ETV Bharat / bharat

Mahua Moitra tweets: 'সেন্সরশিপ গ্রহণ করব বলে বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধি হইনি', বিতর্কিত তথ্যচিত্রের লিংক শেয়ার করে লিখলেন মহুয়া - মহুয়া মৈত্র টুইটার

আবারও কেন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ শেয়ার করলেন বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের লিংক (Mahua Moitra tweets BBC Documentary) ৷

Mahua Moitra tweets BBC Documentary named India The Modi Question
ফাইল ছবি
author img

By

Published : Jan 22, 2023, 6:36 PM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি: বিবিসির তথ্যচিত্র (BBC Documentary) 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন' (India: The Modi Question)-এর সমস্ত ইউটিউব লিংক এবং এই সংক্রান্ত যাবতীয় টুইট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপের জন্য ফের একবার মোদি সরকারের সমালোচনায় সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra tweets BBC Documentary) ৷ বিষয়টি নিয়ে এদিন টুইটারেই সরব হয়েছেন তিনি ৷ সেইসঙ্গে, বিতর্কিত তথ্যচিত্রটির আর্কাইভ লিংকও শেয়ার করেছেন মহুয়া ৷ সঙ্গে লিখেছেন, "দুঃখিত, সেন্সরশিপ গ্রহণ করব বলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হইনি ৷"

সংশ্লিষ্ট তথ্যচিত্রটি ভারতে ব্লক করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শনিবারই কেন্দ্রের কঠোর সমালোচনা করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ ৷ শনিবার টুইটে তিনি লিখেছিলেন, "ভারতে যাতে একজনও বিবিসির একটি সাধারণ অনুষ্ঠান দেখতে না-পায়, তার জন্য যুদ্ধকালীন তৎপরতা দেখাচ্ছ কেন্দ্র ৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সম্রাট এবং দরবারিরা যে এতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা দেখে লজ্জা হচ্ছে ৷"

আরও পড়ুন: সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ! মানবাধিকার সংগঠনের রিপোর্ট নিয়ে মোদি-সরকারকে কটাক্ষ মহুয়ার

এরপর রবিবার আবারও একই ইস্যুতে টুইট করলেন মহুয়া ৷ সঙ্গে জুড়ে দিলেন বিবিসির সেই তথ্যচিত্রের লিংক ! সহনাগরিক এবং ফলোয়ারদের উদ্দেশে তাঁর বার্তা, "যখন সময় পাবেন, এটা দেখে নেবেন ৷" একইসঙ্গে মহুয়া জানিয়েছেন, তথ্যচিত্র দেখতে গিয়ে একটু অপেক্ষা করতে হতে পারে ৷ কারণ, লিংকটি খোলার পরও তথ্যচিত্র শুরু হতে দীর্ঘ সময় লাগছে ৷

Mahua Moitra tweets BBC Documentary named India The Modi Question
মহুয়া মৈত্রের টুইট

তথ্যচিত্র নিয়ে এত বিতর্ক কেন?

'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন' শীর্ষক তথ্যচিত্রটি তদন্তনির্ভর বলে দাবি করা হয়েছে ৷ এটি মোট দু'টি পর্বে সম্প্রচার করা হবে ৷ যার মধ্যে প্রথম পর্বটি মুক্তি পায় গত মঙ্গলবার ৷ এই তথ্যচিত্রের বিষয়বস্তু 2002 সালের গুজরাত দাঙ্গা ৷ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই বিবিসির এই তথ্যচিত্রের কঠোর সমালোচনা করেছে ভারত সরকার ৷ আর তারপরই একাধিক ইউটিউব ভিডিয়ো, টুইট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপের জন্য ইতিমধ্যেই মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল ৷

নয়াদিল্লি, 22 জানুয়ারি: বিবিসির তথ্যচিত্র (BBC Documentary) 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন' (India: The Modi Question)-এর সমস্ত ইউটিউব লিংক এবং এই সংক্রান্ত যাবতীয় টুইট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপের জন্য ফের একবার মোদি সরকারের সমালোচনায় সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra tweets BBC Documentary) ৷ বিষয়টি নিয়ে এদিন টুইটারেই সরব হয়েছেন তিনি ৷ সেইসঙ্গে, বিতর্কিত তথ্যচিত্রটির আর্কাইভ লিংকও শেয়ার করেছেন মহুয়া ৷ সঙ্গে লিখেছেন, "দুঃখিত, সেন্সরশিপ গ্রহণ করব বলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হইনি ৷"

সংশ্লিষ্ট তথ্যচিত্রটি ভারতে ব্লক করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শনিবারই কেন্দ্রের কঠোর সমালোচনা করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ ৷ শনিবার টুইটে তিনি লিখেছিলেন, "ভারতে যাতে একজনও বিবিসির একটি সাধারণ অনুষ্ঠান দেখতে না-পায়, তার জন্য যুদ্ধকালীন তৎপরতা দেখাচ্ছ কেন্দ্র ৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সম্রাট এবং দরবারিরা যে এতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা দেখে লজ্জা হচ্ছে ৷"

আরও পড়ুন: সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ! মানবাধিকার সংগঠনের রিপোর্ট নিয়ে মোদি-সরকারকে কটাক্ষ মহুয়ার

এরপর রবিবার আবারও একই ইস্যুতে টুইট করলেন মহুয়া ৷ সঙ্গে জুড়ে দিলেন বিবিসির সেই তথ্যচিত্রের লিংক ! সহনাগরিক এবং ফলোয়ারদের উদ্দেশে তাঁর বার্তা, "যখন সময় পাবেন, এটা দেখে নেবেন ৷" একইসঙ্গে মহুয়া জানিয়েছেন, তথ্যচিত্র দেখতে গিয়ে একটু অপেক্ষা করতে হতে পারে ৷ কারণ, লিংকটি খোলার পরও তথ্যচিত্র শুরু হতে দীর্ঘ সময় লাগছে ৷

Mahua Moitra tweets BBC Documentary named India The Modi Question
মহুয়া মৈত্রের টুইট

তথ্যচিত্র নিয়ে এত বিতর্ক কেন?

'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন' শীর্ষক তথ্যচিত্রটি তদন্তনির্ভর বলে দাবি করা হয়েছে ৷ এটি মোট দু'টি পর্বে সম্প্রচার করা হবে ৷ যার মধ্যে প্রথম পর্বটি মুক্তি পায় গত মঙ্গলবার ৷ এই তথ্যচিত্রের বিষয়বস্তু 2002 সালের গুজরাত দাঙ্গা ৷ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই বিবিসির এই তথ্যচিত্রের কঠোর সমালোচনা করেছে ভারত সরকার ৷ আর তারপরই একাধিক ইউটিউব ভিডিয়ো, টুইট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপের জন্য ইতিমধ্যেই মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.