ETV Bharat / bharat

UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই যোগী-ভূমে তৃণমূল সুপ্রিমো ? - নরেন্দ্র মোদি

আগামী বছরই ভোট হবে উত্তরপ্রদেশে (UP Assembly Election 2022) ৷ সেই নির্বাচনে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিকে (Akhilesh Yadav's Samajwadi Party) সমর্থন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আর সেই কারণেই আগামী মাসে বারাণসী সফরে (Mamata Banerjee Varanasi Visit) আসতে পারেন তিনি ৷ এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের ৷

mamata banerjee likely to visit varanasi next month to support akhilesh yadav in up assembly election 2022
UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই বারাণসী সফরে তৃণমূল সুপ্রিমো ?
author img

By

Published : Dec 5, 2021, 7:40 PM IST

লখনউ, 5 ডিসেম্বর : সবকিছু ঠিকঠাক থাকলে বছরের শুরুতেই (জানুয়ারি, 2022) বারাণসী সফরে আসতে পারেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Varanasi Visit) ৷ সূত্রের দাবি, আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে (UP Assembly Election 2022) অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (Akhilesh Yadav's Samajwadi Party) বা সপা-কেই সমর্থন করবেন মমতা ৷ তাই অখিলেশের হয়ে প্রচারে নামতেই মমতার এই বারাণসী সফর বলে দাবি সংশ্লিষ্ট মহলের ৷

আরও পড়ুন : Akhilesh Yadav on Alliance with Mamata Banerjee : বিজেপিকে হারাতে মমতার নেতৃত্বে জোটে রাজি অখিলেশ

বিষয়টি খুব বেশি খোলসা না করলেও মমতার সফরের জল্পনা একেবারে উড়িয়ে দেননি সদ্য তৃণমূলে যোগ দেওয়া ললিতেশপতি ত্রিপাঠী (Laliteshpati Tripathi on Mamata Banerjee Varanasi Visit) ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দিল্লিতে দিদি আগেই বলেছিলেন, অখিলেশের যদি আমাদের সাহায্য় প্রয়োজন হয়, আমরা তাঁকে সাহায্য করতে প্রস্তুত ৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রবীণ সপা নেত্রী জয়া বচ্চন তৃণমূলের হয়ে বাংলায় প্রচার করেছিলেন ৷ উত্তরপ্রদেশের ভোটে আমরা অবশ্যই তার প্রতিদান দেব ৷ আমাদের লক্ষ্য অভিন্ন ৷ বিজেপিকে পরাজিত না করা পর্যন্ত আমাদের স্বস্তি নেই ৷ অখিলেশের লড়াইয়ে আমরা তাঁর পাশেই আছি ৷’’

ললিতেশপতি ত্রিপাঠীর দাবি, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ মমতা বন্দ্যোপাধ্য়ায় বারাণসী আসতে পারেন ৷ তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে দলের সংগঠন বাড়ানো নিয়ে একের পর এক বৈঠক চলছে ৷ তবে দলনেত্রী কবে বারাণসীতে আসবেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও দিনক্ষণ স্থির হয়নি ৷ আমরা ভেবেছিলাম, ডিসেম্বরেই নেত্রীকে এখানে আনার বন্দোবস্ত করব ৷ কিন্তু, তাঁর পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচি রয়েছে ৷ তাই ডিসেম্বরে তিনি আমাদের সময় দিতে পারছেন না ৷’’

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটের আগেই জাতীয় স্তরে দলের ভিত আরও মজবুত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে এখনই উত্তরপ্রদেশ নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন তিনি ৷ বস্তুত, লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা এবং গোয়ার বিধানসভা ভোটে ঘাসফুল ফোটানোই তাঁর প্রধান লক্ষ্য ৷ তাই উত্তরপ্রদেশে সরাসরি ভোটের ময়দানে না নেমে বিজেপিবিরোধী কোনও দলকে সমর্থন করাটাই তৃণমূলের বর্তমান রণকৌশল ৷

আরও পড়ুন : দিদি জিও দিদি ! মোদিকে জবাব দিয়ে মমতাকে অভিনন্দন অখিলেশের

প্রসঙ্গত, বারাণসী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নির্বাচনী কেন্দ্র ৷ তাই তাঁর কেন্দ্রে মমতার সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ কারণ, এই মুহূর্তেই মমতাই দেশের প্রধান মোদিবিরোধী মুখ ৷ যদিও প্রকাশ্যে এই দাবি মানতে নারাজ ললিতেশপতি ত্রিপাঠী ৷ তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল, উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের পূর্বাঞ্চলীয় শাখার কার্যালয়টি এই বারাণসীতেই খোলা হবে ৷ তাছাড়া, তৃণমূল নেত্রী এখানকার মন্দিরগুলিও দর্শন করতে চান ৷ সেই কারণেই তাঁর বারাণসীতে আসার সম্ভাবনা রয়েছে ৷’’ ললিতেশপতি ত্রিপাঠীর দাবি, বারাণসী একটি পবিত্র শহর ৷ শুধুমাত্র সেই কারণেই নাকি তৃণমূলে যোগদানের প্রাথমিক পর্ব সারতে বারাণসীকেই বেছে নিয়েছিলেন মমতা ৷

