ETV Bharat / bharat

Mamata in Odisha: গেস্ট হাউসের জন্য ওড়িশা সরকারের দেখানো জমি পছন্দ হয়েছে, জানালেন মমতা - ওড়িশায় মমতা বন্দ্যোপাধ্যায়

গেস্ট হাউসের জন্য ওড়িশা সরকারের (Mamata in Odisha) দেখানো জমি পছন্দ হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Odisha)৷ এ বার শুধু সরকারি সিলমোহরের অপেক্ষা ৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 22, 2023, 5:16 PM IST

Updated : Mar 22, 2023, 6:20 PM IST

ওড়িশা সরকারের দেখানো জমি পছন্দ হয়েছে মমতার

কলকাতা, 22 মার্চ: ওড়িশা সরকারের দেওয়া জমি পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee in Odisha)। বুধবার পুরীতে গেস্ট হাউসের (Guest House Land) জন্য ওড়িশা সরকারের দেওয়া জমি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বলেন, "জমি দেখে আমি খুশি ।" ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এ দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata in Odisha) সঙ্গে ওই রাজ্যের মুখ্যসচিব প্রদীপ কুমার জেনা এবং পুরীর জেলাশাসক সমর্থ বর্মাকে পাঠিয়েছিলেন । তাঁরাই মমতাকে ওই জমি ঘুরিয়ে দেখান ।

জমি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Latest News) বলেন, "জমি দেখেছি । পছন্দও হয়েছে । কাল নবীনজির সঙ্গে দেখা করব । তখনই এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলে নেব ।" যেখানে নতুন গেস্ট হাউস তৈরি হবে তার নিকটেই নতুন বিমানবন্দর তৈরি হবে । সেখানে একটি নতুন সেতু তৈরি হওয়ার কথা রয়েছে । কাজেই রাজ্য সরকার মনে করছে, গেস্ট হাউসের জন্য এটা অন্যতম ভালো জায়গা হতে চলেছে ।

Mamata Banerjee ETV Bharat
ওড়িশা সরকারের দেখানো জমি পছন্দ হয়েছে মমতার

মমতা এ দিন বলেন, "আপনারা জানেন বাংলার সবথেকে বেশি পর্যটক পুরীতে আসেন । তাঁদের কাছে পুরী অনেকটা সেকেন্ড হোমের মতো । সারাবছর পুরীতে বাংলার পর্যটকে ভরা থাকে । কখনও এমন হয়ে যায় যে, তাঁদের থাকার জায়গা দেওয়া যায় না । রথ বা অন্য ছুটির সময় পরিস্থিতি আরও খারাপ হয় । সে কারণে দীর্ঘদিন ধরেই আমাদের ভাবনা চিন্তায় এই গেস্ট হাউজের বিষয়টি ছিল । আমরা চাইছিলাম রাজ্যের মানুষের জন্য একটা ভালো গেস্ট হাউস এখানে তৈরি করতে, সেই মতোই এই উদ্যোগ নেওয়া হচ্ছে ।"

এ দিন সাংবাদিকদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয় কতটা জমিতে এই গেস্ট হাউস করা হবে বা কতজন একসঙ্গে এখানে থাকতে পারবেন । জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সবটাই নির্ভর করছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের উপর । তিনি কতটা জমি দেবেন তার উপর । তার উপর নির্ভর করেই ঠিক করা যাবে যে, কত বড় বা কতজনের জন্য এই গেস্ট হাউস তৈরি করা সম্ভব হবে ।

Mamata Banerjee ETV Bharat
ওড়িশায় মুখ্যমন্ত্রী

তিনি এও জানাতে ভোলেননি, তাঁর হাতে হয়তো বিশালাকায় গেস্ট হাউস তৈরির জন্য প্রচুর অর্থ নেই । কিন্তু সরকারি কোষাগার থেকে এই গেস্ট হাউসের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ নিতান্তই সৌজন্য সাক্ষাৎ ।

আরও পড়ুন: মমতার দর্শনের পরেই বুধে 4 ঘণ্টার জন্য বন্ধ পুরীর জগন্নাথ মন্দির, কিন্ত কেন ?

ওড়িশায় একটি হকি ম্যাচের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী । তখন তিনি আশ্বাস দিয়েছিলেন, ওই মুহূর্তে তিনি আসতে পারছেন না । তবে পরবর্তীতে জগন্নাথ দর্শনে এলে নবীনজির সঙ্গে দেখা করবেন তিনি । সেই মতোই আগামিকাল তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে তিনি জানিয়েছেন, ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পুরীতে গেস্ট হাউস তৈরির বিষয়টি আলোচনা করবেন । তাঁর কাছ থেকে জমি পাওয়ার পর ডিপিআর তৈরি করে সয়েল টেস্ট করে তারপরেই গেস্ট হাউস তৈরির কাজ শুরু হবে।

এ দিকে, মুখ্যমন্ত্রীর এই ওড়িশা সফরকে ওই রাজ্যের সরকার যে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে তাও জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ ওই রাজ্য সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেট গেস্ট ঘোষণা করা হয়েছে । কাজেই বাংলার মুখ্যমন্ত্রীর এই সফর সে রাজ্যের মানুষের আলোচনায় রয়েছে ।

