue in Mumbai.

    He was a Mumbai police officer who lost his life in the line of duty during the 2008 Mumbai attacks. pic.twitter.com/liU0ZKmWxg

    — ANI (@ANI) November 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখান থেকে হোটেলে চলে গেলেন ৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সেখানে আসছেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে (Mamata Banejee Aditya Thackeray Meeting) ৷ যদিও তাঁর (আদিত্য) সবচেয়ে বড় পরিচয় তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে ও শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের নাতি ৷ আদিত্যর সঙ্গে থাকবেন শিবসেনা সাংসদ তথা ওই দলের মুখপাত্র সঞ্জয় রাউত ৷

সিদ্ধি বিনায়ক মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা যদিও আগে জানিয়েছিলেন, এবারের সফরে তিনি দেখা করবেন উদ্ধব ঠাকরের সঙ্গে ৷ কিন্তু মঙ্গলবার মুম্বই রওনা হওয়ার আগে কলকাতায় মমতা জানান, উদ্ধব অসুস্থ ৷ তাই চিকিৎসকদের পরামর্শ মতো তিনি (উদ্ধব) কারও সঙ্গে দেখা করছেন না ৷ তার বদলে মমতার সঙ্গে দেখা করতে আসবেন আদিত্য ঠাকরে ৷

আরও পড়ুন : Mamata Banerjee to Visit Mumbai : মুম্বইয়ে আদিত্য-পাওয়ারের সঙ্গে বৈঠক, সিদ্ধি বিনায়কেও যাবেন মমতা

আগামিকাল মুম্বইয়ের তরুণ শিল্পপতিদের আয়োজিত শিল্প সম্মেলনে যোগ দেবেন ৷ তার আগে তিনি দেখা করবেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে ৷ তাছাড়া বৈঠক করবেন মুম্বইয়ের নাগরিক সমাজের সঙ্গে ৷

মুম্বই, 30 নভেম্বর : দু’দিনের মুম্বই সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee is visiting Mumbai) ৷ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাণিজ্যনগরীতে পৌঁছান ৷ সেখান থেকে সরাসরি চলে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে ৷ বেশ কিছুক্ষণ তিনি মন্দিরে ছিলেন ৷ পুজো দেন (Mamata banerjee offers puja at siddhivinayak temple) ৷

2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার পর গোটা দেশেই ক্রমশ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ৷ তার এক ঝলক মঙ্গলবার সন্ধ্যায় দেখা গেল সিদ্ধি বিনায়ক মন্দিরেও ৷ সেখানে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করলেন বহু অনুরাগী ৷

পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আগে অনেকবার মুম্বই এসেছি ৷ কিন্তু কখনও সিদ্ধি বিনায়ক মন্দিরে আসার সুযোগ হইনি ৷ আমার বাড়িতেও গণপতি পুজো হয় ৷ মন্দির কমিটি ও মহারাষ্ট্র সরকারের কাছে কৃতজ্ঞ ৷ উদ্ধব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ৷ জয় মারাঠা, জয় বাংলা ৷’’

এবারের মুম্বই সফরে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সিদ্ধি বিনায়ক মন্দির থেকে তিনি মুম্বইয়ের পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে যান (Mamata Banerjee pays tribute to mumbai police memorial) ৷ তিনি জানান, শ্রদ্ধা জানাতে এসেছেন ৷ দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷ উদ্ধব ঠাকরে তাড়াতাড়ি সেরে উঠুন এই প্রার্থনা করেন তিনি ৷

  • West Bengal CM and TMC chief Mamata Banerjee pays tribute to Tukaram Omble Statue in Mumbai.

    He was a Mumbai police officer who lost his life in the line of duty during the 2008 Mumbai attacks. pic.twitter.com/liU0ZKmWxg

    — ANI (@ANI) November 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখান থেকে হোটেলে চলে গেলেন ৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সেখানে আসছেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে (Mamata Banejee Aditya Thackeray Meeting) ৷ যদিও তাঁর (আদিত্য) সবচেয়ে বড় পরিচয় তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে ও শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের নাতি ৷ আদিত্যর সঙ্গে থাকবেন শিবসেনা সাংসদ তথা ওই দলের মুখপাত্র সঞ্জয় রাউত ৷

সিদ্ধি বিনায়ক মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা যদিও আগে জানিয়েছিলেন, এবারের সফরে তিনি দেখা করবেন উদ্ধব ঠাকরের সঙ্গে ৷ কিন্তু মঙ্গলবার মুম্বই রওনা হওয়ার আগে কলকাতায় মমতা জানান, উদ্ধব অসুস্থ ৷ তাই চিকিৎসকদের পরামর্শ মতো তিনি (উদ্ধব) কারও সঙ্গে দেখা করছেন না ৷ তার বদলে মমতার সঙ্গে দেখা করতে আসবেন আদিত্য ঠাকরে ৷

আরও পড়ুন : Mamata Banerjee to Visit Mumbai : মুম্বইয়ে আদিত্য-পাওয়ারের সঙ্গে বৈঠক, সিদ্ধি বিনায়কেও যাবেন মমতা

আগামিকাল মুম্বইয়ের তরুণ শিল্পপতিদের আয়োজিত শিল্প সম্মেলনে যোগ দেবেন ৷ তার আগে তিনি দেখা করবেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে ৷ তাছাড়া বৈঠক করবেন মুম্বইয়ের নাগরিক সমাজের সঙ্গে ৷

Last Updated : Nov 30, 2021, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.