লখনউ, 5 ডিসেম্বর : সবকিছু ঠিকঠাক থাকলে বছরের শুরুতেই (জানুয়ারি, 2022) বারাণসী সফরে আসতে পারেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Varanasi Visit) ৷ সূত্রের দাবি, আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে (UP Assembly Election 2022) অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (Akhilesh Yadav's Samajwadi Party) বা সপা-কেই সমর্থন করবেন মমতা ৷ তাই অখিলেশের হয়ে প্রচারে নামতেই মমতার এই বারাণসী সফর বলে দাবি সংশ্লিষ্ট মহলের ৷

আরও পড়ুন : Akhilesh Yadav on Alliance with Mamata Banerjee : বিজেপিকে হারাতে মমতার নেতৃত্বে জোটে রাজি অখিলেশ

বিষয়টি খুব বেশি খোলসা না করলেও মমতার সফরের জল্পনা একেবারে উড়িয়ে দেননি সদ্য তৃণমূলে যোগ দেওয়া ললিতেশপতি ত্রিপাঠী (Laliteshpati Tripathi on Mamata Banerjee Varanasi Visit) ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দিল্লিতে দিদি আগেই বলেছিলেন, অখিলেশের যদি আমাদের সাহায্য় প্রয়োজন হয়, আমরা তাঁকে সাহায্য করতে প্রস্তুত ৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রবীণ সপা নেত্রী জয়া বচ্চন তৃণমূলের হয়ে বাংলায় প্রচার করেছিলেন ৷ উত্তরপ্রদেশের ভোটে আমরা অবশ্যই তার প্রতিদান দেব ৷ আমাদের লক্ষ্য অভিন্ন ৷ বিজেপিকে পরাজিত না করা পর্যন্ত আমাদের স্বস্তি নেই ৷ অখিলেশের লড়াইয়ে আমরা তাঁর পাশেই আছি ৷’’

ললিতেশপতি ত্রিপাঠীর দাবি, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ মমতা বন্দ্যোপাধ্য়ায় বারাণসী আসতে পারেন ৷ তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে দলের সংগঠন বাড়ানো নিয়ে একের পর এক বৈঠক চলছে ৷ তবে দলনেত্রী কবে বারাণসীতে আসবেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও দিনক্ষণ স্থির হয়নি ৷ আমরা ভেবেছিলাম, ডিসেম্বরেই নেত্রীকে এখানে আনার বন্দোবস্ত করব ৷ কিন্তু, তাঁর পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচি রয়েছে ৷ তাই ডিসেম্বরে তিনি আমাদের সময় দিতে পারছেন না ৷’’

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটের আগেই জাতীয় স্তরে দলের ভিত আরও মজবুত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে এখনই উত্তরপ্রদেশ নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন তিনি ৷ বস্তুত, লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা এবং গোয়ার বিধানসভা ভোটে ঘাসফুল ফোটানোই তাঁর প্রধান লক্ষ্য ৷ তাই উত্তরপ্রদেশে সরাসরি ভোটের ময়দানে না নেমে বিজেপিবিরোধী কোনও দলকে সমর্থন করাটাই তৃণমূলের বর্তমান রণকৌশল ৷

আরও পড়ুন : দিদি জিও দিদি ! মোদিকে জবাব দিয়ে মমতাকে অভিনন্দন অখিলেশের

প্রসঙ্গত, বারাণসী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নির্বাচনী কেন্দ্র ৷ তাই তাঁর কেন্দ্রে মমতার সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ কারণ, এই মুহূর্তেই মমতাই দেশের প্রধান মোদিবিরোধী মুখ ৷ যদিও প্রকাশ্যে এই দাবি মানতে নারাজ ললিতেশপতি ত্রিপাঠী ৷ তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল, উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের পূর্বাঞ্চলীয় শাখার কার্যালয়টি এই বারাণসীতেই খোলা হবে ৷ তাছাড়া, তৃণমূল নেত্রী এখানকার মন্দিরগুলিও দর্শন করতে চান ৷ সেই কারণেই তাঁর বারাণসীতে আসার সম্ভাবনা রয়েছে ৷’’ ললিতেশপতি ত্রিপাঠীর দাবি, বারাণসী একটি পবিত্র শহর ৷ শুধুমাত্র সেই কারণেই নাকি তৃণমূলে যোগদানের প্রাথমিক পর্ব সারতে বারাণসীকেই বেছে নিয়েছিলেন মমতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.