ETV Bharat / bharat

Mamata Banerjee : 'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার - গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হচ্ছে তিনি গোয়ায় বহিরাগত বলে ৷ তার পাল্টা নিজেকে গোয়ার মেয়ে বলেই পরিচয় দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ বললেন, তিনি গোয়ায় বহিরাগত নন ৷ শুধু গোয়াই নয়, দেশের যে কোনও জায়গায় অবাধে যেতে পারেন ৷

Mamata Banerjee, Mamata Banerjee in Goa
'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার
author img

By

Published : Oct 29, 2021, 10:17 PM IST

পানাজি, 29 অক্টোবর : তিনি দেশের যে কোনও জায়গায় যেতে পারেন অবাধে ৷ বিজেপির বহিরাগত কটাক্ষের প্রতিক্রিয়ায় স্পষ্ট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শুক্রবার কর্মসূচিতে ঠাসা ছিল মমতার গোয়া সফর ৷ এদিন সকাল থেকেই ছুটে বেড়াতে হয়েছে এক জায়গা থেকে অন্যত্রে ৷ তার মধ্যেই বিজেপির তীর্যক মন্তব্যের জবাব দিয়েছেন৷ বিকেলে এক অনুষ্ঠানে জানান, তিনি শুধু বাংলার মেয়ে নন, গোটা ভারতেরই ৷

একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন মমতা ও তৃণমূল নেতারা ৷ এবার রাজ্যের বাইরে পা-রাখতেই নিজেকে সেই কটাক্ষের মুখে পড়তে হয়৷ গোয়ায় পৌঁছতেই গতকাল তাঁকে কালো পতাকা দেখিয়েছে বিজেপি ৷ গো-ব্যাক ধ্বনিও দেয় তারা ৷ হিন্দুত্ববাদী সংগঠনের তরফেও বিক্ষোভ দেখানো হয় তাঁর বিমানবন্দর থেকে বেরিয়ে শহরে যাওয়ার পথে ৷ জয় শ্রীরাম স্লোগানও চলে ৷ এসবের পরই থেমে নেই আক্রমণ ৷ এবার তাঁকে গোয়ায় বহিরাগত বলা হচ্ছে ৷ তবে তার প্রত্যুত্তর দিয়েছেন মমতা ৷

এদিন দুপুরেই অমিত মালব্য মমতাকে সরাসরি গোয়ায় বহিরাগত বলে একটি টুইট করেন ৷ টুইটে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় একজন ‘বহিরাগত’৷ বাংলায় তিনি বিভাজনকারী একচেটিয়া প্রচার চালিয়েছেন ৷ তাঁর দাবি যে তিনি ধর্মনিরপেক্ষ, যা অন্তসারশূন্য ৷ পশ্চিমবঙ্গে তাঁর বেশিরভাগ মুসলিম পার্টি ক্যাডার বিজেপি কর্মীদের ধর্ষণ এবং খুন করেছে ৷ সে সব কিছুই তাঁর চোখে পড়েনি ৷ ওঁর হাতে রক্ত ​​লেগে রয়েছে ৷"

  • Mamata Banerjee is a ‘Bohirogoto’ in Goa, a divisive exclusivist campaign she ran in Bengal. Her assertion that she is secular, rings hollow. In WB, her party cadre, mostly Muslims, killed and raped BJP workers and sympathisers, while she looked away. She has blood on her hands.

    — Amit Malviya (@amitmalviya) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করে মমতা জানান, তিনি কোনও ভাবেই বহিরাগত নন ৷ ভারতে যে কোনও জায়গাতেই তিনি অবাধে যেতে পারেন ৷ স্পষ্ট করে জানান, তিনি যেমন বাংলার মেয়ে, তেমনই গোয়ারও মেয়ে ৷ এদিন বিকেলে গোয়ায় বিশিষ্টদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, "আমি আপনাদের বোনের মতো ৷ বাংলার মতো গোয়াও আমার মাতৃভূমি ৷ গোয়ায় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷" এদিন বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে তিনি বলেন, "আমরা বিভেদের রাজনীতি করি না ৷ সেটা বরং বিজেপি করে ৷ তারা মানুষের মনে বিদ্বেষ তৈরি করছে ৷"