এ দিন পুরীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । ছিলেন রাজ্যের একাধিক সরকারি আমলাও । যাতে ওড়িশা সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুত এই গেস্ট হাউস তৈরি করা যায়, সে জন্যই ভাবনাচিন্তা করতে এই সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখন দেখার কত দিনে বাংলার মানুষকে পুরীর বুকে এই নতুন গেস্ট হাউস উপহার দেন মুখ্যমন্ত্রী ।

ওড়িশা সরকারের দেখানো জমি পছন্দ হয়েছে মমতার

কলকাতা, 22 মার্চ: ওড়িশা সরকারের দেওয়া জমি পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee in Odisha)। বুধবার পুরীতে গেস্ট হাউসের (Guest House Land) জন্য ওড়িশা সরকারের দেওয়া জমি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বলেন, "জমি দেখে আমি খুশি ।" ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এ দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata in Odisha) সঙ্গে ওই রাজ্যের মুখ্যসচিব প্রদীপ কুমার জেনা এবং পুরীর জেলাশাসক সমর্থ বর্মাকে পাঠিয়েছিলেন । তাঁরাই মমতাকে ওই জমি ঘুরিয়ে দেখান ।

জমি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Latest News) বলেন, "জমি দেখেছি । পছন্দও হয়েছে । কাল নবীনজির সঙ্গে দেখা করব । তখনই এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলে নেব ।" যেখানে নতুন গেস্ট হাউস তৈরি হবে তার নিকটেই নতুন বিমানবন্দর তৈরি হবে । সেখানে একটি নতুন সেতু তৈরি হওয়ার কথা রয়েছে । কাজেই রাজ্য সরকার মনে করছে, গেস্ট হাউসের জন্য এটা অন্যতম ভালো জায়গা হতে চলেছে ।

Mamata Banerjee ETV Bharat
ওড়িশা সরকারের দেখানো জমি পছন্দ হয়েছে মমতার

মমতা এ দিন বলেন, "আপনারা জানেন বাংলার সবথেকে বেশি পর্যটক পুরীতে আসেন । তাঁদের কাছে পুরী অনেকটা সেকেন্ড হোমের মতো । সারাবছর পুরীতে বাংলার পর্যটকে ভরা থাকে । কখনও এমন হয়ে যায় যে, তাঁদের থাকার জায়গা দেওয়া যায় না । রথ বা অন্য ছুটির সময় পরিস্থিতি আরও খারাপ হয় । সে কারণে দীর্ঘদিন ধরেই আমাদের ভাবনা চিন্তায় এই গেস্ট হাউজের বিষয়টি ছিল । আমরা চাইছিলাম রাজ্যের মানুষের জন্য একটা ভালো গেস্ট হাউস এখানে তৈরি করতে, সেই মতোই এই উদ্যোগ নেওয়া হচ্ছে ।"

এ দিন সাংবাদিকদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয় কতটা জমিতে এই গেস্ট হাউস করা হবে বা কতজন একসঙ্গে এখানে থাকতে পারবেন । জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সবটাই নির্ভর করছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের উপর । তিনি কতটা জমি দেবেন তার উপর । তার উপর নির্ভর করেই ঠিক করা যাবে যে, কত বড় বা কতজনের জন্য এই গেস্ট হাউস তৈরি করা সম্ভব হবে ।

Mamata Banerjee ETV Bharat
ওড়িশায় মুখ্যমন্ত্রী

তিনি এও জানাতে ভোলেননি, তাঁর হাতে হয়তো বিশালাকায় গেস্ট হাউস তৈরির জন্য প্রচুর অর্থ নেই । কিন্তু সরকারি কোষাগার থেকে এই গেস্ট হাউসের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ নিতান্তই সৌজন্য সাক্ষাৎ ।

আরও পড়ুন: মমতার দর্শনের পরেই বুধে 4 ঘণ্টার জন্য বন্ধ পুরীর জগন্নাথ মন্দির, কিন্ত কেন ?

ওড়িশায় একটি হকি ম্যাচের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী । তখন তিনি আশ্বাস দিয়েছিলেন, ওই মুহূর্তে তিনি আসতে পারছেন না । তবে পরবর্তীতে জগন্নাথ দর্শনে এলে নবীনজির সঙ্গে দেখা করবেন তিনি । সেই মতোই আগামিকাল তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে তিনি জানিয়েছেন, ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পুরীতে গেস্ট হাউস তৈরির বিষয়টি আলোচনা করবেন । তাঁর কাছ থেকে জমি পাওয়ার পর ডিপিআর তৈরি করে সয়েল টেস্ট করে তারপরেই গেস্ট হাউস তৈরির কাজ শুরু হবে।

এ দিকে, মুখ্যমন্ত্রীর এই ওড়িশা সফরকে ওই রাজ্যের সরকার যে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে তাও জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ ওই রাজ্য সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেট গেস্ট ঘোষণা করা হয়েছে । কাজেই বাংলার মুখ্যমন্ত্রীর এই সফর সে রাজ্যের মানুষের আলোচনায় রয়েছে ।

এ দিন পুরীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । ছিলেন রাজ্যের একাধিক সরকারি আমলাও । যাতে ওড়িশা সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুত এই গেস্ট হাউস তৈরি করা যায়, সে জন্যই ভাবনাচিন্তা করতে এই সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখন দেখার কত দিনে বাংলার মানুষকে পুরীর বুকে এই নতুন গেস্ট হাউস উপহার দেন মুখ্যমন্ত্রী ।

Last Updated : Mar 22, 2023, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.