আরও পড়ুন : Goa TMC : লুইজিনহো-লিয়েন্ডার সহ একাধিক মুখ তৈরি গোয়া তৃণমূলে

পানাজি, 29 অক্টোবর : তিনি দেশের যে কোনও জায়গায় যেতে পারেন অবাধে ৷ বিজেপির বহিরাগত কটাক্ষের প্রতিক্রিয়ায় স্পষ্ট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শুক্রবার কর্মসূচিতে ঠাসা ছিল মমতার গোয়া সফর ৷ এদিন সকাল থেকেই ছুটে বেড়াতে হয়েছে এক জায়গা থেকে অন্যত্রে ৷ তার মধ্যেই বিজেপির তীর্যক মন্তব্যের জবাব দিয়েছেন৷ বিকেলে এক অনুষ্ঠানে জানান, তিনি শুধু বাংলার মেয়ে নন, গোটা ভারতেরই ৷

একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন মমতা ও তৃণমূল নেতারা ৷ এবার রাজ্যের বাইরে পা-রাখতেই নিজেকে সেই কটাক্ষের মুখে পড়তে হয়৷ গোয়ায় পৌঁছতেই গতকাল তাঁকে কালো পতাকা দেখিয়েছে বিজেপি ৷ গো-ব্যাক ধ্বনিও দেয় তারা ৷ হিন্দুত্ববাদী সংগঠনের তরফেও বিক্ষোভ দেখানো হয় তাঁর বিমানবন্দর থেকে বেরিয়ে শহরে যাওয়ার পথে ৷ জয় শ্রীরাম স্লোগানও চলে ৷ এসবের পরই থেমে নেই আক্রমণ ৷ এবার তাঁকে গোয়ায় বহিরাগত বলা হচ্ছে ৷ তবে তার প্রত্যুত্তর দিয়েছেন মমতা ৷

এদিন দুপুরেই অমিত মালব্য মমতাকে সরাসরি গোয়ায় বহিরাগত বলে একটি টুইট করেন ৷ টুইটে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় একজন ‘বহিরাগত’৷ বাংলায় তিনি বিভাজনকারী একচেটিয়া প্রচার চালিয়েছেন ৷ তাঁর দাবি যে তিনি ধর্মনিরপেক্ষ, যা অন্তসারশূন্য ৷ পশ্চিমবঙ্গে তাঁর বেশিরভাগ মুসলিম পার্টি ক্যাডার বিজেপি কর্মীদের ধর্ষণ এবং খুন করেছে ৷ সে সব কিছুই তাঁর চোখে পড়েনি ৷ ওঁর হাতে রক্ত ​​লেগে রয়েছে ৷"

  • Mamata Banerjee is a ‘Bohirogoto’ in Goa, a divisive exclusivist campaign she ran in Bengal. Her assertion that she is secular, rings hollow. In WB, her party cadre, mostly Muslims, killed and raped BJP workers and sympathisers, while she looked away. She has blood on her hands.

    — Amit Malviya (@amitmalviya) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করে মমতা জানান, তিনি কোনও ভাবেই বহিরাগত নন ৷ ভারতে যে কোনও জায়গাতেই তিনি অবাধে যেতে পারেন ৷ স্পষ্ট করে জানান, তিনি যেমন বাংলার মেয়ে, তেমনই গোয়ারও মেয়ে ৷ এদিন বিকেলে গোয়ায় বিশিষ্টদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, "আমি আপনাদের বোনের মতো ৷ বাংলার মতো গোয়াও আমার মাতৃভূমি ৷ গোয়ায় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷" এদিন বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে তিনি বলেন, "আমরা বিভেদের রাজনীতি করি না ৷ সেটা বরং বিজেপি করে ৷ তারা মানুষের মনে বিদ্বেষ তৈরি করছে ৷"

আরও পড়ুন : Goa TMC : লুইজিনহো-লিয়েন্ডার সহ একাধিক মুখ তৈরি গোয়া তৃণমূলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.